কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের খেলোয়ারদের নামের তালিকা 2022

 

আর্জেন্টিনা দলের খেলোয়ারের তালিকা
আর্জেন্টিনা দলের খেলোয়ারের তালিকা

আর্জেন্টিনা দলের খেলোয়ারদের নামের তালিকা। কাতার বিশ্বকাপ ফুটবল খেলার সিডিউল অনুসারে আর্জেন্টিনার রয়েছে এই গ্রুপে। এবার কাতার বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের প্রথম সূচনা খেলা শুরু হবে সৌদি আরবের বিপক্ষে 22 নভেম্বর। আজকের পর্বে আমরা আর্জেন্টিনা দলের খেলোয়ারদের নামের তালিকা প্রকাশ করবে পাশাপাশি আর্জেন্টিনার খেলার শিডিউল প্রচার করব। পাশাপাশি আর্জেন্টিনা দলের স্কোয়াড, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জার্সি সম্পর্কে আলোচনা করা হবে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের খেলোয়ারদের নামের তালিকা

  • এমিলিয়ানো মার্তিনেজ
  • ফ্রাঙ্কো আর্মানি
  • জেরোনিমো রুলি
  • নহেল মোলিনা
  • গঞ্জালো মন্তিয়েল
  • ক্রিশ্চিয়ান রোমেরো
  • জেরমান পেজেলা
  • নিকোলাস ওটামেন্ডি
  • লিজান্দ্রো মার্তিনেজ
  • মার্কোস আকুনা
  • নিকোলাস তাগলিয়াফিকো
  • হুয়ান ফয়েত
  • রড্রিগো ডি পল
  • লিয়ান্দ্রো পারেদেস
  • আলেক্সিস ম্যাক আলিস্তার
  • গুইদো রদ্রিগেজ 
  • আলেজান্দ্রো পাপু গোমেজ
  • এনজো ফার্নান্ডেজ
  • এজেকুয়েল পালাসিও
  • অ্যাঞ্জেল ডি মারিয়া
  • লাওতারো মার্তিনেজ
  • জুলিয়ান আলভারেজ
  • নিকোলাস গঞ্জালেজ
  • জোয়াকিন করেয়া
  • পাওলো দিবালা
  • লিওনেল মেসি

কাতার বিশ্বকাপ খেলা আর্জেন্টিনা দলের স্কোয়াড

নিচের ছবিতে আর্জেন্টিনা দলের স্কোয়াড দেখানো হয়েছে। নিচে প্রদর্শিত চিত্র থেকে আর্জেন্টিনার দলের খেলোয়াড়রা কে কোথায় খেলবে তার একটি চিত্র তুলে ধরা হয়েছে। আমরা জানি ফুটবল খেলায় মাঠে প্রত্যেক প্লেয়ারের আলাদা আলাদা দায়িত্ব থাকে সেই হিসেবে আর্জেন্টিনা দলের স্কোয়াড থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কারো উপরে কি দায়িত্ব পড়েছে।  

আর্জেন্টিনা দলের স্কোয়াড কাতার বিশ্বকাপ 2022

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
আর্জেন্টিনা দলের স্কোয়াড কাতার বিশ্বকাপ 2022

আর্জেন্টিনার জার্সি কাতার বিশ্বকাপ 2022
আর্জেন্টিনার জার্সি কাতার বিশ্বকাপ 2022

বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স

১৯৩০ : রানার্স আপ; ১৯৩৪ : প্রথম পর্ব ;১৯৫৮ : গ্রুপ পর্ব; ১৯৬২ : গ্রুপ পর্ব; ১৯৬৬ : কো. ফাইনাল; ১৯৭৪ : দ্বিতীয় পর্ব; ১৯৭৮ : চ্যাম্পিয়ন ; ১৯৮২ : দ্বিতীয় পর্ব' ১৯৮৬ : চ্যাম্পিয়ন '১৯৯০ : রানার্স আপ ১৯৯৪ : শেষ ষোলো ১৯৯৮ : কো. ফাইনাল ২০০২ : গ্রুপ পর্ব ২০০৬ : কো. ফাইনাল; ২০১০ : কো. ফাইনাল; ২০১৪ : রানার্স আপ; ২০১৮ : শেষ ষোলো
শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads