১৬ই ডিসেম্বর বিজয় দিবসের স্লোগান

১৬ই ডিসেম্বর বিজয় দিবসের স্লোগান
১৬ই ডিসেম্বর বিজয় দিবসের স্লোগান 

মহান বিজয় দিবস উপলক্ষে পরিচিতি 16 ডিসেম্বর এটা আমাদের অনেকের কাছে একটা আবেগের নাম । 16 ই ডিসেম্বর মহান বিজয় দিবস হিসেবে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত ।  ১৯৭১  সালের 16 ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ । যার ফলে প্রতিবছর এদিকে বিশেষভাবে পালন করে বাঙালি জাতি । দীর্ঘ ৯ মাস  রক্তক্ষয়ী যুদ্ধের পর ঢাকার সোহরাওয়াদী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১০০০ সদস্য বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে । এর মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় । প্রতিবছর বাংলাদেশ এই দিনটিকে বিশেষ মর্যাদা পূর্ণ ভাবে পালন করে আসতেসি । আমরা বাঙালি জাতি দিনটিকে অনেক আনন্দের সাথে উপভোগ করে আসিতেছি ।

৫১ বছর পূর্তি উৎসব

২০২২ সালে এসে 16 ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর সুবর্ণ  জয়ন্তী হিসেবে পালন করে । যার মধ্য দিয়ে গান রচনার কবিতা স্লোগান চিত্রাঙ্গন প্রতিযোগিতা রয়েছে । মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ জাতীয় সংগীত দেশাত্মবোধক গান গাওয়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভাষণ সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে  ।

বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভাজনের মাধ্যমে বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল । 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ । 16 ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের গৌরবময় দিন ।

16 ই ডিসেম্বর বিজয় দিবসের রচনা 

 বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান রচনা প্রতিযোগিতা আয়োজন করে থাকে ১৯৭১  সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি । তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমাদের এই আয়োজন । আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস দেশ স্বাধীনের ইতিহাস পাকবাহিনীর আত্মসমর্পণ বাংলাদেশের স্বীকৃতি ইত্যাদি সম্পর্কিত বিষয়ে রচনা লিখতে হবে । আমরা বাঙালি হিসেবে আমাদের দেশের ইতিহাস কতটুকু জানি কিভাবে জানতে পারব মুক্তিযুদ্ধের মাধ্যমে নানা ধরনের বই রচনা করা হয়েছে। বিজয় দিবসের রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে রচনা লেখার সময় এই পয়েন্টগুলো উপস্থাপন করলে ভালো নম্বর অর্জন করা সম্ভব । বিজয় দিবসের রচনা পয়েন্ট গুলো হল ভূমিকা , বিজয় দিবসের ঐতিহাসিক পটভূমি , বিজয় দিবসের তাৎপর্য , মুক্তিযুদ্ধে বিজয় , পরবর্তী বাস্তবতা , আমাদের প্রত্যাশা ।

 বিজয় দিবসের কবিতা 

 লাল সবুজের স্মৃতি আমার ওরে ।

 কিনেছিলাম রক্ত দিয়ে ডিসেম্বরে ।

 মাগো তোমার চোখের জলে ,

 জয় বাংলা ধ্বনি তুলে ,

 আধার ছেলে প্রাণ দিল ওই নতুন আশার ভরে ।

 রক্ত দিয়ে কেনা বিজয় ডিসেম্বরে।

 মাগো তুমি হায়না ভয় কাঁদছো দেখে তাই ।

 তোমার ছেলে ঘর ছেড়েছে তোমায় দিতে  থাই

 বিশ্বমাঝে উচ্চাসনে ,

 পাকবাহিনী নির্যাতনে,

 আর হবেনা শোষণ এবার তোমার আপন ঘরে।

 রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।

 মহান বিজয় দিবসের স্লোগান 

জয় বাংলা মহান বিজয় দিবসের স্লোগান । জয় বাংলা, বাংলার জয় , গান গেয়ে দেশটাকে স্বাধীন করেছে 30 লক্ষ মুক্তিযোদ্ধা তাদের এই আত্মত্যাগ আমরা বাঙালি জাতি কোনদিনও ভুলতে পারবো না তারা সারা জীবন আমাদের কাছে ঋণী হয়ে থাকবে ।

16 ই ডিসেম্বর বিজয় দিবসের গান 

জ্বলে ওঠো বাংলাদেশ

 গর্জে ওঠো বাংলাদেশ

 স্বপ্ন নিয়ে বিশ্বজয়ের

 যাও তুমি এগিয়ে যাও হাহাহা

 জ্বলে ওঠো বাংলাদেশ বাংলাদেশ

কোটি প্রাণের আশা

 পূরণ করে দাও

 লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে

 ছড়িয়ে দাও

 তোমার জন্য রইল সবার অনেক অনেক শুভকামনা

 একটি বিজয় খুলে দিয়েছিল শত বিজয় দার .

বাবা-মায়ের কোলে চড়ে হাতে ধরে জাতীয় স্মৃতিসৌধে এসেছিল হাজার শিশু .


বিজয় দিবস নিয়ে কবিতা 

বেগুন ফুলে প্রজাপতি হাসি

 কোথায় আছে এমন মজার বাঁশি

 ভরদুপুরে রাখালিয়া বাসায় এসে হেসে,

 ধানের ক্ষেতে টিয়া পাখির মেলা

 আসমানে যার নীল দলের মেলা

 হেলে দুলে জমায় পারি পাহাড় ঘেঁষে.

 জোসনা মাখা চাঁদের সাদা ডিম

 রাত নিশিতে ঝরায় কেমন হিম হিম

 সিদ্ধ করে ফুল পরীদের রঙিন পাখা .

 অনেক ভোরে সূর্য মামা হাটে

 উদাস করা যোজন যোজন মাঠে

 সাতটি রঙের চেহারা যেন উপুড় করে রাখা .

 সরষে ফুল হলুদের নাচ

 কোন সে দেশের এমন শোভা আছে

 রুপার হাজার কবি শব্দের জাল বোনে ,

 মন উড়ে যায় মাছরাঙাদের ভিড়ে

 পাতার ফাঁকে টুনটুনি দের নীড়ে 

 ঘুম ভাঙ্গে রোজ মোয়াজ্জিনের দরাজ গলা শুনে .

 বিজয়ের রথে আসাদের শার্ট উড়ে নিশান ,

 দুজনকে রেখে প্রতিবাদের ঐক্যতান .

 এ দেশটা কার, বাংলা জাগ্রত জনতার ,

 বিশাখা সূর্যসেন তিতুমীর অগ্নিবীণার .

 অকুতোভয় বঙ্গবন্ধুর মুক্ত চিত্র দীপ্ত

 বর্জ্য কন্ঠে মুক্তির দিশা , স্বাধীনতার জন্য ক্ষিপ্ত

জি রোদ্দুরে দুষ্টু ছেলে তেপান্তর ঘুরাঘুরি

 অবাক চোখে তাকিয়ে দেখো মুক্তধারার উড়াউড়ি

 সে কি জানে লাল সবুজের এগিয়ে চলার বিজয়গাথা

 তার বুকে ডানা লাল-সবুজের স্বাধীনতা .

দিন কি কেবল বদলে যাওয়া দিন বদলে দিন

, এই আলোতে উদ্ভাসিত স্বাধীনতার দিন


বিজয় আমার 

 বিজয় আমার

 পতাকার রং

 মানচিত্রের রেখা

 বিজয় আমার

 আনন্দঘন

 ভিটেমাটি ফিরে দেখা .

 বিজয় আমার

 স্মৃতি মিনার

 ছড়ার গান

 বিজয় আমার স্বাধীন দেশের সুখ ভরা অফুরান

স্বাধীনতা তুমি ,

 স্বাধীনতা তুমি

 বাংলাদেশ 

বাংলা মায়ের শুভেচ্ছা

 স্বাধীনতা তুমি

 দাদুর মুখের

 রূপকথা সুচিত্রা

 স্বাধীনতা তুমি

 মুক্তিসেনার

 প্রেম

 স্বাধীনতা তুমি

 প্রিয় জনতার

 প্রেম প্রীতি ভালোবাসা

বিজয় তুমি মুক্ত একটি পাখি

 গগন-তলে করেছো ডাকাডাকি

 বিজয় তুমি গোলাপ জবা ফুল

 শীতল জলের নদী  দুটি কুল ।

. বিজয় তুমি হাসির ফসল মাঠ

 মাড়ি ফুলে গান ।

বিজয় তুমি মায়ের মুখের হাসি

 যে হাসিকে সবাই ভালবাসি ।

 বিজয় তুমি একটি স্বাধীন দেশ

 নামটি হলো সোনার বাংলাদেশ

 একটি পাখির বাসার আশে করছে উড়াউড়ি । লক্ষ ভাইয়ের রক্তে কেনা

 সবুজ বরণ পাখি

 বিশ্বসভায় সেই পাখিটা করছে ডাকাডাকি

 সেই পাখিটা দেয় পরিচয় বাংলাদেশের নামে

 কেনা হল সেই পাখিটা লক্ষপ্রানের দামে

বিজয় দিবসের উক্তি 

 স্বভাবে ,  আমি তো স্বাধীন, ধনু কটা একটাই বন্ধ চিরদিন । ধনু হেসে  বলে, সর  জান না সে কথা । আমারি অধীন জেনে তব স্বাধীনতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি 

এটাই হয়তো আমার শেষ বার্তা আজ থেকে বাংলাদেশ স্বাধীন , আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই আপনারা যেখানে থাকুন আপনাদের সর্বোচ্চ দিয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে জান । রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ । 

আশা করি সবাই মহান বিজয় দিবসের স্লোগান গুলো পড়ে উপকৃত হবেন এবং আপনাদের বন্ধু-বান্ধবদের স্লোগান সম্পর্কে জানাতে পারবেন এতে আপনারা অনেক উপকার পাবেন এবং 16 ডিসেম্বর সম্পর্কে আপনাদের যে কনসেপ্টগুলো ছিল আপনারা এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন ভালো থাকবেন আশা করি সবাই ।

manik

আমার নাম মানিক প্রামানিক। বর্তমানে আমি সিটি ইউনিভার্সিটি তে EEE বিষয়ে বিএসসি তে অধ্যায়নরত রয়েছি। টেকনোলজির প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে । লেখালেখি করতে আমার ভালো লাগে। অবসর সময়ে বই পড়তে ভালোবাসি।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads