আকিকা করার নিয়ম
মহান আল্লাহতালা বিধি-বিধান সন্তানদের আকিকা করা মুস্তাহাব । আল্লাহ তাআলা শিশুদের জন্মের পর পশু কুরবানী কোরবানি করাকে শুকরিয়া আদায় করে দিয়েছেন। সন্তান সপ্তম দিনে পশু জবাই মূলত আকিকা বলা। হাদীস শরীফে আকিকা নিয়ে উৎসাহিত করা হয়েছে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, কেউ যদি শিশুদের আকিকা করার ইচ্ছা করেন। তা যেন তিনি পালন করেন। এর অর্থ হল কোন ব্যক্তি যদি সন্তানের আকিকা করার ইচ্ছা বা করতে চায় তাহলে সে আকিকা পালন করতে হবে। মেয়েদের জন্য একটি ছাগল জবাই করতে হবে। ছেলে দুইটি ছাগল জবাই করতে হবে। মুসান্নাফে রাজ্জাক হাদিস৭৯৬১
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, শিশুদের জন্য আকিকার বিধান করা রয়েছে। তোমরা তাঁর পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো। যার অর্থ হলো পশু কুরবানী করতে হবে। ও শিশুদের শরীর থেকে কষ্টদায়ক বস্তু দূরে দেওয়া উত্তম। বুখারি হাদিস৫৪৭২
আকিকা করা কোন দিন উত্তম তা জেনে নিন
শিশু জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম। আকিকা করা নিয়ে এক হাদীসে সপ্তম দিনের কথা বলা হয়েছে। তিরমিজি হাদিস১৫২২
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আকিকা সপ্তম দিনে করা হয়েছিল। সুনানে আবু দাউদ হাদিস ২৮৩৪
তাই আমরা শিশুদের আকিকা করার সময় খুব ভেবেচিন্তে আকিকা করব যেমন আপনার শিশুর আকিকা আপনি যদি সপ্তম দিনে করতে পারেন তাহলে অনেক সওয়াব এবং এই সপ্তম দিনে আকিকা করা উত্তম একটি কাজ। তবে সপ্তম দিনে যদি আকিকা করা সম্ভব না হয় তাহলে 14 তম দিনে বা 21 তম দিনে আকিকা করা ভালো। উম্মে মুমিনুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, শিশুদের আকিকা সপ্তম দিনে হওয়া উচিত। সপ্তম দিনে যদি সম্ভব না হয় তাহলে চতুর্থ তম দিনে আকিকা করতে পারেন। মুসতাদরাকে হাকিম হাদিস ৭৬৬৯
সপ্তম সপ্তাহ ও 14 সপ্তাহ এবং 21 দিনের মধ্যে যদি আকিকা আদায় করা না হয় তাহলে পরবর্তীতে আদায় করা যাবে না। সন্তানের আকিকা করা বাবা মায়ের দায়িত্ব একটি কাজ। তবে অন্য কেউ বা নিজেও নিজের আকিকা করা জায়েজ আছে।
সন্তানের আকিকা দেওয়ার গোস্ত কারা খেতে পারবে তা জেনে নিন
সন্তানের আকিকার গোশত পিতা মাতা, আত্মীয়-স্বজন সবাই খেতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বললেন আকিকার গোশত নিজে খাবে অন্যকে খাবে এবং কিছু সদকা করবে। মুসতাদরাকে হাকিম হাদিস ৭৬৬৯
সুফিয়ান ইবনে উয়ইনা (রহ) বলেছেন, আমি আতা (রহ ) কে বলতে শুনেছি আকিকা করার গোশত তার পরিবার খেতে পারবে। এবং হাদিয়াহ দিতে পারবে। তখন আমি জিজ্ঞাসা করলাম তা কি সৎকা করে দিতে হবে। তিনি বলেন তুমি চাইলে খেতে পারো এবং হাদিয়া ও দিতে পারো সৎকা দেয়া যাবে না তিনি বললেন না তুমি চাইলে পেতে পারো, এবং হাদিয়া দিতে পারো। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস৭৯৬৯ ফাথুল বারি ৯/৫০৭ ফাতাওয়া বাদশাজিয়া৩/৩৭০ রদ্দুল মুহতার৬/৩২৬ আলমাস ওয়াতুল নাম পিকইয়াহু কুয়েত৩০/২৭৬ তুহফাতুল মওদুদ বিবাহকামিল মাওলুদ৭৮