2022 সালের সেহরি ও ইফতারের সময়সূচি দেখুন
আজ আমাদের আলোচনা হচ্ছে 2022 সালের ঈদুল ফিতর নিয়ে, 2022 সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ ঈদুল ফিতর 2022 কত তারিখে হবে তা জানানোর জন্য আলোচনা করা হবে ,
ঈদুল ফিতর মুসলিমদের জন্য একটি আনন্দ উৎসব তাই আমাদের জানতে ইচ্ছে করে কখন এই ঈদুল ফিতর উৎসব আয়োজন হবে , টানা এক মাস রমজান মাসে শাওন পালন করার পর আসে আমাদের এই আনন্দ উৎসব ঈদুল ফিতর , এই উৎসবের দিনে ছোট-বড় সবাই নতুন জামা পড়ে ও আনন্দ উৎসবে মেতে ওঠে , তাহলে চলুন দেখে নেই 2022 সালের রোজার ঈদ কত তারিখে অনুষ্ঠিত হবে 2022 সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশে ঈদুল ফিতর কত তারিখে হবে।
পেজ সূচিপত্র ; 2022 সালের রোজার ঈদ কত তারিখে
- 1 . ঈদুল ফিতর কি?
- 2. 2022 সালের রোজার ঈদ কত তারিখে?
- 3. 2022 সালের রমজান মাসের ক্যালেন্ডার
- 4. ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত
- 5. ঈদের তাকবীর পাঠ করতে হবে এবং তাকবীর পাঠ এর পদ্ধতি কি
- 6. শেষ কথা ; 2022 সালের রোজার ঈদ কত তারিখে
ঈদুল ফিতর কি?
ঈদ- আল-ফিতর ( এটিকে ঈদ-উল-ফিতর নামেও লেখা এবং উচ্চারণ করা হয়) ইসলামিক [ চান্দ্র ] ক্যালেন্ডার বছরে দুটি ঈদের প্রথমটি। রমজান মাস থেকে শুরু করে যা মুসলমানরা প্রতি বছর পালন করে। এ মাসেই আল্লাহ পাক মহানবী (স) এর উপর কুরআন নাযিল করেন।
এই ঈদ পবিত্র মাহে রমজান মাসের পরে আসে , যখন মুসলমানরা 29 বা 30 দিনের জন্য দিনের বেলা খাওয়া পান করা থেকে বিরত থাকতে হয় , একটি সাওম রোজা অঙ্গীকারের অংশ , ইসলামের পাঁচটি স্তম্বের একটি। তাই মুসলমানদের কাছে এটির গুরুত্ব অনেক বেশি।
চাঁদ দেখার উপর নির্ভর করা হয় এটি আগের বছরের তুলনায় প্রায় 11 দিন আগে বা পরে হয় ,
2022 সালের রোজার ঈদ কত তারিখে , 2022 সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ , ঈদুল ফিতর 2022 সালে কত তারিখে হবে ।
আরবি শাওয়াল মাসের 1 তারিখ পবিত্র-ফিতর পালিত হয় ,দীর্ঘ এক মাসের রমজান মাসের সাওম পালন করার পর আসে এই ঈদ , 2022 সালের রমজান মাসে হিজরী সন যেহেতু 1443 , সেহেতু 1443 সনের ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে রমজান মাস শুরু হবে 3 রা এপ্রিল 2022
এছাড়াও পূর্ববর্তী মাস শাবান মাস পূর্ণ / শেষ হবে 29 দিনে সেহেতু রমজান মাস হবে 30 দিনে , সে হিসাবে আরবি শাওয়াল মাস 1443 শুরু হবে 3 মে 2022 এবং পবিত্র ঈদুল ফিতর হবে 3 রা মে 2022
1st 10 Days | ||||
Ramadan | April/May | Day | Sehri (am) | Iftar (pm) |
1 | 03 April | Sunday | 04:27 | 06:19 |
2 | 04 | Monday | 04:26 | 06:19 |
3 | 05 | Tuesday | 04:25 | 06:20 |
4 | 06 | Wednesday | 04:24 | 06:20 |
5 | 07 | Thursday | 04:23 | 06:21 |
6 | 07 | Friday | 04:22 | 06:21 |
7 | 09 | Saturday | 04:21 | 06:22 |
8 | 10 | Sunday | 04:20 | 06:22 |
9 | 11 | Monday | 04:19 | 06:22 |
10 | 12 | Tuesday | 04:18 | 06:23 |
2nd 10 Days | ||||
11 | 13 | Wednesday | 04:16 | 06:23 |
12 | 14 | Thursday | 04:15 | 06:23 |
13 | 15 | Friday | 04:14 | 06:24 |
14 | 16 | Saturday | 04:13 | 06:24 |
15 | 17 | Sunday | 04:12 | 06:24 |
16 | 18 | Monday | 04:11 | 06:25 |
17 | 19 | Tuesday | 04:10 | 06:25 |
18 | 20 | Wednesday | 04:09 | 06:26 |
19 | 21 | Thursday | 04:08 | 06:26 |
20 | 22 | Friday | 04:07 | 06:27 |
3rd 10 Days | ||||
21 | 23 | Saturday | 04:06 | 06:27 |
22 | 24 | Sunday | 04:05 | 06:28 |
23 | 25 | Monday | 04:05 | 06:28 |
24 | 26 | Tuesday | 04:04 | 06:29 |
25 | 27 | Wednesday | 04:03 | 06:29 |
26 | 28 | Thursday | 04:02 | 06:29 |
27 | 29 | Friday | 04:01 | 06:30 |
28 | 30 | Saturday | 04:00 | 06:30 |
29 | 01 May | Sunday | 03:59 | 06:31 |
30 | 02 | Monday | 03:58 | 06:31 |
তবে চাঁদ দেখার উপর নির্ভর করে আগে পরে হতে পারে। যা অনেক বারই আমাদের দেশে বিভ্রান্তিতে পড়ার দৃষ্টান্ত রয়েছে।
ঈদের তাকবীর কখন পাঠ করতে হবে এবং তাকবীর পাঠের পদ্ধতি কি?
ঈদের তাকবীর শুরু হবে রমজানের শেষ দিন সূর্যাস্তের পর থেকে , এবং শেষ হবে ঈদের নামাজের ইমাম উপস্থিত হলে , তাকবীরের পদ্ধতি
الله أكبر ، الله أكبر ، لا إله إلا الله ، والله أكبر ، الله أكبر ، ولله الحمد
(উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ)
অথবা;
الله أكبر ، الله أكبر ، لا إله إلا الله ، والله أكبر ، الله أكبر ، ولله الحمد
(উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ)
অর্থাৎ তাকবীর গুলো দুইবার করে অথবা তিনবার করে পাঠ করবে , সবগুলো জায়েজ আছে , পুরুষদের জন্য উচিত এই তাকবীর সমূহ সর্বস্থানে উঁচু কণ্ঠে / জোরে জোরে পাঠ করুন , হাটে ,বাজারে ,মসজিদে, গৃহে, সবখানে , কিন্তু নারীদের জন্য সঠিক হচ্ছে নিজ কন্ঠে আস্তে আস্তে তাকবীর পাঠ করা ,
ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত
ঈদুল ফিতরের নামাজের নিয়ত (আরবি)
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতা সালাতি ঈদিল ফিতর, মায়া ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তায়ালা ইকতাদাইতু বিহাযাল ইমাম, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
ঈদুল ফিতরের নামাজের নিয়ত (বাংলা)
ইমামের পেছনে কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে আদায় করছি।
ঈদের সালাত পড়ার নিয়ম
প্রথমেই ঈদের নামাজ পড়ার নিয়ত করুন , তারপর ঈমামের সাথে শুরু তাকবীর [ আল্লাহু আকবার ] বলুন ,
সূচনা প্রার্থণাটি নিজেকে শান্ত হবে বলুন , ইমামের সাথে আরও তিনটি তাকবীর দিন , প্রতিটির জন্য আপনার হাত উঠান , ইমাম সূরা আল ফাতিহা এবং একটি অতিরিক্ত সূরা তেলাওয়াত করবেন সেটি শুনুন , ঈমামের সাথে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবর বলুন , এবং যথারীতি নামাজের প্রথম রাকাতে সম্পন্ন করুন ,
দ্বিতীয় রাকাতে , ইমামের সূরা আল ফাতিহা এবং একটি অতিরিক্ত সূরা পাঠ শুনুন , এবং ইমামের সাথে অতিরিক্ত তিনটি তাকবীর দিন ,
তৃতীয় ও শেষ তাকবীরের পর রুকুর আগে দুই হাত দুই পাশে রাখুন , ইমামের সাথে রুকু অবস্থায় যাওয়ার সময় আল্লাহু আকবর বলুন , এবং যথারীতি নামাজে রাকাতটি সম্পূর্ণ করুন ,
অনুগ্রহ করে মনে রাখবেন , এটি ঈদের নামাজ পড়ার হানাফী পদ্ধতি , ইমাম বেশি তাকবীর পাঠ করলে অনুগ্রহ করে ইমামের অনুসরণ করুন এবং ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় তাকবীর পাঠ করতে করতে যান এবং নামাজ পড়তে যাওয়ার আগে খেজুরের মতো কিছু মিষ্টান্ন মুখের দিয়ে খেয়ে যান।
2022 সালের রমজান মাসের ক্যালেন্ডার
শেষ কথা ; 2022 সালের রোজার ঈদ কত তারিখে
আজ তোমাদের জন্য 2022 সালের রোজার ঈদ কত তারিখে , 2022 সালের রোজা কত বাংলাদেশে তারিখে বাংলাদেশে ঈদুল ফিতর 2022 কত তারিখে হবে তা নিয়ে নিবন্ধন লেখেছি , উপরের নিবন্ধটিতে 2022 সালের রোজার ঈদ কত তারিখে ,
2022 সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ , ঈদুল ফিতর 2022 সালের কত তারিখে হবে ছাড়াও ঈদুল ফিতরের তাকবীর নামাজ পড়ার নিয়ম ও 2022 সালের রমজান মাসের ক্যালেন্ডার নিয়ে আলোচনা করা হয়েছে ,
আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে , এরকম 2022 সালের রোজার ঈদ কত তারিখে , 2022 সালে রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ , ঈদুল ফিতর 2022 কত তারিখে হবে সহ সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের সঙ্গে থাকুন সবাই।