Symphony Z42 Pro |
Price in Bangladesh Official ৳11,990
First Release | July 2022 |
Color: | Black, Honey Dew Green, Lunar Gray |
Display | |
---|---|
Size: | 6.52 inches |
Resolution: | HD+ 1600 x 720 pixels (269 ppi) |
Technology: | IPS Touchscreen |
Features: | Multitouch |
Hardware | |
System chip: | MediaTek Helio G25 (12 nm) |
Processor: | Octa-core, 2.0 GHz |
GPU: | PowerVR GE8320 |
RAM: | 4 GB |
Internal storage: | 64 GB |
Storage expansion: | ✅ up to 256 GB |
OS: | Android 11 |
Battery | |
Capacity: | 5000 mAh |
Type: | Lithium-polymer |
Charging: | ✅ 10W Fast Charging |
Camera | |
Rear Camera: | Triple 13 Megapixel main camera PDAF, LED flash, f/1.8, 52MP mode, night mode & more |
Front Camera | 8 Megapixel F/2.0 aperture Full HD (1080p) |
Design | |
Dimensions: | 164.75 x 76.3 x 8.9 millimeters |
Weight: | 202 grams |
Materials: | Glass front & back, plastic frame |
Connectivity | |
Network: | 2G, 3G, 4G |
SIM: | Dual Nano SIM |
WLAN | Wi-Fi hotspot |
Bluetooth: | Yes |
GPS | A-GPS |
Radio | ✅ |
USB | v2.0 |
আজকে আমরা Symphony Z42 Pro Price in Bangladesh সম্পর্কে এবং এটার অন্যান্য কি কি ফিচার রয়েছে তা সম্পর্কে আলোচনা করব । আমরা জানি সিম্ফোনি কম দামে ভালো মানের ফোন বিক্রি করার কারণেই মূলত বাংলাদেশ এত জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। হিসেবেও মোটামোটিভাবে কম দামের মধ্যে একটা ভালো ফোন বলা যেতেই পারে।
এই ফোনটিতে রয়েছে 6.52 inches HD+ IPS screen. ডিসপ্লেটি হচ্ছে ফুল ভিউ ওয়াটার ড্রপ নচ ডিজাইন। পেছনদিকে তিনটা ক্যামেরা রয়েছে যার মূল ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং যাদের সাথে আরও রয়েছে PDAF, LED Flash, portrait mode, night mode, f/1.8 aperture etc. সেইসাথে এটাতে রয়েছে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং অপশন। সামনে দিকে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Symphony Z42 Pro ফোনটিতে রয়েছে 5000mh ব্যাটারি যার সাথে দশ ওয়াট এর ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। 4 GB RAM, 2.0 GHz octa-core CPU and PowerVR GE8320 GPU ফোনের পারফরম্যান্স কে আরো অনেক দূর বাড়িয়ে দিবে । MediaTek Helio G25 (12 nm) chipset হচ্ছে স্মার্টফোনের প্রাইস হিসেবে আর একটা ভালো দিক। এছাড়া এটাতে রয়েছে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যেটাকে মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে আরও বৃদ্ধি করা যাবে। এছাড়া পিছনের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অন্যান্য সকল স্মার্টফোনের মতো প্রয়োজনীয় বাকি ফিচারগুলো রয়েছে যেমন এফএম রেডিও ডুয়েল সিম ফেস আনলক ইত্যাদি।
প্রাইস বিবেচনায় এই ফোনটির ভালো দিকগুলো হচ্ছে স্টাইলিশ ডিজাইন পিছনের গ্লাস ব্যাক প্যানেল । এছাড়া ফোন এবং ব্যাক কেমেরা মোটামুটি ভালো। আরেকটু ভালো দিক হচ্ছে এটার ব্যাটারি এছাড়াও অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেম 4gb রম 64gb রম ফোনটির আরেকটি ভালো দিক ।