কিভাবে টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন !!!

 TIN  সার্টিফিকেট ,টিন সার্টিফিকেট ডাউনলোড কিভাবে TIN সার্টিফিকেট বানাতে হয় ঘরে বসে, এখনই বানিয়ে ফেলুন টিন সার্টিফিকেট ,কিভাবে সহজে নিজে নিজেই বানিয়ে ফেলতে পারবেন TIN সার্টিফিকেট ,টিন সার্টিফিকেট এর সুবিধা অসুবিধা, টিন সার্টিফিকেট pdf ডাউনলোড.

 এই সকল বিষয়গুলো নিয়েই আমি এখন আলোচনা করব আপনাদের সাথে বরাবরের মতোই আমি রয়েছি রাফিন খান আপনাদের সাথে ত চলুন বেশি দেরি না করে শুরু করা যাকঃ

  TIN সার্টিফিকেট কি?

বর্তমানে ন্যাশনাল আইডি কার্ড এর মত একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টিন সার্টিফিকেট। বর্তমানে সকল ক্ষেত্রে যে যেরকম ভাবে ন্যাশনাল আইডি কার্ড ID CARD ব্যবহৃত হয় ঠিক সে রকম ভাবে টিন সার্টিফিকেট ব্যবহৃত হয়।

 বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে টিন সার্টিফিকেট ব্যবহৃত হয়ে থাকে ।এমনকি বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য টিন সার্টিফিকেট টি ব্যবহার হয়ে থাকে। আমরা সচরাচর যখন টিন সার্টিফিকেট তৈরি করি তখন অনেকেই ভুলে যাই আমরা তৈরী করব কিভাবে?

 আমরা কম্পিউটার দোকানের দোকানদারদের কাছে শরণাপন্ন হই তারা আমাদেরকে নতুন এবং  আবুল ভেবে আমাদের কাছে আকাশছোঁয়া দাম চেয়ে বসে যার জন্য কেউ কেউ 500 থেকে 1000 টাকা চেয়ে ফেলেন। অথচ এই কাজটি শুধুমাত্র দুই মিনিটের ।

বর্তমানে বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন।

 বেশি কথা না বলে চলুন জেনে নেই কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয়ঃ

 প্রথমে আপনি আপনার হাতে থাকা মুঠোফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে নিবেন এবং একটি ব্রাউজার ওপেন করবেন ।এবং সেখানে গিয়ে সার্চ করবেন TIN SERTIFICATE অথবা NRB.COM এই দুইটা জিনিস সার্চ করলেই আপনাদের যে প্রথমLINK আসবে সেটি আপনারা ক্লিক করবেন।

 তারপরও রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনি আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনি লগইন করব। লগইন করার পর আপনি আপনার এন আইডি কার্ডটি হাতে নেবেন এবং এর সাথে তথ্য মিলিয়ে মিলিয়ে আপনি স্ক্রিনে থাকা ফরমটি পূরণ করবেন।

 সঠিকভাবে সবগুলো ফরম পূরণ করার পর আপনি যখন download অপশনে ক্লিক করবেন তখন আপনার কাছে একটি পিডিএফ ফাইল ওপেন হবে তখনই আপনি সেটিকে ডাউনলোড করে নিবেন। ব্যাস হয়ে গেল আপনার টিন সার্টিফিকেট এখন আপনি যেকোন প্রিন্টার ব্যবহার করে এটি প্রিন্ট করে নিলেই হয়ে যাবে আপনার টিন সার্টিফিকেট খুবই অল্প সময়ে আপনি  বানিয়ে ফেলতে পারবেন একটি টিন সার্টিফিকেট। ধন্যবাদ


শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads