সল্পপুজি এবং অল্প জায়গায় করতে পারেন লাভজনক ছাগলের খামার এর ব্যবসা। (পার্ট ০১)

 


ছাগল ফার্ম শুরু করার আগে কিছু প্রশ্ন মাথায় গুরতে থাকে। আসলে প্রথম অবস্থায় আরও অনেক প্রশ্ন মোণে ঘুরপাক করতে থাকে। সঠিক সময়ে সঠিক উত্তর গূলো পাওয়া গেলে কিছুটা আরাম সম্ভব। আমার উত্তর গুলোর সাতে হয়তো কারো দ্বিমত থাকতে পারে, অনুগ্রহ করে আপনার সঠিক মতামত/পরামর্শ প্রদান করলে সকলের উপকার হবে আশা করি

১) কয়টি ছাগল দিয়ে শুরু করলে ভালো হয় ?

উত্তর ঃ আপনার ছাগল পালন এর অভিজ্ঞতা ও আপনার সক্ষমতার উপর নির্ভর করবে- কয়টি দিয়ে আপনি শুরু করবেন। একবারে প্রথম অবস্থায় ১০-টি ছাগী ও একটি ভালো পাঁঠা দিয়ে শুরু করতে পারেন।

২) কোন জাত দিয়ে শুরু করবো ?

উত্তর ঃ খামার আর ছাগল সংগ্রহর সময় আপনাকে কয়েকটি গুনাগুন এর ব্যাপারে নজর দিতে হবে, যেমন ধরুন... যে ছাগল এর দৈনিক ওজন দ্রুত বাড়ে এমন ছাগল নির্বাচন করা,দুধ উৎপাদন ভালো, বাচ্চার সংখ্যা নিম্নে ২ টা প্রতিবার, বাচ্চার মৃত্যু হার কম, ১৪ মাস এ যেন দুবার বাচ্চা দেয়,রোগপ্রতিরোধ ক্ষমতা বেশী এমন ছাগল নির্বাচন করতে হবে। আমাদের দেশ এ ক্রসবেঙ্গল জাত টা দিয়ে খামার করলে ভালো করা যায়।

৩) ভালো ছাগল/পাঠা কোথায় পাবো ?

উত্তর ঃ বাংলাদেশ এর সব এলাকায় মোটামুটি ছাগল পাবেন। আপনার নিজেকে দেখে শুনে বুঝে সংগ্রহ করতে হবে। তবে রাজশাহী, নাটোরে, কুষ্টিয়া, বগুড়া, মেহেরপুর এর কিছু এলাকায় ভালো কিছু ছাগল দেকতে পাবেন

 ৪) একটি ছাগল এর জন্য কতো টুকু জায়গার প্রয়োজন হয় ? 

উত্তর ঃ পূর্ণ বয়স্ক একটি ছাগল এর জন্য ১২-১৫ বর্গফুট জায়গার প্রয়োজন, তবে যদি আবদ্ধ অবস্থায় পালতে চান তা হলে নিম্নে ১৮ বর্গফুট জায়গা দিতে হবে 

৫) বাচ্চা নাকি বড় ছাগল দিয়ে শুরু করবো ? 

উত্তর ঃ খামার শুরু করতে হলে আপনাকে ৬ মাস এর উপরের বয়স এর ছাগল সংগ্রহ করতে হবে। কারন বাচ্চা ছাগল এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে এবং তারা নতুন পরিবেশ এ খুব সহজ এ মানিয়ে নিতে পারে না 

৬) একটি ছাগল এর জন্য দৈনিক কতো কেজি ঘাস ও দানাদার খাবার এর প্রয়োজন পরে ? 

উত্তর ঃ ছাগল এর খাবার এর চাহিদা নির্ভর করে তার দেহের আকার/ওজন এর উপর। তবে গড় হিসাবে একটি ছাগল এর দৈনিক ২-৩ কেজি কাঁচা ঘাস ও ১৫০-২৫০ গ্রাম দানাদার খাবার এবং যথেষ্ট পরিমান বিশুদ্ধ পানির প্রয়োজন হয় 

৭) ফার্ম এর শেড টা কি রকম করে করবো ?

উত্তর ঃ শেড নির্মাণ এর জন্য নিরিবিলি, শুকনা, উঁচু, প্রচুর আলো বাতাস আছে এমন স্থান নির্বাচিত করতে হবে। শেড টি মাচা বিশিষ্ট হতে হবে, মাচার নিচটা যেন খুব সহজে পরিষ্কার করা যায় সে সিস্টেম গ্রহন করতে হবে এবং শেড টি দক্ষিণমুখী হলে ভালো হয় । এ ছাড়া U-Tube এর অনেক ভালো ভালো ভিডিও দেখলে কিছুটা ধারনা পাবেন 

৮) কোন ঘাস চাষ করবো ?

উত্তর ঃ ছাগল এর জন্য পারা, জার্মান , নেয়পিয়ার( হাইব্রিড)ঘাস চাষ করতে পারেন। এ ছাড়া ডাল জাতিও কিছু (লিগুম) ছাগল এর জন্য অনেক জরুরী। তবে লিগুম পরিমান মতন না দিলে আবার পেট ফাঁপা হয়ে যেতে পারে। তাই লিগুম গুলো ভালো করে শুকিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে খাওয়াতে হবে 

৯) কোন ঘাস এর পুষ্টিগুণ বেশি ?

উত্তর ঃ দুরবা,আলফালফা হে, ডাল/লিগুম জাতিও ঘাস এ পুষ্টিমান অনেক বেশি

১০) কি কি দানাদার খাবার দিব ?

উত্তর ঃ গম এর ভুষি, সয়াবিন,কলাই, মুগ,মসুর এর ভুষি, চাল এর কুঁড়া,ভুট্টা দানা ভাঙ্গা,ছোলার ছাল, চালের খুদ পরিমান মতো লবন ও ভিটামিন মিনারেল মিলিয়ে দিতে পারেন 

১১) দানাদার খাবার এর সাতে কি কি ভিটামিন ও মিনারেল দিতে হয় ? 

উত্তর ঃ বাজার এ এখন বেশ কিছু কোম্পানির ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। সব গুলোর নাম লিখার সময় এখন নাই,আপনার ক্ষমতা অনুযায়ী কিনে খাওয়াতে পারেন। তবে Agrimin ফোর্ট Virbac ও অ্যাডভান্স এনিম্যাল এর Aascomin ডিবি প্লাস ব্যাবহার করে ডেকতে পারেন

১২) শুধুমাত্র কাঁঠাল পাতা, আম পাতা দিয়ে কি ছাগল পালা সম্ভব? 

উত্তর ঃ না কোন মতে সম্ভব না, কারন এ সকল খাবার থেকে ছাগল এর দেহের সব পুষ্টির চাহিদা পূরণ হবে না

১৩) ঘাস ছাড়া কি ছাগল পালা সম্ভব?

উত্তর ঃ না কোন ভাবেই তা সম্ভব না

১৪) ছাগল কি খড় খায়?

উত্তর ঃ জি ছাগল খড় খায়। তবে অনেক ছাগল প্রথম অবস্থায় খড় খেতে চায় না, খড় কে যদি একটু খানি মুখরোচক করে দেয়া যায়, তা হলে খাবে

১৫) ছাগল কে কি গোসল করানো লাগে? 

উত্তর ঃ জি করানো যায়, তবে শীত ও বর্ষার ঠাণ্ডার সময় গোসল না করানোয় ভালো এবং গোসল সময় ছাগল এর কানে যেন পানি না যায় তা লক্ষ রাকতে হবে

১৬) ছাগল এর সাধারণত কি কি রোগ হয়?

উত্তর ঃ কৃমি ও ঠাণ্ডা ছাগল এর সব চাইতে বড় শত্রু। তা ছাড়া ও ছাগল এর বেশ কিছু কমন রোগ হয়। নিউমনিয়া, অ্যানথ্রাক্স, ক্ষুরা রোগ, গোট পক্স, পি পি আর, ধনুষ্টংকার, পেট ফোলা ছাগল এর কম রোগ

১৭) পি পি আর এর ভ্যাকসিন কত দিন বয়স এ দিতে হয়? 

উত্তর ঃ পি পি আর এর ভ্যাকসিন বাচ্চা ছাগল ছানা কে ২ মাস বয়স এ দেয়া জায়,তবে ২ মাস বয়সে দেয়া হলে ৬-মাস বয়েসে পুনরায় বুস্তার টিকা দিতে হবে। ৩-মাস বয়সে সরাসরি দিলে, ৬-মাস এর সময় আর দিতে হবে না। বৎসর এ ২ বার পি পি আর এর ভ্যাকসিন দিলে চিন্তামুক্ত থাকা যায়।

১৮) পি পি আর এর ভ্যাকসিন কি পরিমানে দিব?

উত্তর ঃ ১ মিঃলিঃ মাত্র

১৯) পি পি আর এর ভ্যাকসিন চামড়ার নিচে দিব, নাকি মাংসের মধ্যে দিতে হবে?

উত্তর ঃ পি পি আর এর ভ্যাকসিন ১-মিঃলিঃ পরিমান কাঁধ এর চামড়ার নিচে প্রয়োগ করতে হবে

২০) কৃমির ওষুধ/মেডিসিন কোনটা ভালো? 

উত্তর ঃ বাজার এ এখন অনেক গুলো ব্রান্ড এর কৃমির ওষুধ/মেডিসিন পাওয়া যায়, একেক টার কাজ একেক রকম। আমি যেহেতু কোন ডাক্তার নয়, তাই সরাসরি কোন ব্রান্ড এর নাম বলাটা ঠিক হবে না। ছাগল এর ওজন ও পরিস্থিতি বুজে খাওয়াতে হবে। খুব ভালো হয় একজন অভিজ্ঞ পশু ডাক্তার এর পরামর্শ নেয়া

২১) গর্ভবতী ছাগল কে কি কৃমির ওষুধ/মেডিসিন দেয়া যাবে? 

উত্তর ঃ আমাদের দেশ এ এখন অনেক নিরাপদ ওষুধ/মেডিসিন পাওয়া যায়, তা ব্যাবহার করা যেতে পারে।তবে আমার মতে না ব্যাবহার করা ভালো

২২) কৃমির ওষুধ/মেডিসিন ,পি পি আর দেয়ার পর কি আর কোন ভ্যাকসিন বা টিকা দেবার দরকার আছে?

উত্তর ঃ ক্ষুরা রোগ, অ্যানথারস্ক,গোট পক্স এর ভ্যাকসিন দিতে হবে

২৩) ছাগল এর গর্ভধারণ সময় কতো দিন? 

উত্তর ঃ ১৪০-১৫০ দিন

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads