দরখাস্ত আবেদনপত্র লেখার নিয়ম

আবেদনপত্র লেখার নিয়ম

 আবেদনপত্র লেখার নিয়ম: আমাদের শিক্ষা জীবন থেকে কর্মজীবন সব খানেই প্রয়োজন হয় আবেদনপত্র। বিভিন্ন ধরনের কাজের জন্য, বিভিন্ন চাকরির জন্য আমাদের প্রথমই প্রয়োজন হয় একটি দরখাস্ত । দরখাস্ত লেখার নিয়ম  শিক্ষাজীবন কর্মজীবন পর্যন্ত খুব দরকারী একটি ডকোমেন্ট। দরখাস্ত প্রয়োজন পড়ে  ছোটবেলায় বিদ‌্যালয়ে ছুটির জন্য । পড়াশোনা শেষ করার পর চাকরির দরখাস্ত লেখার প্রয়োজন পড়ে । বাস্তব জীবনেও আবেদন পত্র লেখার প্রয়োজন পড়ে।  

যদি আপনি কোন দরখাস্ত লেখার নিয়ম না জানেন তাহলে সবারই মনে একটু বাড়তি দুশ্চিন্তা হয়ে থাকে তাই আমাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে আবেদনপত্র লেখার নিয়ম বা দরখাস্ত লেখার নিয়ম বাংলা মিডিয়াম হলেও সঠিকভাবে জানা খুবই জরুলি 

 এছাড়াও প্রতিটি আবেদন পত্র লেখার নিয়ম ভিন্ন ভিন্ন ভাবে হয়ে থাকে তাই আমাদের আবেদন পত্র কিভাবে লিখব এবং দরখাস্ত কি কি লিখতে হবে সেসব বিষয় প্রশ্ন রয়ে যায় 

 আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে কোন বিষয় জানা থাকলে মনে দ্বিধাগ্রস্ত হলে অন্য কারো সাহায্য গ্রহণ করতে অসস্তি বোধ মনে হয়  কারণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতার বিপরীতে কারো কাছে এ ধরনের সহযোগিতা চাওয়া টা বিরক্তকর মনে হওয়াটা অস্বাভাবিক নয় 

 তাই আমরা সবসময় চেষ্টা করব এবং আমাদের উচিত আবেদনপত্র লেখার নিয়ম গুলো সঠিকভাবে     জেনে রাখা ভালো তাহলে আমাদের কখনও যেকোনো দরখাস্ত লেখার প্রয়োজন হলে অতি সহজে লেখা সম্ভব

 এখন আমরা জেনে নেব কিভাবে দরখাস্ত লিখতে হয় ,  এবং কোন আবেদনপত্রে ফরমেট কেমন হবে , ও কি ধরনের তথ্য সংযুক্ত হিসেবে দিতে হবে ,  এসব বিষয়ে  পর্যাপ্ত জ্ঞান অর্জন করা দরকার 

শুধু বাংলা আবেদনপত্র লেখার নিয়ম নয়, এবং এ আর্টিকেলে আমরা ইংরেজিতে আবেদন পত্র লেখার নিয়ম জেনে নেব ইনশাআল্লাহ 

দরখাস্ত  ও আবেদন পত্র লেখার নিয়ম জেনে নিন

দরখাস্ত আবেদন পত্র লেখার নিয়ম বিভিন্ন ধরনের হতে পারে যেমন ;  আবেদনপত্র , ,  প্রত্যায়ন পত্র ,  ইত্যাদি  এই আর্টিকেলের মাধ্যমে আমরা শিখতে পারবো কিভাবে সুন্দর করে সাজিয়ে একটি দরখাস্ত লিখতে হয়  তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যায়

 এবং দরখাস্ত লেখা  ও শেখার আগে প্রথমে জানতে হবে  একটি দরখাস্ত কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে জানা দরকার

দরখাস্ত লেখার নিয়ম জেনে নিন ; Bangla Abedon Potro 

আবেদনপত্র লেখার কিছু নিয়ম , যেসব সারা সঠিকভাবে দরখাস্ত লেখা সম্পূর্ণ করা যায় না  আপনি চাইলে যেকোন ধরনের আবেদন পত্র লিখুন না কেন নিচের নিয়মগুলো অনুসরণ করে লিখতে হবে  তাহলেই আপনার দরখাস্ত পূর্ণতা পাবেন যেমন;

আবেদন তারিখ

প্রাপক অর্থাৎ, যার কাছে আবেদন করছেন তার নাম পদবী  বা  ঠিকানা 

আবেদন বিষয়

সম্ভাষণ ,  জনাব / স্যার / ম্যাডাম  ইত্যাদি 

আবেদনের বিষয়টির  গঠনমূলক  বর্ণনা

আবেদনকারীর নাম ,  পদবি ,  ঠিকানা

আবেদন পত্র লেখার নিয়ম ও তার নমুনা

আমরা পত্র লেখার নিয়ম কিছুটা জেনে নিলাম  এবার খুব সহজ করে বোঝানোর জন্য  বহুল  ব্যবহৃত কিছু আবেদনপত্রের নমুনা দেখে নেব  আমাদের এই আর্টিকেল এ যেসব দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা দেখানো হবে তা হল

  • 1. স্কুলে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  • 2, ছাড়পত্রের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  • 3. জরিমানা মওকুফের জন্য আবেদন লেখার নিয়ম
  • 4. প্রশংসা পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন লেখার নিয়ম
  • 5. উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  • 6. অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  • 7.অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম
  • 8. সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  • 9. হলে সিটের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  • 10. আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  • 11. অগ্রিম ছুটির জন্য অফিসিয়াল ছুটির আবেদন পত্র লেখার নিয়ম
  • 12. চাকরি থেকে   অব্যবহৃত রিজাইন দেওয়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম
  • 13. অগ্রিম ছুটির জন্য অফিশিয়ালি ছুটির আবেদন পত্র লেখার নিয়ম
  • 14. স্কুল /  কলেজে ইংরেজিতে ছুটির আবেদন পত্র লেখার নিয়ম
  • 15. পুলিশের কাছে জিটি বা সাধারণ ডায়েরি করার জন্য আবেদন পত্র লেখার নিয়ম


স্কুলে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম

 তারিখ ;  10 / 0 2 /  2022

বরাবর

অধ্যক্ষ

আদিতমারি সরকারি স্কুল এন্ড কলেজ

বিষয় ;  স্কুলে ভর্তি জন্য আবেদন পত্র

জনাব ,

 সবিনয় বিনেদন এই যে , আমি আদিতমারি সরকারি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর একজন নিয়মিত  ছাত্রী  আমার বাবা একজন সরকারি চাকরিজীবী  আমার বাবা কর্মস্থল  বগুড়া থেকে  ঢাকা বদলি হয়েছে  আমি আমার পরিবারের সঙ্গে থাকি  আমার পড়াশোনা চালিয়ে যেতে ঢাকা কোন বিদ্যালয় ভর্তি হওয়া প্রয়োজন

 অতএব,  জনাবের নিকট আকুল আবেদন এই যে ,  আমার উক্ত অবস্থার কথা বিবেচনা  করে আমাকে আপনার বিদ্যালয় ভর্তির অনুমতি দিয়ে কৃতজ্ঞতা বাধিত করুন


 বিনীত নিবেদক ,

 আপনার একান্ত বাধ্যগত  ছাত্রী

মোছাম্মদ ;  সুলতানা ইসলাম

আদিতমারি সরকারি স্কুল এন্ড কলেজ

শ্রেণী ;  দশম

 রোল নং;  2

শাখা ;  খ

2 . ছাড়পত্রের জন্য আবেদন পত্র

তারিখ ;  10 / 0 2 /  20 22

বরাবর

 প্রধান শিক্ষক

কমলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিষয়ঃ  ছাড়পত্রের জন্য আবেদন

 জনাব ,

সবিনয় বিনেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী আমার বাবা একজন সরকারি চাকরিজীবী সম্পত্তি  আমার বাবা কর্মসংস্থান আদিতমারি সদর থেকে রংপুর বিভাগ বদলি করে দেওয়া হয়েছে  এমন অবস্থায় আমার পক্ষে  বিদ্যালয় অধ্যায় করা সম্ভব হচ্ছে না 

তাই জরুরি ভিত্তিতে আমার ছাড়পত্র প্রয়োজন

 অতএব,  জনাবের নিকট আকুল আবেদন এই যে আমি আপনার উক্ত সমস্যার কথা বিবেচনা করে আমাকে একখানা ছাড়পত্র প্রদানের জন্য আপনার মঞ্জুর কামনা করছি 


বিনীত  নিবেদক 

আপনার একান্ত বাধ্যগত  ছাত্রী

 মোছাম্মদ সুলতানা ইসলাম

শ্রেণি ;  দশম

 রোল নং ;  2

 শাখা ;  খ

3 .  জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র


 তারিখ ;  10 /  02 /  2022

 বরাবর

 প্রধান শিক্ষক

মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

 বিষয় ;  জরিমানা মওকুফের জন্য আবেদন 


 জনাব ,

সবিনয় বিনেদন এই যে  , আমি  আপনার বিদ্যালয়ের  চতুর্থ শ্রেণী একজন নিয়মিত ছাত্রী তার পরিবারে আর্থিক সমস্যার কারণে আমার বেতন সহ অন্যান্য  ফি নির্ধারিত সময় পরিশোধ করতে পারেনি  আমার বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি  আমি ছাড়া আমার পরিবারের আরও এক বোন দুই ভাই রয়েছে 

 অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে আমি আমার উক্ত সমস্যার কথা বিবেচনা করে আমাকে আমার সকল জরিমানা মওকুফ করে সকল  ফি ও বেতন প্রদানে জনাবের সুমহান মঞ্জুর কামনা করছি


 বিনীত  নিবেদক

 আপনার একান্ত ব্যক্তিগত ছাত্রী

 মোছাম্মদ ;সুলতানা ইসলাম

 শ্রেণি ;   চতুর্থ

 রোল নং ;  3

 শাখা ;  ক

4. অগ্রিম ছুটির জন্য আবেদন


 তারিখ ;   10/ 02 / 2022

 বরাবর

 প্রধান শিক্ষক

 মদনপুর মাধ্যমিক বিদ্যালয়


 বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন

 জনাব ,

 সবিনয় বিনেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী । আগামীকাল আমার বড় বোনের বিয়ে তাই আমার পক্ষে বিদ্যালয় আসা সম্ভব হবে না।  তাই আগামীকাল ২/৩/২০২২ ইং  রোজ রবিবার আমার অগ্রিম ছুটির প্রয়োজন। 


 অতএব,   জনাবের কাছে আকুল আবেদন উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে আগামীকালের জন্য অগ্রিম ছুটি প্রদান করলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব। 


 নিবেদিকা

 মোসাম্মৎ রকিয়া খাতুন

 শ্রেণি চতুর্থ,  রোল-১

4. প্রশংসা পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন লেখার নিয়ম

 তারিখ ;   10/ 02 / 2022

 বরাবর

 প্রধান শিক্ষক

 মদনপুর মাধ্যমিক বিদ্যালয়


 বিষয়ঃ  প্রশংসা পত্রের জন্য আবেদন পত্র। 


 জনাব ,

সবিনয় নিবেদন এই যে আমি রকিয়া খাতুন আপনার বিদ্যালয় এর একজন নিয়মিত ছাত্র। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সর্বোপরি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবার আমি এসএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে কৃতকার্য হয় এবং ভালো ফলাফল অর্জন করি।  এখন আমি এইচএসসিতে অধ্যায়নের জন্য কলেজে ভর্তি হতে চাচ্ছি।  তাই আমার প্রশংসা পত্র  এবং নম্বরপত্রের প্রয়োজন।

  অতএব,   জনাবের কাছে আকুল আবেদন উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে দয়া করে আমার প্রশংসা পত্র এবং নম্বরপত্র প্রদান করলে আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব। 


নিবেদিকা

মোসাম্মৎ রকিয়া খাতুন

শ্রেণি চতুর্থ,  রোল-১

5. উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখঃ ২/২/২০২২

 বরাবর, 

 প্রধান শিক্ষক, 

আশুলিয়া মহাবিদ্যালয়। 

 আশুলিয়া, সাভার, ঢাকা। 

বিষয়ঃ  উপবৃত্তির জন্য আবেদন।


 জনাব, 

 সবিনয় নিবেদন এই যে,  আমি মোহাম্মদ শফিকুল ইসলাম।  আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র। আমার বাবা একজন কৃষক।  আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট 6 জন।  আমরা ভাই বোন মোট চারজন।  আমার বাবা একজন নিম্নআয়ের মানুষ।  তার পক্ষে আমাদের চারজনের পড়াশোনার খরচ চালানো সম্ভব হচ্ছে না।  এমতাবস্থায় আমার  পড়ার খরচ চালানো কষ্টকর হয়ে পড়ছে।  তাই যদি বিদ্যালয় থেকে আমাকে উপবৃত্তির জন্য নির্বাচিত করা হয় তাহলে আমার পড়াশোনা চালানো সম্ভব হবে। 


  অতএব,  হুজুরের কাছে আকুল আবেদন দয়া করে আমাকে বিদ্যালয় হতে উপবৃত্তি প্রদান করার জন্য আকুল আবেদন করছি এবং আমি চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। 


 নিবেদক

 মোহাম্মদ মোঃ শফি ইসলাম

 অষ্টম শ্রেণি

 রোল-৫

7.অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম


তারিখঃ ২/২/২০২২

 বরাবর, 

 প্রধান শিক্ষক, 

আশুলিয়া মহাবিদ্যালয়। 

 আশুলিয়া, সাভার, ঢাকা। 


বিষয়ঃ  অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত ।


 জনাব, 

 সবিনয় নিবেদন এই যে,  আমি মোহাম্মদ শফিকুল ইসলাম।  আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র। গত তিন দিন ২৯/১/২০২২ ইং থেকে ১/২/২০২২ ইং  তারিখ পর্যন্ত আমি জ্বরে ভুগছিলাম তাই  বিদ্যালয়ে আসতে পারিনি। তাই গত তিনদিন অসুস্থতাজনিত কারণে বিদ্যালয়ে উপস্থিত না থাকার জন্য আমার ছুটির প্রয়োজন। 


  অতএব,  হুজুরের কাছে আকুল আবেদন দয়া করে আমাকে অনুপস্থিতির জন্য ছুটি  প্রদান করার আকুল আবেদন করছি এবং আমি চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। 


 নিবেদক

 মোহাম্মদ মোঃ শফি ইসলাম

 অষ্টম শ্রেণি

 রোল-৫

8. সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখঃ ২/৩/২০২২ ইং 

 বরাবর,

সভাপতি, 

 নিশ্চিন্তপুর সরকারি মহাবিদ্যালয়। 

 নিশ্চিন্তপুর,  আশুলিয়া,  সাভার,  ঢাকা। 


বিষয়ঃ “সহকারী শিক্ষক” পদে চাকরির জন্য আবেদন। 

জনাব/জনাবা,

বিনীত নিবেদন এই যে, আমি গত ২৭-০৮-২০১৯ ইং তারিখে প্রকাশিত বিজ্ঞতি মোতাবেক জানতে পারিলাম যে সহকারী শিক্ষক পদে কিছুসংখ্যক জনবল নিয়োগ করা হবে। আমি উক্ত পদে একজন প্রাথী হিসাবে আমার যোগ্যতা তথ্যা আপনার নিকট পেশ করলাম।

১। নামঃ

২। পিতার নামঃ

৩। মাতার নামঃ

৪। বর্তমান ঠিকানাঃ

৫। স্থায়ী ঠিকানাঃ

৬। জন্ম তারিখঃ

৭। জাতীয়তাঃ

৮। ধর্মঃ

৯। শিক্ষাগত যোগ্যতাঃ


১০। অভিজ্ঞতাঃ

অতএব, জনাব/জনাবার নিকট বিনীত আবেদন এই যে, আমকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জি হয়।

তারিখঃ ২৭-০৮-২০১৯

নিবেদক

একান্ত অনুগত নিয়োগ প্রার্থী

(আপনার নাম)

9. হলে সিটের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ :২৭/০৯/২০১৯

বরাবর

প্রধান শিক্ষক

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়

সদর, কক্সবাজার।

বিষয়: ছাত্রাবাসে আসনের জন্য আবেদন।


জনাব,

সবিনয় নিবেদন এই যে,আমি আপনার বিদ্যলয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র হই। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, যার কারণে কিছুদিন আগে তাকে অন্যত্র বদলি করা হয়।ফলে আমার পুরো পরিবারকে সেখানে চলে যেতে হচ্ছে।তাছাড়া বিদ্যায়ের কাছাকাছি আমার এমন কোনো আত্মীয়ও নেই যার বাসায় থেকে আমি আপনার বিদ্যালয়ে আমার পড়ালেখা চালিয়ে যেতে পারি।এমতাবস্থায় বিদ্যলয়ের ছাত্রাবাসের একটি আসন আমার খুবই প্রয়োজন।


অতএব বিনীত প্রার্থনা যে,আমার অবস্থার কথা বিবেচনা করে বিদ্যাল্যের ছাত্রাবাসে আমাকে একটি আসন প্রদান করে আপনার বিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব।


নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র-

মুহাম্মদ করিম

শ্রেণি -নবম,রোল-০১,বিভাগ -বিজ্ঞান

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় 

10. আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

বরাবর

প্রধান শিক্ষক

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়

সদর, কক্সবাজার।

বিষয়: ছাত্রাবাসে আসনের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে,আমি আপনার বিদ্যলয়ের দ্বাদশ শ্রেণীর শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র হই। গত ইয়ার ফাইনাল পরীক্ষায় আমি সফলতার সাথে উত্তীর্ণ হয় যেখানে আমি 85 শতাংশ নম্বর পেয়েছি।  ইতিমধ্যে আমাদের কলেজের দ্বাদশ শ্রেণীতে ক্লাস শুরু হয়ে গিয়েছে।  কিন্তু আমার বাবা একজন দিনমজুর হওয়ার কারণে আমাকে এখনো পর্যন্ত বই কিনে দিতে পারেনি।  তাই আমি তো বুঝতেই বিজ্ঞান শাখার বই কেনার জন্য আমার মোট 3000 টাকার প্রয়োজন।




অতএব, স্যারের কাছে আকুল আবেদন কলেজের ছাত্র কল্যাণ তহবিল হতে আমাকে বই কেনার জন্য 3000 টাকা দিলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব। 


নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র-

মুহাম্মদ করিম

শ্রেণি -নবম,রোল-০১,বিভাগ -বিজ্ঞান

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় 

11. অগ্রিম ছুটির জন্য অফিসিয়াল ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

বরাবর

ব্যবস্থাপক

ডাচ বাংলা ব্যাংক লিঃ

পূর্ব জিন্দাবাজার শাখা, সিলেট।

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ ডাচ বাংলা ব্যাংক লিঃ, পূর্ব জিন্দাবাজার শাখা, সিলেট এর একজন সিনিয়র অফিসার। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০১/০১/২০২১ খ্রিঃ হতে ০৫/০১/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) দিন অফিসে উপস্থিত হতে পারিনি। 

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতি কালের ৫ (পাঁচ) দিন ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।

বিনীত

আপনার একান্ত বাধ্যগত

(মোঃ হারুন-অর-রশিদ)

সিনিয়র অফিসার

ডাচ বাংলা ব্যাংক লিঃ

পূর্ব জিন্দাবাজার, সিলেট।

তারিখ-০১/০১/২০২১ খ্রিঃ

12. চাকরি থেকে   অব্যবহৃত রিজাইন দেওয়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম


তারিখ: ০০/০০/২০২০

বরাবর,

…………………………………..

রংপুর।

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়: চাকুরী হতে অব্যাহতির জন্য আবেদন।

 জনাব/জনাবা,

 বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী ………………..এখানে আপনি যে পদে বর্তমানে আছেন তার নাম ও প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা দিতে হবে.…, …………………. । আমি গত ০০/০০/২০২০ খ্রি: তারিখে উক্ত পদে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে ০০/০০/২০.. তারিখ হতে  স্বেচ্ছায় স্ব-জ্ঞানে চাকুরী হতে অব্যাহতি পত্র প্রদান করছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক ০০/০০/২০.. খ্রি: তারিখ হতে আমার অব্যাহতি পত্র গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।


নিবেদক

………….(স্বাক্ষর)

………………(পদের নাম) 

………………(প্রতিষ্ঠানের নাম)

…………..।(প্রতিষ্ঠানের ঠিকানা)


নমুনা স্বাক্ষর:

13. অগ্রিম ছুটির জন্য অফিশিয়ালি ছুটির আবেদন পত্র লেখার নিয়ম


বরাবর

ব্যবস্থাপক

ডাচ বাংলা ব্যাংক লিঃ

পূর্ব জিন্দাবাজার শাখা, সিলেট।

বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন।

জনাব

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ ডাচ বাংলা ব্যাংক লিঃ, পূর্ব জিন্দাবাজার শাখা, সিলেট এ সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ০১/০১/২০২১ খ্রিঃ তারিখ আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০১/০১/২০২১ খ্রিঃ হতে ০৩/০১/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিনের ছুটি ভোগ করা একান্ত প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনাক্রমে ০৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।


বিনীত

আপনার একান্ত বাধ্যগত

(মোঃ হারুন-অর-রশিদ)

সিনিয়র অফিসার

ডাচ বাংলা ব্যাংক লিঃ

পূর্ব জিন্দাবাজার, সিলেট।

15. পুলিশের কাছে জিটি বা সাধারণ ডায়েরি করার জন্য আবেদন পত্র লেখার নিয়ম


বরাবর

ভারপ্রাপ্ত কর্মকর্তা

কখগঘ থানা

থানার ঠিকানা।

বিষয় : জিডি এন্ট্রি প্রসঙ্গে।


জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী  কখগঘ, পিতা- কখগঘ, সাং- কখগঘ। আপনার থানায় উপস্থিত হয়ে এ মর্মে একটি অভিযোগ দায়ের করছি যে, আমি ০০ বছর ধরে কখগঘ থানায় বসবাস করছি। আমার পাশের বাসায় কখগঘ, পিতা- কখগঘ, সাং-কখগঘ,থানা- কখগঘ ,জেলা- কখগঘ, বর্তমান ঠিকানা- থানা-কখগঘ, জেলা- কখগঘ বসবাস করে। সে একজন ---- । সে বিভিন্ন ভাবে আমাকে হুমকির কারণ বর্ণণা করবেন এবং বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন করছে। সর্বশেষ গত এই ইং তারিখে বিকাল আনুমানিক ০.০০ ঘটিকার সময় উক্ত আকখগঘ সঙ্গী সহ আমার বাসস্থানে এসে আমাকে এ মর্মে হুমকি প্রদর্শন করে যে, “যা বলেছে অই ব্যাক্তি”। যাওয়ার সময় সে আমার বাসার কিছু জিনিসপত্র ভেঙে যায়। ফলে, আমি আমার জীবন ও সম্পদের  ক্ষতির আশংকা করছি।


অতএব,বিনীত নিবেদন এই যে, উক্ত অবস্থাধীনে, আমার জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষার্থে উক্ত জিডি এন্ট্রি করে বাধিত করবেন।


নিবেদক

কখগঘ

তাং-


বরাবর

ভারপ্রাপ্ত কর্মকর্তা

কখগঘ থানা

থানার ঠিকানা।


বিষয় : জিডি এন্ট্রি প্রসঙ্গে।


জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী কখগঘ, পিতা- কখগঘ, সাং- কখগঘ, থানা- কখগঘ, জেলা- কখগঘ, বর্তমানে-কখগঘ থানা, কখগঘ, কখগঘ আপনার থানায় উপস্থিত হয়ে এ মর্মে একটি অভিযোগ দায়ের করছি যে, আমি একজন আপনার পরিচয় । আজ তারিখ ইং তারিখে সকাল আনুমানিক (সময়) ঘটিকার সময় (আপনার যা হারিয়েছে তার বিবরণ, কিভাবে হারিয়েছে, সম্ভব্য কোথায় হারাতে পারে)


অতএব,বিনীত নিবেদন এই যে,  আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উক্ত জিডি এন্ট্রি করে বাধিত করবেন।


নিবেদক

কখগঘ

আপনার ঠিকানা

মোবাইল নাম্বার


শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads