বাংলাদেশের একটি বিশেষ দিবস হল শহীদ বুদ্ধিজীবী দিবস । প্রতিবছর ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় । 1971 সালের 10 থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে ।এই কাজে বাংলাদেশের মধ্যে রাজাকার ; যে পেশায় নিয়োজিত ছিলেন :আলবদর আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করেছিল ।1971 সালে ১৪ ই ডিসেম্বর কতজন শহীদ হয়েছিল তার সংখ্যাটা আজও জাতির অজানা ।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশের বিজয় যখন চূড়ান্ত পর্যায়ে তখন এই জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের খুঁজে খুঁজে গুলি করে হত্যা করা হয় । যখন শুরু হয়েছিল চারিদিক থেকে বিজয়ের ধ্বনি ঠিক সেইসময় ষড়যন্ত্র করে 1971 সালের ১৪ ই ডিসেম্বরে শিক্ষাবিদ, সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ, দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়।
আমাদের আজকের আর্টিকেলের বিষয়টি হচ্ছে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম সম্পর্কে ।চলুন কথা না বাড়িয়ে জানা যাক ১৪ ই ডিসেম্বর এর শহীদ বুদ্ধিজীবীদের নাম সম্পর্কে।
- আরো পড়ুনঃ প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা
বুদ্ধিবৃত্তি কাকে বলে
কোন ব্যক্তির নিজস্ব কর্ম, শিক্ষা, জীবনের, প্রতিফলন কিংবা দর্শনবোধের মাধ্যমে সমাজকে প্রভাবিত করার চিন্তা ধারাকে বুদ্ধিবৃত্তি বলে ।
বুদ্ধিজীবী কাকে বলে
আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা কিনা খুবই বুদ্ধিমান তাদের কাজকর্মে জটিল চিন্তা ও কার্যকারণের ব্যবহার দেখা দেয় এইসকল ব্যক্তিবর্গ কে আমরা বুদ্ধিজীবী বলে থাকি । বুদ্ধিজীবীরা মেধাবী হয় । তারা একটি দেশের মেরুদন্ড হিসাবে কাজ করে । কারণ যে দেশের বুদ্ধিজীবী মানুষ নেই সেই দেশের উন্নয়ন সম্ভব না । আপনি যদি কোন দেশের সকল বুদ্ধিজীবীদের হত্যা করে ফেলেন তখন দেখবেন সে দেশটা দেউলিয়া হয়ে যাবে নয়তো তার সামাজিক ভারসাম্য হারিয়ে ফেলবে ।
বুদ্ধিজীবী অর্থ
বুদ্ধিজীবী অর্থ লেখক বিজ্ঞানী, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, সকল পর্যায়ের শিক্ষক, গবেষক সাংবাদিক, রাজনীতিক, আইনজীবী,চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি, কর্মচারী, চলচ্চিত্র ও নাটকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, সমাজসেবী ও সংস্কৃতি সেবী । এই সকল ব্যাক্তিকে আমরা বুদ্ধিজীবী হিসেবে বলতে পারি ।
শহীদ বুদ্ধিজীবী কাকে বলে
যে সকল বুদ্ধিজীবী ব্যক্তিরা দেশের জন্য শহীদ হয়েছেন আমরা সেই বুদ্ধিজীবী ব্যক্তিদের শহীদ বুদ্ধিজীবী হিসেবে বলতে পারি । কেননা তারা দেশকে স্বাধীন করার জন্য মৃত্যুকে কাছে টেনে নিয়েছেন। এই সকল বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ কে আমরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে আখ্যায়িত করতে পারি ।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম
1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর 30 লাখ মানুষ যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে শহীদ বুদ্ধিজীবী কতজন ছিল তা খুঁজে বের করা খুবই কষ্টকর ছিল । কেননা তখন মাত্র দেশটা স্বাধীন হয়েছিল এর মধ্যে কিছু কিছু বুদ্ধিজীবীর কথা সহজে উল্লেখ করা গিয়েছে বাকিগুলোর পরিসংখ্যানগুলো খুঁজে পাওয়াটা খুবই কষ্টের । ইতিহাসবিদদের মতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল পাকিস্তানী সামরিক বাহিনীর পূর্বপরিকল্পিত একটি আঘাত । কিন্তু স্বাধীনতা অর্জনের পর গত 51 বছরেও শহীদ বুদ্ধিজীবী কতজন ছিল সেই তালিকা তৈরি করতে ব্যর্থ হয়েছে সরকার।নিচে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম উল্লেখ করা হলো।
- আরো পড়ুনঃ wifi পাসওয়ার্ড বের করার উপায়
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম প্রকাশের আগে তাদের পরিসংখ্যানটা একবার দেখে নেওয়া যাক।
- শিক্ষাবিদ ছিলেন 991
- সাংবাদিক ছিলেন 13 জন
- চিকিৎসক ছিলেন 49 জন
- আইনজীবী ছিলেন 42 জন
- অন্যান্য 16 জন
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা প্রকাশ করা হয় 1972 সালে। সেখানে সাধারণত জেলা ভিত্তিক তথ্য উপস্থাপন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা
- গোবিন্দ চন্দ্র দেব ; যে পেশায় নিয়োজিত ছিলেন : দর্শনশাস্ত্র বিদ্যা
- মুনীর চৌধুরী ; যে পেশায় নিয়োজিত ছিলেন : বাংলা সাহিত্য বিভাগ
- মোফাজ্জল হায়দার চৌধুরী ; যে পেশায় নিয়োজিত ছিলেন :বাংলা সাহিত্য বিভাগ
- আনোয়ার পাশা ; যে পেশায় নিয়োজিত ছিলেন :বাংলা সাহিত্য বিভাগ
- আবুল খায়ের ; যে পেশায় নিয়োজিত ছিলেন : ইতিহাস ডিপার্টমেন্ট
- জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ; যে পেশায় নিয়োজিত ছিলেন : ইংরেজি সাহিত্য বিভাগ
- সিরাজুল হক খান ; যে পেশায় নিয়োজিত ছিলেন : শিক্ষক
- ফাইজুল মাহি ; যে পেশায় নিয়োজিত ছিলেন : শিক্ষা
- হুমায়ুন
- রাশেদুল হাসান ; যে পেশায় নিয়োজিত ছিলেন : ইংরেজি সাহিত্য বিভাগ
- সাজেদুল হাসান ; যে পেশায় নিয়োজিত ছিলেন :পদার্থবিদ্যা বিভাগ
- ফজলুর রহমান খান ; যে পেশায় নিয়োজিত ছিলেন : মৃত্তিকা বিভাগ
- এম এম মনিরুজ্জামান ; যে পেশায় নিয়োজিত ছিলেন : পরিসংখ্যান বিভাগ
- মুক্তাদির ; যে পেশায় নিয়োজিত ছিলেন : ভূ বিদ্যা বিভাগ
- সরাফত আলী ; যে পেশায় নিয়োজিত ছিলেন : গণিত বিভাগ
- এ য়ার কে খাদেম ; যে পেশায় নিয়োজিত ছিলেন : পদার্থবিদ্যা বিভাগ
- অনুদ্বৈপায়ন ভট্টাচার্য ; যে পেশায় নিয়োজিত ছিলেন : ফলিত পদার্থবিজ্ঞান বিভাগ
- সাদেক ; যে পেশায় নিয়োজিত ছিলেন : শিক্ষক
- সাদাত আলী ; যে পেশায় নিয়োজিত ছিলেন : শিক্ষক
- সন্তোষচন্দ্র ভট্টাচার্য ; যে পেশায় নিয়োজিত ছিলেন : ইতিহাস বিভাগ
- গিয়াসউদ্দিন আহমদ ; যে পেশায় নিয়োজিত ছিলেন : ইতিহাস বিভাগ
- রাশেদুল হাসান ; যে পেশায় নিয়োজিত ছিলেন : ইংলিশ ডিপার্টমেন্ট
- মুর্তজা ; যে পেশায় নিয়োজিত ছিলেন : চিকিৎসা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা
- হাবিবুর রহমান ; যে পেশায় নিয়োজিত ছিলেন : গণিত বিভাগ
- সুখরঞ্জন সমাদ্দার ; যে পেশায় নিয়োজিত ছিলেন : সংস্কৃত বিভাগ
- মীর আব্দুল কাইয়ুম ; যে পেশায় নিয়োজিত ছিলেন : মনোবিজ্ঞান বিভাগ
যারা চিকিৎসক ছিলেন এমন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা
- মোঃ ফজলে রাব্বী ; যে পেশায় নিয়োজিত ছিলেন :হূদরোগ বিশেষজ্ঞ
- আব্দুল আলীম চৌধুরী ; যে পেশায় নিয়োজিত ছিলেন : চক্ষু বিশেষজ্ঞ
- শামসুদ্দিন আহমেদ
- হুমায়ুন কোভিদ
- আজহারুল হক
- সালমান খান
- আয়েশা চৌধুরী
- কছির উদ্দিন তালুকদার
- মনসুর আলী
- মোহাম্মদ মোর্তজা
- মফিজ উদ্দিন খান
- জাহাঙ্গীর
- নুরুল ইমাম
- এসকে লালা
- হেমচন্দ্র বসাক
- ওবায়দুল হক
- আসাদুল হক
- মো সাব্বির আহমেদ
- আজহারুল হক
- মোহাম্মদ শফি
অন্যান্য যারা শহীদ হয়েছেন এমন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা
- শহীদুল্লাহ কায়সার ; যে পেশায় নিয়োজিত ছিলেন : সাংবাদিক
- নিজাম উদ্দিন আহমেদ ; যে পেশায় নিয়োজিত ছিলেন : সাংবাদিক
- সেলিনা পারভীন ; যে পেশায় নিয়োজিত ছিলেন : সাংবাদিক
- সিরাজুদ্দীন হোসেন ; যে পেশায় নিয়োজিত ছিলেন : সাংবাদিক
- আ ন ম গোলাম মোস্তফা ; যে পেশায় নিয়োজিত ছিলেন : সাংবাদিক
- আলতাফ মাহমুদ ; যে পেশায় নিয়োজিত ছিলেন : গীতিকার ও সুরকার
- ধীরেন্দ্রনাথ দত্ত ; যে পেশায় নিয়োজিত ছিলেন :রাজনীতিবিদ
- রন মপ্রসাদ সাহা ; যে পেশায় নিয়োজিত ছিলেন :সমাজসেবক
- যোগেশচন্দ্র ঘোষ ; যে পেশায় নিয়োজিত ছিলেন : শিক্ষাবিদ ও আয়ুর্বেদ চিকিৎসক
- মেহেরুন্নেসা ; যে পেশায় নিয়োজিত ছিলেন : কবি
- আবুল কালাম আজাদ ; যে পেশায় নিয়োজিত ছিলেন : শিক্ষাবিদ
- নাজমুল হক সরকার ; যে পেশায় নিয়োজিত ছিলেন : আইনজীবী
- নূতন চন্দ্র সিংহ ; যে পেশায় নিয়োজিত ছিলেন : সমাজসেবক,আয়ুর্বেদ চিকিৎসা
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের বধ্যভূমির সন্ধান
১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের বধ্যভূমির খোঁজার জন্য হাজার 990 সালের ১৪ ই ডিসেম্বর থেকে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অবিরাম কাজ করে যাচ্ছে। তারা সারা দেশে 942 টি বধ্যভূমি সনাক্ত করেছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের বধ্যভূমি সন্তান কাজ করতে গিয়ে তাঁরা কথা বলেছে মুক্তিযোদ্ধাদের সাথে, সহায়তা নিয়েছে সে সময়ে প্রকাশিত পত্রিকার এবং বিভিন্ন প্রবন্ধ গ্রন্থ থেকে, তারা কথা বলেছে স্থানীয় লোকদের সাথে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের বদ্ধভূমি সন্ধান করে তাদের বধ্যভূমিতে একটি করে ফলক লাগানোর পরিকল্পনা চলছে অনেকদিন ধরেই এবং অনেক জেলাতেই সেটি করা হয়েছে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম এবং তাদের সম্পর্কে যে বক্তব্য গুলো এখানে তুলে ধরা হয়েছে সেগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা। তাই ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম এবং তাদের সম্বন্ধে যে কথাগুলো এখানে বলা হয়েছে সেগুলোতে যথেষ্ট ত্রুটি থাকতে পারে। এগুলো কোন গবেষণার জন্য উপযুক্ত নয়। তাই যদি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নাম এবং বুদ্ধিজীবীদের পারিবারিক জীবন এবং তাদের সম্পর্কে গবেষণা চালিয়ে যেতে চান তবে আপনাকে অবশ্যই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বই এবং সেই সম্পর্কিত তথ্যাদি থেকে সাহায্য নিতে হবে।