কোন নামাজ কত রাকাত img: freepik.com |
কোন নামাজ কত রাকাত সে সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আল্লাহ তায়ালার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করে থাকি। অনেকের মনে প্রশ্ন কোন নামাজ কত রাকাত, আর নিশ্চয়ই আপনার মনের প্রশ্ন তাইতো আপনি এ পর্যন্ত এসেছেন। অর্থাৎ কোন নামাজ কত রাকাত সেটা জানার জন্য ইন্টারনেটে সার্চ করে আমাদের এই পোস্টে এসেছেন। তাই আলোচনা দীর্ঘায়িত না করে সরাসরি আপনাদেরকে বলে দিচ্ছি কোন নামাজ কত রাকাত।
ফজর নামাজ কত রাকাত । কোন নামাজ কত রাকাত
পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজ হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজে মুসল্লিরা ভোরবেলা মসজিদে যেয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে থাকে। আর বাংলাদেশের নারীরা সাধারণত ঘরে বসেই ফজরের নামাজ আদায় করে থাকেন। ফজরের নামাজ মোট চার রাকাত। ফজরের নামাজ কয় রাকাত তার নিচে দেওয়া হল-
১. দুই রাকাত সুন্নত
২. দুই রাকাত ফরজ
জোহরের নামাজ কয় রাকাত। কোন নামাজ কত রাকাত
জোহরের নামাজের ফরজ অংশটুকু ইমামের সঙ্গে মুসল্লিরা আদায় করে থাকেন। তবে নামাজ আদায়কারী ব্যক্তি যদি মুসাফির হন তাহলে চার রাকাত ফরজের জায়গায় দুই রাকাত পড়তে পারবেন এছাড়া মুসাফির ব্যক্তি চাইলে সুন্নত বাদ দিতে পারেন। যোহরের নামাজ শুক্রবারে জুম্মার নামাজ হিসেবে আদায় করা হয় এবং এদিন ফরজ দুই রাকাত নামাজ আদায় করা হয়। জুম্মা এবং যোহরের নামাজের শুরুর সময় এবং শেষ সময় একই রকম। জোহরের নামাজ সর্বমোট কয় রাকাত তার নিচে দেওয়া হল-
১. প্রথমে চার রাকাত সুন্নত
২. এরপর চার রাকাত ফরজ
৩. তারপর দুই রাকাত সুন্নত
৪. কেউ কেউ আরো দুই রাকাত নফল আদায় করে থাকেন
নফলসহ জোহরের নামাজ মোট ১২ রাকাত আদায় করতে হয়।
আসরের নামাজ কয় রাকাত। কোন নামাজ কত রাকাত
আসরের নামাজের ক্ষেত্রে চার রাকাত সুন্নত এবং চার রাকাত ফরজ মোট আট রাকাত নামাজ আদায় করতে হয়। ফরজ নামাজ অবশ্যই মসজিদে ইমামের নেতৃত্বে আদায় করতে হবে। মুসাফির ব্যক্তি ফরজ নামাজের ক্ষেত্রে দুই রাকাত আদায় করতে পারবে।
১. প্রথমে চার রাকাত সুন্নত
২. এরপর চার রাকাত ফরজ
মাগরিবের নামাজ কয় রাকাত। কোন নামাজ কত রাকাত
মাগরিবের নামাজ সর্বমোট ৭ রাকাত আদায় করতে হয়। যেখানে তিন রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত এবং সর্বশেষ দুই রাকাত নফল। ফরজ নামাজ অবশ্যই ইমামের নেতৃত্বে আদায় করতে হবে আর যদি নামাজ আদায় করে ব্যক্তি মুসাফির হয় তাহলে শুধুমাত্র তিন রাকাত ফরজ নামাজ আদায় করলেই হবে।
১. প্রথমে তিন রাকাত ফরজ
২. এরপর দুই রাকাত সুন্নত
৩. সর্বশেষ দুই রাকাত নফল
আপনার জন্য আরো লেখা
এশার নামাজ কয় রাকাত। কোন নামাজ কত রাকাত
এশার নামাজের ক্ষেত্রে প্রথমে চার রাকাত সুন্নত আদায় করতে হয়। সুন্নাহ তাদের পর ইমামের নেতৃত্বে চার রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। প্রত্যেক মুসলমানের উপর ফরজ নামাজ ইমামের নেতৃত্বে জামাতের সঙ্গে আদায় করা আবশ্যক। এরপর দুই রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয়। সুন্নতের পর অনেকেই দুই রাকাত নফল আদায় করে থাকেন তবে এটি কোন দলিল দ্বারা প্রমাণিত নয়।
১. প্রথমে চার রাকাত সুন্নত
২. এরপর চার রাকাত ফরজ
৩. তারপরে দুই রাকাত সুন্নত
৪. সর্বশেষ কেউ কেউ দুই রাকাত নফল আদায় করে থাকেন
বেতের নামাজ কয় রাকাত । কোন নামাজ কত রাকাত
এশার নামাজের সঙ্গে যদিও বেতের নামাজের কোন সম্পৃক্ততা নেই তারপরও অনেকেই এশার নামাজ শেষ করে বেতের নামাজ আদায় করে থাকেন। এশার নামাজের পর বিতরের নামাজ না পড়ে বরং রাতের একাংশে তাহাজ্জুতের নামাজ আদায় করে তারপর বেতের নামাজ আদায় করা উত্তম। যাদের প্রচুর ঘুম রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না তারা এশার নামাজের পর বেতের নামাজ আদায় করে নেওয়া উত্তম।
হাদীস দ্বারা প্রমাণিত বেতের নামাজ এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত পড়া যায়। অর্থাৎ বেতের নামাজের ক্ষেত্রে বিজোড় সংখ্যক রাকাত নামাজ আদায় করা যায়।
এখন সময় রাতটা আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন। যারা নামাজ সম্পর্কে এই প্রশ্নটি করেছিলেন আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আমরা মুসলমান আমাদের উপর নামাজ পড়া আবশ্যক। আমরা প্রত্যেকেই চেষ্টা করব সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং আমাদের এবাদত গুলো তার দরবারে কবুল করুন। প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক সবাইকে কবুল করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন।