ঢাকার মধ্যে সবচেয়ে সেরা দশটি কলেজের তালিকা (Top 10 College in Dhaka)

ঢাকার মধ্যে সবচেয়ে সেরা দশটি কলেজের তালিকা (Top 10 College in Dhaka)
সেরা দশটি কলেজের তালিকা 

বাংলাদেশের সেরা দশটি কলেজের নাম নিয়ে আমাদের আজকের পোষ্ট সাজানো হয়েছে। যারা একাদশ শ্রেণিতে 2023 সালে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য এই তালিকাটি উপকারে আসবে বলে আশা রাখছি। প্রতিবছরই এসএসসি পরীক্ষার পর প্রত্যেকেরই আশা থেকে একটা ভাল কলেজে ভর্তি হওয়া। তাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মানের দশটি কলেজ এর তালিকা তুলে ধরছি। নিচে বর্ণিত কলেজসমূহ শুধুমাত্র ভালো কলেজ এমনটা বললে ভুল হবে,  এগুলো ছাড়াও বাংলাদেশে আরও ভাল ভাল কলেজ রয়েছে। 

একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম ২০২৩ 

নিচে বাংলাদেশের সেরা দশটি কলেজের তালিকা দেওয়া হয়েছে যেগুলো সাধারণত রেজাল্টের উপর ভিত্তি করে তালিকা করা হয়। শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে সেরা কলেজের নাম সমুহ প্রকাশ করা হয়। ফলাফলের ভিত্তিতে প্রকাশিত সেরা দশ কলেজের নাম নিচে দেওয়া হল। 

  • রাজউক উত্তরা মডেল কলেজ
  • নটরডেম কলেজ
  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
  • হলিক্রস কলেজ
  • ঢাকা সিটি কলেজ 
  • ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
  • রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
  • জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
  • আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
ইতিমধ্যে উপরে আমরা বাংলাদেশের সেরা দশটি কলেজের নামের তালিকা প্রকাশ করেছি। 

নটরডেম কলেজ

বাংলাদেশের সেরা কলেজ গুলোর মধ্যে নটরডেম কলেজ অন্যতম। পড়াশোনার মান এবং অন্যান্য দিক বিবেচনা করে নটরডেম কলেজ কে বাংলাদেশের প্রথম সারির কলেজের অন্তর্ভুক্ত করা যায়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি নটরডেম কলেজে এক্সট্রা কারিকুলাম একটিভিটিস এর কারণে ব্যাপক সুনাম রয়েছে। প্রতিবছর বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এবং মেডিকেল কলেজে নটরডেম কলেজের শিক্ষার্থীরা উল্লেখযোগ্যসংখ্যক চান্স পেয়ে থাকে। 
  • ওয়েবসাইট: https://notredamecollege-dhaka.com/
  • স্থাপিত:  নভেম্বর ১৯৪৯ সাল
  • মোবাইল:  01629-955654, 02-7192325, 02-7192598
  • ই-মেইল: notredamecollege2@gmail.com, info@notredame.ac.bd
  • ঠিকানা: Toyenbee Circular Rd, Dhaka 1000.

রাজউক উত্তরা মডেল কলেজ

রাজউক উত্তরা মডেল কলেজ 2022 সালে বাংলাদেশের ঢাকা বোর্ডের সেরা কলেজ গুলোর তালিকায় উঠে আসে। ভালো ফলাফলের পাশাপাশি উন্নত মানের শিক্ষা ব্যবস্থার কারণে রাজউক উত্তরা মডেল কলেজ স্ট্রিটে সুনাম অর্জন করেছে। একাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা এক্টিভিটিস এর দিকে এগিয়ে রয়েছে। যথেষ্ট পরিমাণ মান বজায় রাখার কারণে এই কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাপক প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়। 

  • ওয়েবসাইট: http://www.rajukcollege.edu.bd/
  • স্থাপিত:  ১৯৯৪
  • ই-মেইল: rumc1994@yahoo.com
  • ঠিকানা: Isakha Avenue, Sector 6, Uttara Model Town, Dhaka 1230.
  • মোবাইল:  02-48957101, 48957102, 48957103, 01979101571

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

এটি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার দ্বারা পরিচালিত একটি কলেজ। শিক্ষার মান বজায় রাখার জন্য যথেষ্ট কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। এই কলেজের শিক্ষার্থীদের কে নির্দিষ্ট নিয়ম শৃংখলার মধ্য দিয়ে নিজেদেরকে পরিচালিত করতে হয়। ফলে প্রত্যেকটি শিক্ষার্থী পরবর্তী সময়ে তাদের শিক্ষাজীবনে সহজেই ভালো করতে পারে। উন্নত শিক্ষার মান এবং ভাল ফলাফলের কারণে 2022 সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের সেরা কলেজ গুলোর মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে। 
  • ওয়েবসাইট: http://acc.edu.bd/
  • স্থাপিত:  ১৯৬০
  • মোবাইল: 02-8872446, 01769026084
  • ই-মেইল: info@acc.edu.bd
  • ঠিকানা: Shahid Sarani, Dhaka Cantonment, Dhaka 1206.

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

বাংলাদেশের সেরা কলেজ গুলোর মধ্যে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের নাম উল্লেখ না করলে এই আর্টিকেলটি অসম্পূর্ণ থেকে যাবে। মেয়েদের জন্য ভালো মানের কলেজের অনুসন্ধান করে থাকলে এটি হতে পারে প্রথম পছন্দ। ঢাকা শহরের মধ্যে সেরা দশটি কলেজের নাম উল্লেখ করতে হলে এটাকে তৃতীয় অবস্থানে রাখা যায়। প্রতিবছর অব্যাহতভাবে ঢাকা এমনকি সারা বাংলাদেশে ভালো ফলাফল অর্জনে সক্ষম হয়েছে এই কলেজটি। 
  • ওয়েবসাইট: https://www.vnsc.edu.bd/
  • স্থাপিত:  ১৯৫২
  • মোবাইল:  02-58310500
  • ই-মেইল: vnsc_bd@yahoo.com, vnsc.edu@gmail.com
  • ঠিকানা: 1/A, New Baily Road, Ramna, Dhaka-1000.

ঢাকা সিটি কলেজ

বাংলাদেশের সবচেয়ে পুরাতন কলেজ গুলোর মধ্যে ঢাকা কলেজ অন্যতম। ঢাকা কলেজে একাদশ শ্রেণির পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে। ঢাকা সিটি কলেজ প্রতিষ্ঠা কাল থেকেই তাঁর সুনাম অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে এবং এখনও পর্যন্ত ঢাকা সিটি কলেজ নিয়মিত ভালো ফলাফল করে যাচ্ছে। ঢাকা শহরের মধ্যে ভালো কলেজে ভর্তি হওয়ার আশা থাকলে ঢাকা সিটি কলেজ প্রথম তালিকায় রাখা যায়। 
  • ওয়েবসাইট: https://www.dhakacitycollege.edu.bd/
  • স্থাপিত:  ১৯৫৭
  • ই-মেইল: dhakacitycollege1250@gmail.com
  • ঠিকানা: Road No-2, Dhanmondi R/A, Dhaka-1205.
  • মোবাইল:  88-02-58610294, 02-9674115

ঢাকা কলেজ

বাংলাদেশের সেরা কলেজ গুলোর মধ্যে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে নামকরা কলেজ হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজে একাদশ শ্রেণীতে শিক্ষা অর্জনের পাশাপাশি এখান থেকেও উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করতে হবে। অনেক আগে থেকেই ঢাকা কলেজের শৃঙ্খলা নিয়ে বদনাম রয়েছে। তবে সেরা কলেজ গুলোর তালিকায় ঢাকা কলেজ কে অবশ্যই স্থান দিতে হবে। 
  • ওয়েবসাইট: https://dhakacollege.edu.bd/
  • স্থাপিত:  ১৮ই জুলাই, ১৮৪১
  • ছাত্র-ছাত্রী: ২৫,০০০
  • মোবাইল:  02-8618350
  • ই–মেইল: info@dhakacollege.edu.bd, dhakacollegeprincipal@gmail.com

আইডিয়াল স্কুল এন্ড কলেজ

বলা যায় ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল এ অবস্থিত আইডিয়াল স্কুল এন্ড কলেজ সুশিক্ষা এবং ভালো ফলাফলের জন্য এগিয়ে রয়েছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখা রয়েছে যেমন  মতিঝিল (প্রধান ক্যাম্পাস), রামপুরা (বনশ্রী) এবং মুগদাপাড়া। এই কলেজটি প্রথমদিকে শুধুমাত্র ছেলেদেরকে পড়ানো হতো কিন্তু পরবর্তীতে সহশিক্ষা ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ মেয়েরা ওই কলেজে এখনো ভর্তি হতে পারে। নিচে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রয়োজনীয় কিছু ডাটা দেওয়া হল-
  • ওয়েবসাইট: http://www.idealschoolandcollege.edu.bd/
  • স্থাপিত:  মার্চ ১৫, ১৯৬৫
  • ছাত্র-ছাত্রী: ১৮,০০০
  • মোবাইল:  02-9330177
  • ই-মেইল: iscmbd@gmail.com
  • ঠিকানা: Motijhil, Dhaka-1000, Bangladesh.

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ

এটি বাংলাদেশ বর্ডার গার্ড এর অধীনে পরিচালিত একটি কলেজ। এইচএসসি পরীক্ষায় প্রতিবছরই বরাবরের মতো বিএনএমপিসির সব সময় ভালো রেজাল্ট করে। এই কলেজে বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম দুই মাধ্যমে পড়াশোনা করানো হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এর পূর্ব নাম ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ। 
  • ওয়েবসাইট: https://www.noormohammadcollege.ac.bd/
  • স্থাপিত:  ১৯৭৭
  • মোবাইল:  02-8613870
  • ঠিকানা: Peelkhana (Near Gate # 5 of BGB Headquarters), Newmarket, Lalbagh, Dhaka-1205.
  • ই-মেইল: info@noormohammadcollege.ac.bd
  • ছাত্র-ছাত্রী: ৫,০০০

ঢাকা কমার্স কলেজ

যারা ঢাকা বোর্ডের মধ্যে সেরা কলেজ গুলোর মধ্যে ভর্তি হতে চায় তাদের মধ্যে ঢাকা কমার্স কলেজে ভর্তি হওয়ার একটা প্রবণতা থাকে। কারণ এই কলেজে প্রতি বছরে ধারাবাহিকভাবে ভালো ফলাফল উপহার দিয়ে যাচ্ছে। এটি একটি বাণিজ্যিক কলেজ অর্থাৎ এখানে শুধুমাত্র বাণিজ্য শাখার ছেলেমেয়েরাই পড়াশোনা করতে পারেন। 2022 সালের ঢাকা বোর্ডের সেরা কলেজ এর তালিকায় ঢাকা কমার্স কলেজ দশম স্থানে রয়েছে। 

  • ওয়েবসাইট: https://www.dcc.edu.bd/
  • স্থাপিত:  ১৯৮৯
  • ছাত্র-ছাত্রী: ৭,০০০
  • মোবাইল:  88 02 9023338, 9004942, 9007945
  • ই-মেইল: dcc1989@dcc.edu.bd
  • ঠিকানা: Mirpur, Dhaka-1216, Bangladesh.

ঢাকা বোর্ডের সেরা 20 টি কলেজের তালিকা 2022

ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত বাংলাদেশের ঢাকা বোর্ডের সেরা 20 টি কলেজের তালিকা নিচে প্রদান করা হলো। উন্নত শিক্ষার মান, ভাল ফলাফল, এক্সট্রা কারিকুলাম একটিভিটিস ইত্যাদির উপর ভিত্তি করে নিচের ২০টি কলেজকে ঢাকা বোর্ডের সেরা কলেজের তালিকা স্থান দেওয়া হয়েছে। নিচে ঢাকা বোর্ডের সেরা 20 টি কলেজের তালিকা পর্যায়ক্রমে লিপিবদ্ধ করা হলো- 
  1. নটরডেম কলেজ
  2. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
  3. ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
  4. ঢাকা সিটি কলেজ
  5. রাজউক উত্তরা মডেল কলেজ
  6. হলি ক্রস স্কুল এন্ড কলেজ
  7. ঢাকা কলেজ
  8. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  9. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
  10. ঢাকা কমার্স কলেজ
  11. বি এ এফ শাহীন কলেজ ঢাকা
  12. রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
  13. মির্জাপুর ক্যাডেট কলেজ
  14. ন্যাশনাল আইডিয়াল কলেজ
  15. এসওএস হারম্যান মেইনার কলেজ
  16. ক্যামবিয়ান কলেজ
  17. শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
  18. শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ
  19. শামসুল হক খান স্কুল এন্ড কলেজ
  20. সরকারি বাংলা কলেজ

ঢাকা শহর এর সেরা ৩০টি কলেজের তালিকা ২০২২

এছাড়াও যদি আপনার মনে হয় উপরে বর্ণিত সেরা কলেজ গুলো বাদে আরো কিছু কলেজের নাম সাজেস্ট করেন তাহলে আমি নিচে বর্ণিত 30 টি কলেজ থেকে একটি কলেজ বেছে নেওয়ার পরামর্শ দিব। নিচে ঢাকা শহরের সেরা 30 টি কলেজের তালিকা 2022 প্রকাশ করা হলো। উপরে বর্ণিত ২০টি সেরা কলেজের পাশাপাশি এখানে আরও দশটি সেরা কলেজ কে সংযুক্ত করে মোট ৩০টি সেরা কলেজ  এর নাম প্রকাশ করা হলো। 
  1. নটরডেম কলেজ
  2. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
  3. ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
  4. ঢাকা সিটি কলেজ
  5. রাজউক উত্তরা মডেল কলেজ
  6. হলি ক্রস স্কুল এন্ড কলেজ
  7. ঢাকা কলেজ
  8. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  9. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
  10. ঢাকা কমার্স কলেজ
  11. বি এ এফ শাহীন কলেজ ঢাকা
  12. রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
  13. মির্জাপুর ক্যাডেট কলেজ
  14. ন্যাশনাল আইডিয়াল কলেজ
  15. এসওএস হারম্যান মেইনার কলেজ
  16. ক্যামবিয়ান কলেজ
  17. শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
  18. শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ
  19. শামসুল হক খান স্কুল এন্ড কলেজ
  20. সরকারি বাংলা কলেজ
  21. মাইলস্টোন কলেজ
  22. বাংলাদেশ হোম ইকোনমিক্স কলেজ
  23. বিসিআইসি কলেজ
  24. বিয়াম মডেল স্কুল ও কলেজ
  25. কলেজ অব হোম ইকোনমিক্স
  26. মন্নু ইন্টারন্যাশনাল কলেজ
  27. উইল্‌স‌ লিট্‌ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ
  28. স্কলার্স স্কুল এন্ড কলেজ
  29. বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ
  30. ঢাকা ইম্পেরিয়াল কলেজ

ঢাকা শহরের সেরা 10 টি সরকারি কলেজের তালিকা

ঢাকা শহরের মধ্যে বেশকিছু সরকারি কলেজ রয়েছে সেগুলো থেকে সেরা দশটি কলেজের তালিকা খুঁজে বের করে আপনার জন্য সেটা প্রকাশ করা হলো। সরকারি-বেসরকারি নামকরা কলেজ গুলোতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেগুলোতে বেশ খরচের ব্যাপার রয়েছে কিন্তু আপনি চাইলে সরকারি কলেজে ভর্তি হয়েও ভালো ফলাফল করতে পারেন। সেজন্যই ঢাকা বোর্ডের অধিভুক্ত ঢাকা শহরের মধ্যে সরকারি কলেজ গুলোর মধ্যে সবচেয়ে ভাল রেজাল্ট করেছে তারা তাদের নামের তালিকা নিচে প্রকাশ করা হলো। আশা করছি যারা ঢাকা শহরের মধ্যে ভালোমানের সরকারি কলেজের অনুসন্ধান করছেন তারা এখান থেকে একটা ভালো সমাধান হবে। 
  • সরকারি বাংলা কলেজ
  • কলেজ অব হোম ইকোনমিক্স
  • সরকারি বঙ্গবন্ধু কলেজ
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
  • সরকারি ধামরাই কলেজ
  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  • সরকারি বিজ্ঞান কলেজ
  • সরকারি দেবেন্দ্র কলেজ
  • সরকারি হরগঙ্গা কলেজ
  • সরকারি ইয়াছিন কলেজ

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads