2022 সালে কোরবানির ঈদ বা ঈদুল আযহা কত তারিখে বাংলাদেশের অনুষ্ঠিত হবে

2022 সালে কোরবানির ঈদ  বা  ঈদুল আযহা কত তারিখে বাংলাদেশের অনুষ্ঠিত হবে

2022 সালের জিলহজ মাসের ক্যালেন্ডার 

আজকের আলোচনা মাধ্যমে আমরা জেনে নেব 2022 সালের ঈদুল আযহা এর সম্পর্কে ,  2022 সালে কোরবানি ঈদ কত তারিখে বাংলাদেশ অনুষ্ঠিত হবে জেনে নিন ,  ঈদুল আযহা কত তারিখে বাংলাদেশ , 2022 সালের কোরবানির ঈদ ও ঈদুল আযহা সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব

মুসলমানদের জন্য ঈদুল আযাহা দ্বিতীয় আনন্দ উৎসব একটি দিন মুসলমানের জন্য , মহান আল্লাহ তা'আলা এই দিনটিকে মুসলমানের জন্য খুব আনন্দ উৎসব হিসেবে রেখেছেন , ঈদুল আযহা আরবি  জিলহজ মাসের  10 তারিখে পবিত্র হজ্ব ও ত্যাগের প্রতীক হিসেবে গরুর ,  ছাগল ,  দুম্বা,  কোরবানি করা হয়।

 তাহলে চলুন দেখে নেই 

কোরবানির ঈদ বাংলাদেশের কত তারিখে অনুষ্ঠিত হবে ,  2022 সালে বাংলাদেশ কবে হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ । 

  • 2022 সালে কুরবানীর ঈদ বা ঈদুল আযহা  বাংলাদেশ কত তারিখে
  • ঈদুল আযহা কি
  •  2022 সালে কত তারিখে কোরবানির ঈদ
  • কোরবানির ঈদ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি
  •  ঈদুল আযহার সালাতের নিয়ত ও নিয়ম
  •  2022 সালের জিলহজ মাসের ক্যালেন্ডার
  •  2022 সালের কোরবানির ঈদ কত তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশ

2022 সালে কোরবানি ঈদ বাংলাদেশ কত তারিখে /   ঈদুল আযহা কি 

ঈদুল আযহা মূলত  হচ্ছে একটি আরবি শব্দ গুচ্ছ , ঈদুল আযহার অর্থ হচ্ছে  ত্যাগের উৎসব , ঈদুল আযহা উৎসবের মূল প্রতিপাদ্য হল ত্যাগ করা ,  ঐদিন ফজরের নামাজের পর মুসলমানরা ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আযহার নামাজ আদায়  করে থাকেন ,  এর পরপরই মহান আল্লাহর নামে  গুরু , ছাগল ,  মহিষ ,  উট , ভেড়া ,  কুরবানী দেওয়া হয় । 

2022 সালের কোরবানির ঈদ কত তারিখে বাংলাদেশ উদযাপন হবে

ইসলামের  বিভিন্ন বর্ণনা অনুসারে আল্লাহতালা ইসলামের হযরত ইব্রাহিম (আ.) কে আপনি তার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানী করার নির্দেশ দিয়েছেন , ওই নির্দেশ অনুসারে হযরত ইব্রাহিম  (আ.) যখন তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কুরবানী দিতে যাচ্ছিলেন , তখন সৃষ্টিকর্তা তাকে তা করতে নিষেধ করেন ,  এবং তার পুত্র পরিবর্তে পশু কুরবানী করার নির্দেশ দেন ।

 এর পরিবর্তে  ঈদুল আযহার দিনে বা কোরবানি করার জন্য পশুকে কোরবানি করার নির্দেশ দিয়ে থাকেন । 

সারা বিশ্বের মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিবছর এই দিনটি পালন করে থাকেন ,  হিজরী ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল আযহা জিলহজ্ব মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 3 দিন স্থায়ী হয় । 

হিজরী চান্দ্র বর্ষের  হিসাব অনুযায়ী  ঈদুল ফিতর ও ঈদুল আজহার এর মধ্যে 2 মাস 10 দিনের ব্যবধান রয়েছে , দিন হিসাবে 70 দিন পরে  হয়ে থাকে ঈদুল আযহা ,  2022 সালের কোরবানির ঈদ ইংরেজি মাসের জুলাইয়ের 10 তারিখে পালিত হবে ,  ইংরেজি  ক্যালেন্ডারের জুলাইয়ের 10 তারিখে ঈদুল আযহা পালিত হবে । 

কুরবানীর গুরুত্ব ও তাৎপর্য /  2022 সালে কোরবানির ঈদ ঈদুল আযহা কত তারিখে বাংলাদেশে পালিত হবে 

ঈদুল আজহার গুরুত্ব অপরিসীম। এ ব্যাপারে কুরআন-হাদিসে যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন: কুরবানীর পশু সমূহকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন স্বরূপ অন্তর্ভুক্ত করেছি এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে' (হজ্জ ৩৬)। 


আল্লাহ তায়ালা কুরআনে এরশাদ করেন: আর আমরা তাঁর (ইসমাঈলের) পরিবর্তে যবহ করার জন্য দিলাম একটি মহান কুরবানী। আমরা এটি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি' (ছাফফাত 106-106)। আল্লাহ বলেন, فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‘তোমরা তোমাদের রবের সন্তুষ্টির জন্য ছালাত আদায় কর এবং কোরবানি কর’ কাফেররা তাদের দেব-দেবীদের পূজা করে এবং বিভিন্ন কবর ও বেদিতে এবং মূর্তিকে উৎসর্গ করে। প্রতিবাদে, মুসলমানদেরকে আল্লাহর জন্য ছালাত আদায় করতে এবং তাঁর সন্তুষ্টির জন্য কোরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তাঁর সামর্থ্য থাকা শর্তেও কুরবানী করে না ,  সে যেন  নিকটবর্তী না হয় ,  যেহেতু সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিবছর মদিনায় আদায় করতে এবং সাহাবীগণ ও নিয়মিত কোরবানি করতেন ,  তার এটি উদ্যোগ সক্ষম মধ্যে অব্যবহৃত রয়েছে , 

কোরবানির ঈদ  বা  ঈদুল আযহার তাৎপর্য  ; 

ইব্রাহিম  (আ.)  বিবি হাজেরা  ইসমাইলের পরম আত্মত্যাগের স্মরণে ঈদ-উল-আযহার একটি পরস্পর সংযুক্ত উৎসব ,  ইব্রাহিম  (আ.) কি কোরআনে মুসলিম জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে [, হজ 7 ] মুসলিম বিশ্বের  জন্য ত্যাগের সর্বশ্রেষ্ঠ আদর্শ এই পরিবার , ঈদুল আযহার দিনে সমগ্র মুসলিম জাতি ইব্রাহিম সুন্নাহ অনুসরন করে আল্লাহ সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয় ,  ইব্রাহিম   (আ.) এর স্মৃতি বিজরিত মক্কা-মদিনায় সারা বিশ্বের লাখ লাখ মুসলমান সমবেত হন তাদের স্মরণে জিলহজ মাসের উপলক্ষে ,  আব্রাহামিক আদর্শ অনুসরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন , 

বিশ্ব মুসলিম ভ্রমণ ত্বকে আমরা বিশেষভাবে অনুরোধ করে ঈদের উৎসব একটি সামাজিক উৎসব  ,  ঈদুল আযহা অনেক আনন্দ উৎসব কুরবানীর উপলক্ষে এই উৎসবটি আয়োজন করা হয় ,  কুরবানীর হলেও আল্লাহর সন্তুষ্টির জন্য এটি চালু করা হয়েছে ,  প্রতি তিনি এখন বিধাতা রহমত আশা মানুষ ,  আমাদের সম্পদ পরিবার তার  তার জন্য উপসর্গ করা হয়েছে এবং একটি উপসর্গ , 

মানুষ  ত্যাগের মাধ্যমে নিকট নৈকট্য লাভ  করতে চান , পরীক্ষা হল মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য তার সবচেয়ে লালিত জিনিসটি ত্যাগ করতে ইচ্ছুক কিনা ,  দেখ ত্যাগ  আমাদের বারবার সেই কথা মনে করি দেয় ,  এই কারো  ইবরাহিম ইবরাহিম (আ.)পরীক্ষা ছিল আল্লাহর ,  আমাদের আর বলে অগ্নি সম্মুখীন হতে না , আল্লাহতালা পুত্র বলিদান এর কথা নিষেধ করেছেন তাই বান্দাদের আর এই পরীক্ষা দিতে হবে না ,  এজন্য আল্লাহ হালাল রেখে পশু মাধ্যমে আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ,

2022 সালের কোরবানির ঈদ কত তারিখে বাংলাদেশ /  বাংলাদেশে ঈদুল সালাতের ও নিয়ত ঈদুল আযহার নামাজের নিয়ত আরবিতে 

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা আলা রাকয়াতাই ছালাতি ঈদিল আযহা মাআ ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তা আলা ইক্বতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

ঈদুল আযহার নামাজের নিয়ত বাংলাতে

 আমি কেবলা মুখী হয়ে ঈদুল আযহা 2 রাকাত   ওয়াজিব নামাজ   ছয় তাকবীরের  সঙ্গে আদায় করছি  আল্লাহু আকবার 

ঈদুল আযহার ঈদের  সালাত পড়ার নিয়ম জেনে নিন

প্রথমে ঈদুল আযাহার ঈদের নামাজ

প্রথমে ঈদের নামাজ পড়ার নিয়ত করতে হবে ,  এরপর  ইমামের  সাথে শুরু তাকবীর আল্লাহু আকবর বলুন , সূচনা প্রার্থণাটি নিজেকে  শান্তভাবে বলুন ,  ঈমামের সাথে আরও তিনটি তাকবীর দিন ,  প্রতিটির জন্য  আপনার হাত তুলুন , ইমাম সূরা আল ফাতিহা এবং একটি অতিরিক্ত সূরা তেলাওয়াত করবেন সেটি শুধু শুনতে হবে ,

ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবর বলুন ,   যথারীতি নামাজের প্রথম  রাকাত টি সম্পূর্ণ করুন 

দ্বিতীয় রাকাতে ইমামের সূরা আল ফাতিহা এবং একটি অতিরিক্ত সূরা পাঠ   শুনুন,  এবং ইমামের সাথে অতিরিক্ত তাকবীর দেয়া  , 

তৃতীয় ও শেষ তাকবীরে পর  রুকুর আগে দুই হাত দুই পাশে রাখুন ,   ইমামের সাথে রুকু অবস্থায় যাওয়ার সময় আল্লাহু আকবর   বলুন , যথারীতি   নামাজের  রাকাত সম্পূর্ণ করুন , 

ঈদুল আযহার ঈদের নামায শেষ করার পর কুরবানীর পশু আল্লাহর নামে জবাই করুন

2022 সালের  জিলহজ ক্যালেন্ডার / 2022 সালের কোরবানির ঈদ বাংলাদেশ কত তারিখে পালিত হবে ইংরেজি মাসের ক্যালেন্ডার /  জিলহজ মাসের ক্যালেন্ডার 2022 সাল

শেষ কথা ;  2022 সালের ঈদুল আজহা বা কোরবানির ঈদ কত তারিখে বাংলাদেশে পালিত হবে

প্রিয় দর্শক আজ আমরা তোমাদের জন্য 2012 সালের কোরবানির ঈদ কত তারিখে বাংলাদেশের পালিত হবে তা নিয়ে নিবন্ধন আপনাদের মাঝে শেয়ার করেছেন উপরে আলোচনাগুলো আপনারা দেখে জেনে নিতে পারেন 2022 সালের কোরবানির ঈদ কত তারিখে পালিত হবে

 ঈদুল আযহা  2022 কত তারিখে বাংলাদেশ এ নিয়ে আলোচনা করা হয়েছে  , করছি আপনাদের কাছে আজকের এই আলোচনার বিষয় গুলো অনেক ভালো লাগবে  এই রকম আরো 2022 সালের নতুন নতুন পোস্ট জানার জন্য আমাদের এই ভিন্ন ভিন্ন পোস্টগুলো শেয়ার করতে পারেন ,  এবং আমাদের সঙ্গে সবসময় থাকুন


শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads