BA Full Meanign | img:freepik |
BA Full Meaning । BA এর পূর্ণরুপ কি ? এটা সম্পর্কে যারা জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের পোস্ট। খুব সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। BA Full Meaning । BA এর পূর্ণরুপ কি ? এটা জানবো পাশাপাশি BA সম্পর্কে আরো অনেক কিছু জানবো।
বিএ এর ফুল মিনিং BA Full Meaning । BA এর পূর্ণরুপ কি ?
BA = Bachelor of Arts
বিএ = ব্যাচেলর অফ আর্টস
BA বা Bachelor of Arts কি?
Bachelor of Arts হচ্ছে এক প্রকার ডিগ্রি। যেটিকে বলা যায় উচ্চ শিক্ষার ডিগ্রী। BA বা Bachelor of Arts ডিগ্রিটি তিন বছর মেয়াদী এবং চার বছর মেয়াদী উভয়টি রয়েছে। কোন কোন দেশে এটি তিন বছর মেয়াদে আবার কিছু দেশে এটি চার বছর । আমাদের বাংলাদেশ তিন বছর এবং চার বছর উভয় মেয়াদে এই ডিগ্রি অর্জন করা যায়। মানবিক থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করার পর যারা মানবিকের বিভিন্ন বিষয়ে চার বছর মেয়াদী ডিগ্রী অর্জন করে তাদেরকে বিএ অনার্স বা ব্যাচেলর অফ আর্টস এর সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শ্রেণী থেকে মানবিক বিভাগ থেকে পাশ করে মানবিক থেকে তিন বছর মেয়াদী ডিগ্রী কোর্স সম্পন্নকারীদেরকে BA পাস কোর্সের সার্টিফিকেট প্রদান করা হয়।