হঠাৎ করে যদি আপনার জানতে ইচ্ছে হয় আজকে কি দিবস বাংলাদেশ অথবা সারা বিশ্বে তাহলে এই পোস্টে আপনাকে সহযোগিতা করবে। এই পোস্টে আমরা ২০২৩ সালের জুন মাসে বাংলাদেশ অথবা সারা বিশ্বে আজকে কি দিব সেই সম্পর্কে আলোচনা করেছি। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আজকে কি দিব সেটা জানার প্রয়োজন হয়। তাই যাদের হঠাৎ করে কৌতুহলবশত অথবা প্রয়োজনবশত আজকে কি দিব সেটা জানার প্রয়োজন বোধ করছেন তাদের জন্য জুন মাস ২০২৩ সালে দিবস সমূহের তালিকা পাশাপাশি আজকে কি দিবস সেটার একটি তালিকা প্রণয়ন করেছি।
জুন মাসের দিবস সমূহের মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ দিবস রয়েছে। যা আপনি নিচে তালিকা থেকে দেখে নিতে পারবেন। এই তালিকাতে আমরা জুন মাসের পরিপূর্ণ দিবস এর একটি পূর্ণাঙ্গ তালিকার প্রণয়ন করে দিয়েছি। আর এই তালিকাটি আমরা গ্রহণ করেছি উইকিপিডিয়া থেকে। যেহেতু উইকিপিডিয়া বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তাই তাদের সহযোগিতা নিয়ে জুন মাসের দিবস সমূহ অথবা আজকে কি দিবস বাংলাদেশে সেটি প্রণয়ন করেছি।
জুন মাসের দিবস সমূহ ২০২৩ । আজকে কি দিবস
আজকে কি দিবস সেটা জানার আগে দিবস কেন পালন করা হয় সেটা আমরা জেনে নেব। মূলত দিবস পালন করার পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে তা একে একে বর্ণনা করছি। কোন এক সময় হয়তো আমি কোন এক আর্টিকেল এটা পড়েছিলাম তাই আপনাদের সঙ্গে আবারো শেয়ার করছি। কোন একটি দিনকে ঐতিহাসিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য মূলত দিবস হিসেবে পালন করা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা আন্দোলন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য বাঙালিরা জীবন দিয়েছিল তাই এটিকে ঐতিহাসিকভাবে মনে রাখার জন্য আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
যদি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া না হতো তাহলে হয়তো আমরা আজ সেই ইতিহাস জানতে পারতাম না। ঐতিহাসিক দিনগুলোকে মনে রাখার জন্য অথবা নতুন প্রজন্মের কাছে পুরাতন ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য এই বিশেষ দিনগুলোকে বিশেষ দিবস হিসেবে পালন করা হয়।
এছাড়া আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস বিজয় দিবস এই দিবসগুলোকে যদি জাতীয়ভাবে স্বীকৃত দেওয়া না হতো তাহলে আমরা এই দিনগুলোর গুরুত্ব ভুলে যেতাম। আর প্রত্যেক বছর যখন এই দিনগুলো ফিরে আসে তখন আমরা আমাদের পুরাতন ইতিহাস আমাদের প্রবীনদের ত্যাগের বিনিময়ে আমরা যে দেশটি পেয়েছি অথবা এই সুন্দর পৃথিবী পেয়েছি সেটা মনে করতে পারতাম না। এসব কারণেই আন্তর্জাতিকভাবে বিভিন্ন দিবস খুবই গুরুত্বপূর্ণ।
তাই আপনি যদি আজকে কি দিবস সেটা সম্পর্কে কৌতুহল হয়ে থাকেন তাহলে এই জুন মাসে কবে কি দিব সেটা জানার জন্য আমাদের এই তালিকাটা আপনাকে সহযোগিতা করবে।
Day | Name | |
---|---|---|
জুন (First Friday) | National Donut Day (USA) | |
১ জুন | Global Day of Parents | |
১ জুন | বিশ্ব শিশু দিবস বা শিশু দিবস | |
১ জুন | বিশ্ব দুগ্ধ দিবস | |
২ জুন | আন্তর্জাতিক যৌনকর্মী দিবস | |
২ জুন | ফেস্তা দেল্লা রেপুবব্লিকা (ইতালি) | |
৩ জুন | বিশ্ব সাইকেল দিবস | |
৪ জুন | International Day of Innocent Children Victims of Aggression | |
৫ জুন | বিশ্ব পরিবেশ দিবস | |
৫ জুন | Danish Constitution Day | |
৬ জুন | ডি-ডে বা নরম্যান্ডি অবতরণ | |
৬ জুন | World Pest Day | |
৬ জুন | National Day of Sweden | |
৭ জুন | World Swift Day | |
৭ জুন | World Food Safety Day | |
৮ জুন | বিশ্ব মহাসাগর দিবস | |
৯ জুন | Coral Triangle Day | |
১০ জুন | Portugal Day | |
১০ জুন | World Art Nouveau Day | |
১১ জুন | Brazilian Navy Day | |
১২ জুন | Anne Frank Day | |
১২ জুন | International Shia Day | |
১২ জুন | শিশুশ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস | |
১২ জুন | Independence Day (Philippines) | |
১৩ জুন | International Albinism Awareness Day | |
১৪ জুন | বিশ্ব রক্তদাতা দিবস | |
১৫ জুন | Global Wind Day | |
১৬ জুন | Youth Day (South Africa) | |
১৬ জুন | International Day of the African Child | |
১৬ জুন | Bloomsday | |
১৭ জুন | World Day to Combat Desertification and Drought | |
১৭ জুন | Icelandic National Day | |
১৮ জুন | Autistic Pride Day | |
১৯ জুন or third Saturday of the month | জুনteenth | |
১৯ জুন | কাস্তে-কোষ দিবস | |
২০ জুন | বিশ্ব শরণার্থী দিবস | |
২০–২১ জুন (Solstice) | International Surfing Day | |
২১ জুন | International day of the Celebration of the Solstice | |
২১ জুন | World Humanist Day | |
২১ জুন | Go Skateboarding Day | |
২১ জুন | বিশ্ব সংগীত দিবস | |
২১ জুন | আন্তর্জাতিক যোগ দিবস | |
২১ জুন | International Day of Purpose | |
২১ জুন | National Indigenous Day (Canada) | |
২১ জুন | বিশ্ব জললেখবিজ্ঞান দিবস | |
২২ জুন | World Kidney Cancer Q&A Day | |
২৩ জুন | International Widow's Day | |
২৩ জুন | আন্তর্জাতিক জনসেবা দিবস | |
২৩ জুন | World Female Ranger Day | |
২৪ জুন | Take Your Dog to Work Day | |
২৪ জুন | Fête Nationale du Québec | |
২৫ জুন | World Vitiligo Day | |
২৬ জুন | International Day against Drug Abuse and Illicit Trafficking | |
২৬ জুন | United Nations International Day in Support of Victims of Torture | |
২৬ জুন | World Refrigeration Day | |
২৭ জুন | National PTSD Awareness Day | |
২৮ জুন | Tau Day | |
২৮ জুন (Also ২২ অক্টোবর) | CAPS LOCK DAY | |
২৯ জুন | CAPS LOCK DAY | |
৩০ জুন | International day of the tropics | |
জুন (first, second, or third Saturday) | Queen's Official Birthday | |
জুন (first Sunday) | National Cancer Survivors Day (US) | |
জুন (second Saturday) | World Wide Knit in Public Day | |
জুন (third Sunday) | পিতৃ দিবস (কিছু দেশে) | |
জুন (last Saturday) | Bundle Day (Switzerland) |