সেলাই মেশিনের দাম! হাই! কি অবস্থা সবার। বর্তমান সময়ে প্রত্যেকের ঘরে ঘরে একটি করে সেলাই মেশিন থাকাটা যেন একটা খুবই কমন বেপার হয়ে পড়েছে। নিজের ঘরের জামা কাপড় সেলাই করার পাশাপাশি প্রতিবেশীদের কাপড় সেলাই করে হালকা-পাতলা হাত খরচের টাকা উপার্জন করার সম্ভাবনা রয়েছে । এছাড়া যেহেতু বাংলাদেশে একটি পোশাক তৈরীর জন্য বিখ্যাত সে দিক থেকেও গার্মেন্টস শিল্পকারখানাতেও সেলাই মেশিনের প্রচুর চাহিদা রয়েছে। আজকে আমরা গৃহস্থালীতে ব্যবহৃত মেনুয়াল সেলাই মেশিন এবং কমের্সিয়ালি ব্যবহৃত ইলেকট্রিক সেলাই মেশিন এর দাম সম্পর্কে ধারণা দেবো।
আজকের আর্টিকেলে যেসকল সেলাই মেশিন নিয়ে আলোচনা করব তা হচ্ছে
- সিঙ্গার সেলাই মেশিনের দাম
- ওয়ালটন সেলাই মেশিনের দাম
- জুকি সেলাই মেশিন এর দাম
- বাটারফ্লাই সেলাই মেশিনের দাম
- জ্যাক সেলাই মেশিন এর দাম
- Flyingman সেলাই মেশিনের দাম
যেহেতু পোশাক একটি মৌলিক চাহিদার উপাদানের অংশ। তাই প্রতিনিয়ত পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে পাশাপাশি পোষাক তৈরীর জন্য সেলাই মেশিনের ব্যাপক চাহিদা রয়েছে। প্রসারিত যেহেতু সেলাই মেশিনের বিকল্প কিছু নেই তাই আজকে আমরা সেলাই মেশিনের দাম সম্পর্কে জানব। মানব জীবনের প্রায় প্রত্যেকটা কাজে খুব সহজ হয়ে পড়ছে সে দিক থেকে সেলাই মেশিনের আধুনিকতার ছোঁয়ায় অনেক সুযোগ-সুবিধা সম্বন্ধে মেশিনের উদ্বোধন হয়েছে।
আরো পড়ুন
যারা পোশাক শিল্পের কারিগর রয়েছেন কিংবা পোশাক শিল্পের মালিক তাদের কাছে বর্তমানে জনপ্রিয় একটি ব্র্যান্ডের নাম হচ্ছে সিঙ্গার। এছাড়াও জুকি, বাটারফ্লাই, জ্যাক মেশিন এর ভালো সুনাম রয়েছে। তাই উল্লেখিত মেশিন গুলোর পাশাপাশি সিঙ্গার সেলাই মেশিনের দাম ২০২২ সম্পর্কে আপনাকে পরিপূর্ণ ধারণা দেব।
যদিও বর্তমানে অত্যাধুনিক সব সেলাই মেশিন বেশি লক্ষ্য করা যাচ্ছে। যেই মিশনগুলোতে রয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধা। অল্প সময়ে বেশি কাজ করার জন্য এই মেশিনগুলোর তুলনা হয়না। তবে আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা আগের দিনের ম্যানুয়াল মেশিনের কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই অত্যাধুনিক মেশিন গুলোর পাশাপাশি আগের যুগের সেলাই মেশিনের দাম সম্পর্কে একটি তালিকা প্রকাশ করা হবে।
ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনের দাম
যেহেতু বাংলাদেশে একটি পোশাকশিল্প খাত নির্ভর দেশ তাই এখানে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনের প্রচুর চাহিদা রয়েছে। গার্মেন্টস শিল্প কারখানাগুলোতে সাধারণত বিদ্যুৎচালিত এবং দ্রুত গতিতে চলে এমন মেশিন এর চাহিদা বেশি। যে সকল মেশিনের গতি নিয়ন্ত্রণ করা যায় সেইসাথে মোটা ফেব্রিক এবং ডাবল স্তরবিশিষ্ট ফেব্রিক সেলাই করতে কোন অসুবিধা হয় না সে ধরনের মেশিনের বেশি চাহিদা রয়েছে।
যদি আপনার একটি পোশাক শিল্প কারখানা থাকে সেক্ষেত্রে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন নিতে হবে। কারণ পোশাক শিল্প কারখানা তে অল্প সময়ে বেশি প্রোডাকশনের প্রয়োজন রয়েছে। এই চাহিদাকে মাথায় রেখেই সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল কিছু সেলাই মেশিন বাজারে সাপ্লাই দিচ্ছে। চলুন তাহলে ইন্দুষ্ট্রিয়াল সিঙ্গার সেলাই মেশিনের দাম সম্পর্কে জেনে নিন।
সিঙ্গার SRSM-ZJ9513G সেলাই মেশিনের দাম
বাসা বাড়িতে আমরা যে ধরনের সেলাই মেশিন ব্যবহার করি তার চেয়ে 5 থেকে 20 গুণ দ্রুত সেলাই করতে পারে এই মেশিনটি। তাই যাদের অল্প সময়ে বেশি প্রোডাকশন প্রয়োজন তারা নিশ্চিত এই মেশিনটি নিতে পারেন। দ্রুত সেলাই করার পাশাপাশি দীর্ঘক্ষণ যাবত এই মেশিনটি চলতে সক্ষম।
SRSM-ZJ9513G মেশিন এর ফিচারসমূহ
- উন্নত কোয়ালিটির মেশিন
- উন্নতমানের ইলেকট্রিক মেশিন
- সরাসরি ড্রাইভ একক সুইচ মেশিন
- সর্বোচ্চ গতির 5000 আরপিএম
- হালকা এবং মাঝারি কাপড়ের জন্য রয়েছে লক স্টিচ
- সেলাই ধরবো শূন্য থেকে 5 মিলিমিটার
- সহজেই হাতা এবং কফ সেলাই করার জন্য অনন্য
- রয়েছে একটি ড্রয়ার
- রোটারি হোক এবং মেড ইন জাপান
- রয়েছে 3 বছরের ওয়ারেন্টি
এই সেলাই মেশিনের দাম ৳24,990.00
SRSM-ZJ-A6000-G মেশিনের দাম
একটানা দীর্ঘদিন ব্যবহারের জন্য SRSM-ZJ-A6000-G মডেলের মেশিনটির তুলনা হয়না । সাধারনত প্রত্যেক শিল্প-কারখানার উদ্দেশ্য থাকে একটা মেশিন যেন দীর্ঘ দিন স্থায়ী হয়। এই স্থায়িত্বের কথা চিন্তা করেই সিঙ্গারের SRSM-ZJ-A6000-G মডেলের মেশিনটি বানানো হয়েছে। এটা যেমন দীর্ঘদিন স্থায়ী হবে ঠিক তেমনিভাবে প্রোডাকশন এর ক্ষেত্রেও 10 থেকে 15 গুণ বেশি প্রোডাকশন দিতে সক্ষম। নিচের এই মেশিনটির স্পেসিফিকেশন এবং অন্যান্য পিকচার দেওয়া হল।
SRSM-ZJ-A6000-G মেশিন এর ফিচারসমূহঃ
- সহজ এবং স্ট্রেইট ফরোয়ার্ড থ্রেডিং
- টাচস্ক্রিন ডিসপ্লে
- এলসিডি মনিটর
- অটোমেটিক সুইং কন্ট্রোল সিস্টেম
- বিদ্যুৎ শক্তির পরিমাণঃ 500 ওয়াট
- সেলাই দৈর্ঘ্য শূন্য থেকে পাঁচ মিলিমিটার
- মেশিনের গতিঃ 5000 আরপিএম সর্বোচ্চ
- লক সেলাই মেশিন
- সুইং সিস্টেম সিঙ্গেল
- 70 পার্সেন্ট এনার্জি সেভিং সিস্টেম
এই মেশিনটির দাম 21 হাজার 490 টাকা
সিঙ্গার ইলেকট্রিক সেলাই মেশিনের দাম
ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ধরনের সেলাই মেশিনের প্রচারণার পাশাপাশি আরো কিছু মডেলের ইলেকট্রিক মেশিন এর প্রচলন রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল মেশিন গুলোর মতই প্রায় এগুলো অনেক সুযোগ-সুবিধা সম্বলিত। তবে কিছু কিছু ইলেকট্রিক মেশিন ইন্ডাস্ট্রিয়াল কাজের পাশাপাশি সাধারণ কাজের জন্য ব্যবহার হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি মেশিন সম্পর্কে এখন আপনাকে জানাবো। কম বাজেটের মধ্যে ইলেকট্রিক মেশিন নিতে চাইলে নিচের প্রদত্ত মেশিনটি আপনার জন্য পারফেক্ট হতে পারে। যদি ইন্ডাস্ট্রিয়াল কাজ না করে সাধারন কাজের জন্য মেশিন করেন তাহলে আপনার জন্য এটা রিকমেন্ডেড থাকবে।
SRSM-SME-1408 সেলাই মেশিনের দাম
সাধারণ ইলেকট্রিক মেশিন গুলোর মধ্যে এটি খুবই আকর্ষনীয় এবং কার্যকর একটি মেশিন । ধারণা করা হচ্ছে এই মেশিনগুলো ইমপোর্টেড কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে তৈরি যার ফলে একটি চিঠি গুলো দেখতে খুব চমৎকার। নিচে কিছু গুরুত্বপূর্ণ কিছু তুলে ধরা হলো
ফিচারসমূহঃ
- ৮বুইল্ট ইন স্টিচ
- শক্তি খরচ করে ৭৫ ওয়াট-৮০ ওয়াট
- এটি একটি রাইট সাইড সেলাই মেশিন
- অন্যান্য দিনের মতোই স্টিচ
- বাটন হোল গুলো খুবই ডেকোরেটিভ
- চার ধাপের বাটন হোল
- ফলাফল খুবই ভালো
- রয়েছে গাইড
- অবশ্যই সময় বাঁচায় থ্রেডিং পথে
এই মেশিনটির দাম 8 হাজার 990 টাকা
এবার জানবো সিঙ্গার ম্যানুয়াল সেলাই মেশিনের দাম
যদিও বর্তমান যুগে ইলেকট্রিক মেশিন এর ব্যাপক চাহিদা। তারপরেও আমাদের দেশে অনেক সেলাই কারিগর রয়েছেন যারা আগেকার দিনের মেনুয়াল মেশিন গুলো চালাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাদের জন্য সিঙ্গার এখনও পর্যন্ত সেই কোয়ালিটির মেশিন উৎপাদন করে। পুরাতন মেশিনে কাজ করার কম্ফর্ট এর পাশাপাশি দামের পিকটা সকলের নজরে থাকে।
যাদের বাজেট কম এবং উৎপাদন চাহিদাও কম তারাই মূলত এ ধরনের মেশিন গুলো নিয়ে কাজ করে থাকেন। সাধারণত বাসা বাড়ির কাজের জন্য এই মেশিনগুলো ব্যাপক চাহিদা রয়েছে। যেহেতু বাসাবাড়িতে অথবা প্রতিবেশীদের জামা কাপড় সেলাই করার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন মেশিন এর প্রয়োজন নেই সে জন্যই মূলত এই মেশিনগুলো চাহিদাও বেশি ভালো।
সাধারণত সব শ্রেণীর মানুষদের কাছে এই মেশিনটি খুবই জনপ্রিয় একটি সেলাই মেশিন। এই মেশিনটা চালানো খুবই সহজ। যাদের মেশিন চালানোর ব্যাপারে কোন অভিজ্ঞতা নেই তারাও চাইলে এই মেশিনটি চালাতে পারে। বাংলাদেশের জনপ্রিয় সেলাই মেশিন ফিটিং।
ফিচারসমূহঃ
এই মেশিনের ফিচার সম্পর্কে বলার তেমন কিছু নেই। যারা সেলাই মেশিন সম্পর্কে জানেন তারা সবাই এক পলকে বলে দিতে পারবেন এই মেশিনের কোথায় কি আছে। একটা নতুন মেশিন কেনার ক্ষেত্রে যা যা দিতে হয় তার সবকিছুই এটা সঙ্গে আপনি পেয়ে যাবেন। যেমন একটি মেশিন স্ট্যান্ড যেটাতে প্রয়োজনীয় সবকিছু থাকবে। সেই সাথে পাবেন একটি মেশিন।
কম দামে ভালো কিছু সেলাই মেশিনের দাম
আমি আগেই বলেছি যে সাধারনত বাসাবাড়ি কাপড় সেলাই করার জন্য কেমন শক্তিশালী মেশিন এর প্রয়োজন নেই। বাসাবাড়ির কাপড় সেলাই করার জন্য আমাদের প্রায় প্রত্যেকেরই মেশিন কেনার ক্ষেত্রে বাজেট কম থাকে। যদি আপনার সেলাই মেশিন কেনার ক্ষেত্রে বাজেট কম থাকে তাহলে নিচে কয়েকটি মেশিন সম্পর্কে বলে দিচ্ছি। এগুলো থেকে যেকোন একটা মেশিন নিতে পারেন। যদি আপনার বাজেট কম থাকি কিন্তু ভালো মেশিন চাচ্ছেন।
WS AE588 মেশিনের দাম এবং এর স্পেসিফিকেশন সমূহ
কম বাজেটে ইলেকট্রিক মেশিন কেনার চিন্তা ভাবনা থাকলে ওয়ালটনের সেলাই মেশিন কিনতে পারেন। কম বাজেটের মধ্যে খুবই মানসম্পন্ন একটি মেশিন ওয়ালটন। নিচে ওয়ালটন সেলাই মেশিন এর ফিচারসমূহ উল্লেখ করা হলো
- এই মেশিনটি আধুনিকতার ছোঁয়া রয়েছে
- স্পিড কন্ট্রোল করার জন্য বিশেষ সুবিধা রয়েছে
- 12 রকমের সেলাই প্যাটার্ন
- স্বয়ংক্রিয় বোবিন উইন্ডার
- ইজি থ্রেড কর্তনকারী
- চার ধাপের বোতাম হোলি
- হাতে বহনযোগ্য
- ফ্রন্ট এবং ব্যাগ সেলাই সুবিধা
- কম্পিউটার নিয়ন্ত্রিত স্পিড কন্ট্রোল ডিভাইস
- এলইডি লাইট
- এছাড়া আরো অনেক কিছু
এই মেশিনের দাম 8500 টাকা
যেকোনো ধরনের পোশাক শিল্প কারখানার জন্য অথবা ছোট উদ্যোক্তাদের জন্য সেলাই মেশিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । যারা অল্প টাকার মধ্যে কিংবা নিজের ব্যবসার উন্নতির জন্য ভালো মানের মেশিন খুঁজছেনআজকের আয়োজন ছিল । অবশ্যই মেশিন কেনার সময় যাচাই-বাছাই করে নিবেন। আমি এখানে যে দাম বলেছি তা মার্কেট প্রাইস এর সাথে ওঠা-নামা করতে পারে। তাই মেশিন কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করবেন এবং দামাদামি ও করবেন।
প্রয়োজনে কয়েকটি দোকান যাচাই করবেন তারপর মেশিন কিনবেন। তাহলে অতিরিক্ত ঘাম নিতে পারবে না আপনার কাছে। আজকের আর্টিকেলে সিঙ্গার সেলাই মেশিনের দাম এবং আরো কিছু সেলাই মেশিনের দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনার কাছে এই পোস্টটি উপকারী মনে হয় তাহলে এটিকে শেয়ার করতে পারেন।