কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময়সূচি । কবে, কোথায়, কার সাথে খেলা হবে?

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২

করোনাভাইরাস মহামারীর কারণে কাতার বিশ্বকাপের সময়সূচি তে অনেকবার পরিবর্তন আনা হয়েছে।  তবে এবার ফাইনালি তারিখ ঘোষণা করা হয়েছে সেখানে এই তারিখ অনুসারে শতভাগ নিশ্চিত ভাবে বলা জাচ্ছে যে 21 নভেম্বর 2010 তারিখ থেকেই কাতার বিশ্বকাপ ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে।  ফিফা ওয়ার্ল্ড কাপ 20২২ দেওয়া অফিশিয়াল তথ্য অনুসারে এবারের বিশ্বকাপে মোট 200 টি দেশ অংশগ্রহণ করবে।  বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের জন্য এই ২১০টি দেশকে যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। 

Watch Live football match Qatar World cup 2022 | সরাসরি কাতার বিশ্বকাপ ফুটবল খেলা দেখুন অনলাইনে

যেহেতু কাতার হচ্ছে এবার বিশ্বকাপ ফুটবল খেলার স্বাগতিক দল তাই তাদের ক্ষেত্রে বাছাইপর্বে না যে সরাসরি ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ রয়েছে।  বাছাইপর্ব শেষ হওয়ার পর 32 টি দল কাতার বিশ্বকাপ অথবা ফিফা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। 

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময়সূচি । কবে, কোথায়, কার সাথে খেলা হবে?

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এ কোন কোন দেশ অংশগ্রহন করেছে? 

কাতার অনুষ্ঠিত এবারের ফুটবল বিশ্বকাপ 2022 বাছাই পর্বে মোট 200 টি দল অংশগ্রহণ করেছে।  কিন্তু এখান থেকে চূড়ান্ত বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করবে 31 টি দল বা দেশ। 

কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর নাম সম্পর্কে জানার কৌতূহল থাকলে নিচে তা প্রদান করা হলো। 

কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ পিকচার | Qatar World Cup 2022

আমরা ইতিমধ্যেই সবাই জানি যে ফিফা অথবা কাতার বিশ্বকাপ সময়সূচি প্রকাশ করা হয়েছে।  প্রকাশিত সময়সূচি অনুযায়ী কাতার ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে 2022 সালের 21 শে নভেম্বর এবং শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে দুপুর একটার মধ্যে।  যদিও বাংলাদেশ সময় অনুসারে বিবেচনা করলে তা শুরু হবে বিকেল চারটার মধ্যে।  তাই কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চাইলে বিকাল চারটায় অনলাইন প্লাটফর্ম গুলোতে অথবা টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে। 

আরো পড়ুনঃ 

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করার জন্য কাতারের আল খোর আল-বয়াত নামক একটি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। মোট 32 টি দেশের সমন্বয়ে অনুষ্ঠিত এই ফুটবল বিশ্বকাপে খেলা গুলো পরিচালনা করার জন্য ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করা হয়েছে।  যেমন কাতারের স্থানীয় সময় অনুযায়ী খেলা পরিচালনার সময় হচ্ছে দুপুর একটা,  বিকাল 4,  সন্ধ্যা সাতটা,  রাত দশটায় এবং সর্বশেষ খেলাটি অনুষ্ঠিত হবে রাত একটায়। 

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময়সূচি । কবে, কোথায়, কার সাথে খেলা হবে?

 কাতার বিশ্বকাপের নকআউট পর্ব গুলো নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হবে যেমন সন্ধ্যা সাতটা রাত দশটা কিন্তু বাংলাদেশী সময় অনুযায়ী দেখতে গেলে তা হবে রাত 9 টায় এবং রাত একটা। 


দিন – তারিখ
সময়
বাংলাদেশ – ভারতীয়
কাতার বিশ্বকাপ আজকের ম্যাচ – রেজাল্ট
Day – Date
Indian Time, BD ( Bangladesh) Time FiFa Qatar World Cup 2022 Match Today – Results
২০ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ কাতার-ইকুয়েডর
২১ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ সেনেগাল-নেদারল্যান্ডস
২১ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ ইংল্যান্ড-ইরান
২১ নভেম্বর রাত ১টা – ১২:৩০ আমেরিকা বনাম
ওয়েলস (ইউরোপিয়ান প্লে অফ)
২২ নভেম্বর বিকাল ৪টা – ৩:৩০ আর্জেন্টিনা-সৌদি আরব
২২ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ ডেনমার্ক-তিউনিসিয়া
২২ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ মেক্সিকো-পোল্যান্ড
২২ নভেম্বর রাত ১টা – ১২:৩০ ফ্রান্স বনাম
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ – অস্ট্রেলিয়া
২৩ নভেম্বর বিকাল ৪টা – ৩:৩০ মেক্সিকো-ক্রোয়েশিয়া
২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ জার্মানি-জাপান
২৩ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ স্পেন বনাম
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ – কোস্টারিকা
২৩ নভেম্বর রাত ১টা – ১২:৩০ বেলজিয়াম-কানাডা
২৪ নভেম্বর বিকাল ৪টা – ৩:৩০ সুইজারল্যান্ড-ক্যামেরুন
২৪ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া
২৪ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ পর্তুগাল-ঘানা
২৪ নভেম্বর রাত ১টা – ১২:৩০ ব্রাজিল-সার্বিয়া
২৫ নভেম্বর বিকাল ৪টা – ৩:৩০ ইরান বনাম
ওয়েলস (ইউরোপিয়ান প্লে অফ)
২৫ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ কাতার-সেনেগাল
২৫ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ নেদারল্যান্ডস-ইকুয়েডর
২৫ নভেম্বর রাত ১টা – ১২:৩০ ইংল্যান্ড-আমেরিকা
২৬ নভেম্বর বিকাল ৪টা – ৩:৩০ তিউনিসিয়া বনাম
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ – অস্ট্রেলিয়া
২৬ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ পোল্যান্ড-সৌদি আরব
২৬ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ ফ্রান্স-ডেনমার্ক
২৬ নভেম্বর রাত ১টা – ১২:৩০ আর্জেন্টিনা-মেক্সিকো
২৭ নভেম্বর বিকাল ৪টা – ৩:৩০ জাপান বনাম
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ – কোস্টারিকা
২৭ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ বেলজিয়াম-মরক্কো
২৭ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ ক্রোয়েশিয়া-কানাডা
২৭ নভেম্বর রাত ১টা – ১২:৩০ স্পেন-জার্মানি
২৮ নভেম্বর বিকাল ৪টা – ৩:৩০ ক্যামেরুন-সার্বিয়া
২৮ নভেম্বর সন্ধ্যা ৭টা – ৬:৩০ দক্ষিণ কোরিয়া-ঘানা
২৮ নভেম্বর রাত ১০টা – ৯:৩০ ব্রাজিল-সুইজারল্যান্ড
২৮ নভেম্বর রাত ১টা – ১২:৩০ পর্তুগাল-উরুগুয়ে
২৯ নভেম্বর রাত ৯টা – ৮:৩০ নেদারল্যান্ডস-কাতার
২৯ নভেম্বর রাত ৯টা – ৮:৩০ ইকুয়েডর-সেনেগাল
২৯ নভেম্বর রাত ১টা – ১২:৩০ ইংল্যান্ড বনাম
ওয়েলস- (ইউরোপিয়ান প্লে অফ)
২৯ নভেম্বর রাত ১টা – ১২:৩০ ইরান-আমেরিকা
৩০ নভেম্বর রাত ৯টা – ৮:৩০ তিউনিসিয়া-ফ্রান্স
৩০ নভেম্বর রাত ৯টা – ৮:৩০ ডেনমার্ক বনাম
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ – অস্ট্রেলিয়া
৩০ নভেম্বর রাত ১টা – ১২:৩০ সৌদি আরব-মেক্সিকো
৩০ নভেম্বর রাত ১টা – ১২:৩০ পোল্যান্ড-আর্জেন্টিনা
১ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ ক্রোয়েশিয়া-বেলজিয়াম
১ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ কানাডা-মরক্কো
১ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ জার্মানি বনাম
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ – কোস্টারিকা
১ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ জাপান-স্পেন
২ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ দক্ষিণ কোরিয়া-পর্তুগাল
২ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ ঘানা-উরুগুয়ে
২ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ সার্বিয়া-সুইজারল্যান্ড
২ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ ক্যামেরুন-ব্রাজিল
৩ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ এ১-বি২
৩ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ সি১-ডি২
৪ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ ডি১-সি২
৪ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ বি১-এ২
৫ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ ই১-এফ২
৫ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ জি১-এইচ২
৬ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ এফ১-ই২
৬ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ এইচ১-জি২
৯ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ ই১-এফ২ বনাম জি১-এইচ২
৯ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ এ১-বি২ বনাম সি১-ডি২
১০ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ এফ১-ই২ বনাম এইচ১-জি২
১০ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ বি১-এ২ বনাম ডি১-সি২

কাতার বিশ্বকাপ ২০২২ নক আউট পর্ব
৩ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ এ১-বি২
৩ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ সি১-ডি২
৪ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ ডি১-সি২
৪ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ বি১-এ২
৫ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ ই১-এফ২
৫ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ জি১-এইচ২
৬ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ এফ১-ই২
৬ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ এইচ১-জি২

কাতার বিশ্বকাপ ২০২২ কোয়াটার ফাইনাল

৯ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ ই১-এফ২ বনাম জি১-এইচ২
৯ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ এ১-বি২ বনাম সি১-ডি২
১০ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ এফ১-ই২ বনাম এইচ১-জি২
১০ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ বি১-এ২ বনাম ডি১-সি২

কাতার বিশ্বকাপ ২০২২ সময়সূচি সেমি ফাইনাল

১৩ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ ৯ ডিসেম্বরের দুই বিজয়ী
১৪ ডিসেম্বর রাত ১টা – ১২:৩০ ১০ ডিসেম্বরের দুই বিজয়ী

কাতার বিশ্বকাপ ২০২২ সময়সূচি ফাইনাল

১৮ ডিসেম্বর রাত ৯টা – ৮:৩০ দুই সেমি-ফাইনাল বিজয়ী




এছাড়াও এই Qatar World Cup 2022 এর সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্যেও নির্ধারিত সময় নির্ধারন করে দেওয়া হয়েছে। যেমন, সেমি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে রাত ৬ টা) যা বাংলাদেশি সময় হিসেবে উক্ত খেলাটি রাত ১০ টা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে B অনুযায়ী ১০ টা। যা বাংলাদেশি সময় অনুযায়ী হিসেব করলে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে রাত ১ টা। 

বাংলাদেশের সময় অনুযায়ী কাতার বিশ্বকাপের সময়সূচি 2022 জানার আগ্রহ থাকলে এখন আপনাকে তা জানিয়ে দেবো।  নিচে আমরা একটি ছবি দিয়ে দেবো যেটার মাধ্যমে আপনি বাংলাদেশ সময় অনুযায়ী কাতার বিশ্বকাপ অথবা  ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 উপভোগ করতে পারবেন। নিচে বিস্তারিতভাবে কাতার বিশ্বকাপ কিংবা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এর বাংলা সময় সুচি  দেওয়া হল। 

কাতার বিশ্বকাপ ২০২২ অথবা ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এর স্পন্সরকৃত কোম্পানি গুলোর নামের তালিকা

যেহেতু কাতার বিশ্বকাপ অথবা ফিফা বিশ্বকাপ একটি আন্তর্জাতিক মানের সংস্থা তাই তাদের দ্বারা পরিচালিত ইভেন্টে স্পন্সর পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার।  বর্তমানে ব্যাপক জনপ্রিয় কিছু প্রতিষ্ঠান এই বিশ্বকাপে স্পন্সর করতে সক্ষম হয়েছে যেমন

  • Budweiser.
  • Vivo.
  • Mc Donalds.
  • Hisense.
  • Adidas.
  • Visa.
  • Qatar Airways.
  • Hyundai.
  • Wanda Group.
  • Coca-Cola.

উপরে উল্লেখিত প্রতিটি প্রতিষ্ঠানের নামে দামে সবার থেকে এগিয়ে রয়েছে।  মূলত কাতার বিশ্বকাপ 2022 এর মূল স্পন্সর হিসেবে তাদের নাম উল্লেখ করা হয়েছে। 

আল রিহলা

এবারের কাতার ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম হচ্ছে আল রিহলা। এই বলটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাম হচ্ছে এডিডাস। আল রিহলা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ভ্রমণ । পৃথিবী বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ভ্রমণ এবং জীবনের কাহিনী নিয়ে লেখা বই এর নাম অনুসারেই এবারের বিশ্বকাপের বলের নামকরণ করা হয়েছে আল রিহলা । কাতারের সংস্কৃতি এবং সভ্যতার সাথে মিল রেখে এই বলের নকশা তৈরি করা হয়েছে যেমন কাতারের স্থাপত্য,  তাদের ঐতিহ্যবাহী নৌকা,  জাতীয় পতাকার নকশা ইত্যাদি। বিশ্বকাপের ফুটবল অন্যান্য সাধারণ ফুটবলের চেয়ে মানে গুনে অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে।  এডিডাসের দাবি তারা এবার যে বল বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছে তা যেকোনো বিশ্বকাপ বলের চেয়ে বাতাসে দ্রুতগতিতে চলতে সক্ষম এবং খেলার মাঠে নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতার সর্বোচ্চ স্তর দিতে পারে। এডিডাস আরও দাবি করে যে ইতিহাসে এত দ্রুত গতিসম্পন্ন বল আগে কখনো দেখা যায়নি।  এই বাজারমূল্য যুক্তরাষ্ট্রের বাজারে 165 ডলার ইউরোপিয়ান ইউনিয়নে 155 ইউরোপের যুক্তরাজ্যে 130 পাউন্ড।  তথ্যসূত্রঃ ফিফা, goal.com

এবারের 2022 সালের ফুটবল বিশ্বকাপের মাসকটের নাম রাখা হয়েছে লা’ইব। আরবি লাইভ শব্দের অর্থ হচ্ছে অতি দক্ষ খেলোয়াড়।  এবারে মাসকটের ডিজাইনের সাদা রঙের কাতারি পোশাক পরা এক কিশোরের আদলে তৈরি করা হয়েছে লা’ইবকে। যেহেতু কাতার বিশ্বকাপ সেহেতু নকশাতে কিশোরের গায়ের পোশাকে কাতারি ভাব রয়েছে। লা’ইব  সবাইকে নিজের প্রতি বিশ্বাস করতে উৎসাহিত করছে। 

 ফিফার ভাষ্যমতে, লা’ইব  হচ্ছে একটি প্রাণচাঞ্চল্য এবং সাহসী এক চরিত্রের প্রতিচ্ছবি। এটি নির্ভীক এবং সাহসী এই তরুণ  আগের সবগুলো বিশ্বকাপ দেখেছে এবং গুরুত্বপূর্ণ গোলগুলো সাক্ষী হিসেবে বর্ণনা করা হয়েছে এই লা’ইবকে। আয়োজক সংস্থাগুলো বলছে আসন্ন বিশ্বকাপে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এটি সহায়ক হিসেবে কাজ করবে। 

কাতার বিশ্বকাপে কে কোন গ্রুপে

  • গ্রুপ-এ   :               কাতার, একুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।
  • গ্রুপ-বি   :               ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/ইউক্রেন/স্কটল্যান্ড
  • গ্রুপ-সি  :               আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
  • গ্রুপ-ডি  :               ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/আরব আমিরাত/অস্ট্রেলিয়া।
  • গ্রুপ-ই    :               স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/ নিউজিল্যান্ড।
  • গ্রুপ-এফ :              বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
  • গ্রুপ-জি :               ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।
  • গ্রুপ-এইচ :             পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।

কাতার বিশ্বকাপ কবে শুরু হবে

আগামী 21 নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ ফুটবল।  সাধারণত ফুটবল বিশ্বকাপ শুরু হয় বছরের মাঝামাঝি সময়ে কিন্তু কাতারে উষ্ণ আবহাওয়ার কারণে এবার বিশ্বকাপ আসর শীতকালে অনুষ্ঠিত হবে।  কাতার বিশ্বকাপের প্রথম দিনে প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ড।  এছাড়াও প্রথম দিনে মুখোমুখি হবে ইকুয়েডর প্রতিপক্ষ হচ্ছে কাতার।  অন্যদিকে ইংল্যান্ড প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলতে নামবে।  এবারের বিশ্বকাপে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একটানা 12 দিন ধরে গ্রুপ পর্বের ম্যাচ গুলো চলবে। 

কাতার বিশ্বকাপের স্টেডিয়াম 

বিশ্বকাপ কে কেন্দ্র করে কাতার একটার পর একটা চমক দেখিয়ে যাচ্ছে।  তারে ধারাবাহিকতায় এবার কাতার বিশ্বকাপে কাতার বাসি নতুন আরো একটি চমক নিয়ে হাজির হয়েছে। বিশ্বকাপ ইতিহাসে এটাই এমন এক ধরনের স্টেডিয়াম যেটাকে স্থানান্তর করা সম্ভব। কাতার বিশ্বকাপের জন্য নির্মিত এই অদ্ভুত স্টেডিয়াম টির নাম স্টেডিয়াম 974।  974 সংখ্যাটির অর্থ হচ্ছে এটি কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড।  একসঙ্গে 40 হাজার দর্শক এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে। 

'স্টেডিয়াম ৯৭৪'-এর ডিজাইন করেছে স্পেনের রাজধানীভিত্তিক স্থাপত্যবিষয়ক সংস্থা 'ফেনউইক ইরিবারেন আর্কিটেক্টস'। এই সংস্থার অন্যতম অংশীদার মার্ক ফ্যান উইক বলেন, 'আমরা ভেবে দেখলাম বিশ্বকাপের পর কাতারের অষ্টম স্টেডিয়ামের আর প্রয়োজন থাকবে না। তাই, আমরা ভিন্ন এক পরিকল্পনা সাজালাম। যার ফলে আমরা এমন এক স্টেডিয়ামের ডিজাইন করলাম যা শুধু স্থানান্তরযোগ্যই নয়, সেই সঙ্গে পরিবহনযোগ্যও এবং অন্য কোনো দেশে স্থাপনযোগ্য, তা পুরো স্টেডিয়াম কিংবা তার ভিন্ন অংশও হতে পারে। এসব অংশ দিয়ে ক্রীড়া স্থাপনাও নির্মাণ করা সম্ভব। '

উল্লেখ করার মত একটি বিষয় যে কাতার বলেছে,  খেলা পরবর্তীতে তারা এই স্টেডিয়ামটি কোন অনুন্নত দেশে দান করবে যারা এটা ব্যবহার করে ওই দেশের ফুটবল উন্নয়নে কাজে লাগাতে পারবে। 

কাতার বিশ্বকাপ ২০২২ স্টেডিয়াম কয়টি 2022 FIFA World Cup Stadium in Qatar

এভাবে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ অথবা কাতার বিশ্বকাপের স্টেডিয়ামের সংখ্যা আটটি।  স্থাপত্যশৈলী এবং বিলাসিতা ধারণক্ষমতা সব দিক থেকেই এবারের কাতার বিশ্বকাপের স্টেডিয়ামগুলো অন্যান্য আয়োজিত বিশ্বকাপ স্টেডিয়াম গুলো থেকে এগিয়ে রয়েছে। এবারের বিশ্বকাপের যেসকল স্টেডিয়াম প্রস্তুত করা হয়েছে সেগুলোর নাম হচ্ছে- এডুকেশন সিটি স্টেডিয়াম, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল বাইত স্টেডিয়াম, লুসাইল আইকনিক স্টেডিয়াম, আহমেদ বিন আলী স্টেডিয়াম, আল জানুব স্টেডিয়াম। 

বাংলা সময় অনুসারে কাতার বিশ্বকাপের সময়সূচি 

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময়সূচি । কবে, কোথায়, কার সাথে খেলা হবে?

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সময়সূচি । কবে, কোথায়, কার সাথে খেলা হবে?

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads