ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৩ জানার জন্য এই পোস্টটি সম্পূর্ণটি শুধুমাত্র আপনার জন্য। আমাদের মাঝে অনেকেই এমন রয়েছে যারা বাসের চেয়ে ট্রেনে ভমন করতে পছন্দ করি। যারা ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী দেওয়া হল। সেইসঙ্গে ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়ার তালিকাটিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচলের ক্ষেত্রে লোকাল ট্রেন এবং আন্তর জেলা ট্রেন রয়েছে এখানে আমরা উভয় শ্রেণীর ট্রেনের সময় তালিকা সংযুক্ত করে দিয়েছি।
ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচি ২০২৩ (আন্তঃনগর)
ট্রেনের নাম | প্রস্থান | আগমন | বন্ধ |
---|---|---|---|
৭০৭ - তিস্তা এক্সপ্রেস | সকাল ০৭:২০ | সকাল ১০:৩৫ | সোম |
৭৪৩ - ব্রহ্মপুত্র এক্সপ্রেস | সন্ধ্যে ০৬:০০ | রাত ০৯:৩০ | নেই |
৭৪৫ - যমুনা এক্সপ্রেস | বিকেল ০৪:৪০ | রাত ০৮:০০ | নেই |
৭৭৭ - হাওর এক্সপ্রেস | রাত ১১:৫০ | রাত ০৩:৫০ | বৃহঃ |
৭৩৫ - অগ্নিবীণা এক্সপ্রেস | সকাল ০৯:৪০ | দুপুর ১২:৩৭ | নেই |
৭৮৯ - মোহনগঞ্জ এক্সপ্রেস | দুপুর ০২:২০ | রাত ০৮:১০ | সোম |
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৩ (মেইল ট্রেন)
ট্রেনের নাম | প্রস্থান | আগমন |
---|---|---|
৪৮ - দেওয়ানগঞ্জ কমিউটার | ভোর ০৫:৪০ | সকাল ১১:৪৫ |
৫২ - জামালপুর কমিউটার | বিকেল ০৩:৪০ | সন্ধ্যে ০৬:১৫ |
৪৮ - ঈশা খাঁ এক্সপ্রেস | সকাল ১১:৩০ | রাত ০৯:৪৫ |
৪৪ - মহুয়া এক্সপ্রেস | সকাল ০৮:১০ | দুপুর ০২:৫০ |
৬৫ - ভাওয়াল এক্সপ্রেস | রাত ০৯:০০ | ভোর ০৫:৪০ |
অনেকে এমন রয়েছেন যারা বাসে ভ্রমণ করতে একদমই পছন্দ করেন না। বাসে ভ্রমণ করলে তাদের অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে। আবার অনেকেই এমন রয়েছেন যারা বাসে ভ্রমণ করলে প্রচুর বমি করেন। এই শ্রেণীর লোকেরা বেশিরভাগ ক্ষেত্রেই ট্রেনে ভ্রমণ করে থাকেন। এছাড়া ট্রেনে ভ্রমণ বেশ আরামদায়ক। পাশাপাশি ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে এক্সিডেন্ট বা দুর্ঘটনার সম্ভাবনা খুব কম। আমরা জানি বাংলাদেশে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়। সেই দিক থেকে ট্রেন দুর্ঘটনায় মানুষ মারা যাওয়ার হার নেই বললেই চলে।
আরো পড়ুনঃ
এসব বিষয় বিবেচনা করলে ট্রেন যাতায়াত খুবই আরামদায়ক এবং নিরাপদ। তবে বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনা নিয়ে অনেক সমালোচনা রয়েছে । তারপরেও যারা ট্রেনে ভ্রমণ করে তারা এটাকে খুব বেশি ইনজয় করে। তাই ট্রেনে ভ্রমণকারীদের সুবিধার জন্যই ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৩ এখানে সংযুক্ত করে দিয়েছি।
আরেকটা বিষয় বলি, বাসে ভ্রমণ একটু ব্যাস অপেক্ষা ট্রেন ভ্রমণের তুলনায়। পক্ষান্তরে বাসে ভ্রমণ দ্রুততম সময়ে গন্তব্যস্থলে পৌঁছানো যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। সর্বোপরি সবচেয়ে বেশি গুরুত্ব পায় যে দেশে সেটি হচ্ছে নিরাপত্তা বা সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া। যাইহোক নিচে ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৩ দেওয়া হল।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের টিকেটের দাম
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচির পাশাপাশি ভাড়ার মূল্য তালিকা দেওয়া হল। ট্রেন ভ্রমণের ক্ষেত্রে একটা সুবিধা হল আপনি বিভিন্ন ক্যাটাগরিতে টিকিট কাটতে পারবেন। যদি আপনার কাছে কম টাকা থাকে তাহলে কম মানের সিটের জন্য টিকেট কাটবেন আর যদি আপনার মনে হয় আপনি একটু আরামসে রিলাক্স করে ভ্রমণ করবেন সে ক্ষেত্রে দামি আরামদায়ক সিটের জন্য টিকেট কাটতে পারবেন। এখানে উভয় ক্যাটাগরির টিকেটের মূল্য তালিকা দেওয়া হলো। ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের টিকেটের দামের ক্ষেত্রে সবচেয়ে কম মূল্য টিকেট হচ্ছে 35 টাকা আর সবচেয়ে বেশি দামের এসি কেবিনের মূল্য হচ্ছে 483 টাকা।
আসনের শ্রেণী | টিকেট মূল্য |
---|---|
২য় শ্রেণী সাধারণ | ৩৫ টাকা |
২য় শ্রেণী মেইল | ৫০ টাকা |
কমিউটার | ৬০ টাকা |
সুলভ | ৭০ টাকা |
শোভন | ১২০ টাকা |
শোভন চেয়ার | ১৪০ টাকা |
১ম শ্রেণী চেয়ার | ১৮৫ টাকা |
স্নিগ্ধা | ২৭১ টাকা |
১ম শ্রেণী কেবিন | ২৮০ টাকা |
এসি সিট | ৩২২ টাকা |
এসি কেবিন | ৪৮৩ টাকা |