ফার্ম লাভজনক করার জন্যে করনীয়!


১* খামার করার পূর্বেই সার্বিক বিষয় নিয়ে পরিকল্পনা করতে হবে!

২* কয়েকটি ফার্ম ঘুড়ে দেখতে হবে,এবং খামারিদের সাথে পরামর্শ করতে হবে!

৩* সম্ভব হলে প্রশিক্ষন নিতে হবে!

৪* যতটুকু সম্ভব আধুনিক উপায়ে বাসস্থান তৈরি করতে হবে!

৫* সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে!

৬* যাতায়াত ব্যবস্থা ভালো হতে হবে!

৭* ফার্মে যথাসম্ভব উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে!

৮* পর্যাপ্ত মূলধনের নিশ্চয়তা!

৯* উন্নত জাত সংগ্রহ করতে হবে/জাত দ্রুত উন্নয়ন করতে হবে!

১০* যথাসম্ভব কম মূল্যে কেনার চেষ্টা করতে হবে!

১১* ফার্ম সবসময় পরিষ্কার রাখতে হবে!

১২* পশুকে প্রতিষেধক টিকা দিতে হবে!

১৩* কৃমি/অন্যান্য পরজীবী যেগুলো আছে,তা নিয়ন্ত্রণ করতে হবে!

১৪* শ্রমিক নিয়োগ প্রয়োজন হলে,সৎ ও দক্ষ লোক নিয়োগ!

১৫* ফার্ম এবং পশুর সকল তথ্য সংগ্রহে রাখতে হবে!

১৬* সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে!

১৭* যতটুকু সম্ভব কম মূল্যে মানসম্মত খাদ্যের চেষ্টা করতে হবে!

১৮* কোনো রোগ হলে সঠিক ভাবে তা নির্নয় এবং সঠিক চিকিৎসা দিতে হবে!

১৯* ফার্ম সম্পর্কে বিজ্ঞাপন /প্রচার করতে হবে!

২০* ভালো বাজার নির্বাচন এবং বাজারজাত যথাসময় করতে হবে!

২১* ফার্মের অপ্রয়োজনীয় উৎপাদন(গোবর,বিষ্ঠা) এগুলো ব্যবহার /বিক্রির ব্যবস্থা করতে হবে!

ইনশাআল্লাহ,আশা করা যায় এগুলো যথাযথভাবে লক্ষ্য রাখলে ভালো লাভ করা সম্ভব।

আশাকরি আমি যথাসম্ভব এখন থেকে নিয়মিত লিখবো।আমি যতোটুকু জানি ততটুকু অন্যদেরও জানানোর চেষ্টা করবো,তাহলে অনেকেই অনেক কিছু জানতে পারবে,আর আমারও ভুলগুলো সুদ্ধ করতে পারবো।আমি আমার পোষ্টের সাথে পেইজ লিংক দেই কারন আমি একজন খামারি,আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং খামারের অনেক পোষ্ট আমার পেইজে দেই,যা নতুন কোনো খামারির জন্যে খুবই দরকার।

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads