হাতের লেখা সুন্দর করার কৌশল

হাতের লেখা সুন্দর করার কৌশল
হাতের লেখা সুন্দর করার কৌশল

হাতের লেখা সুন্দর করার কৌশল সম্পর্কে আমাদের আজকের আলোচনা। সুন্দর হাতের লেখা প্রত্যেকের কাছেই পছন্দের একটি বিষয়। আমাদের মাঝে অনেকেই এমন আছে যাদের ছোটবেলা থেকে হাতের লেখা অনেক সুন্দর এবং এর জন্য স্কুল মাদ্রাসাতে শিক্ষকদের আলাদা স্নেহ পেত। এছাড়া সুন্দর হাতের লেখার জন্য পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাওয়ার সুযোগ তো রয়েছেই। কারন একজন শিক্ষক যখন অনেক খাতা দেখেন তার মধ্যে যার হাতের লেখা সুন্দর তার খাতাটি খুব যত্ন সহকারে দেখেন এবং তাকে একটু নাম্বার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। 

যদি আপনি মনে করেন যে আপনি এখন আর ছোট নেই তাই হাতের লেখা সুন্দর করা সম্ভব নয়। তাহলে আমি বলব এই ধারণাটি ভুল কারণ মানুষ ইচ্ছা করলেই যে কোন বিষয়ের রপ্ত করতে পারে। ছোটবেলা হাতের লেখা খারাপ ছিল বলে বড় হলে হাতের লেখা সুন্দর করা যাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা। আজকে হাতের লেখা সুন্দর করার বেশ কিছু কৌশল আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা হাতের লেখা সুন্দর করার কৌশল শিখতে চাচ্ছেন আশা করছি আজকে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। 

হাতে লেখা সুন্দর করার কৌশল  ১: হাতের লেখা নকল করা

যদি আপনি হাতের লেখা সুন্দর করতে চান তাহলে আপনার আশেপাশে যাদের হাতের লেখা সুন্দর তাদের যেকোনো একজনে হাতের লেখা আপনি নকল করতে পারেন। সেজন্য আপনি প্রয়োজনে তার কাছ থেকে তার হাতের লেখার নমুনার একটি পাতা নিন। তারপর তার হাতের লেখা হুবহু লেখার চেষ্টা করুন। প্রথম কিছুদিন হয়তো তার মত লিখতে পারবেন না তবে ধীরে ধীরে লিখলে তার মত হবে। প্রয়োজনে সময় নিয়ে ধীরে ধীরে তার মতো করে লেখার চেষ্টা করুন। 

হাতে লেখা সুন্দর করা কৌশল ২: অনুশীলন অনুশীলন অনুশীলন

অনুশীলন যেকোনো কাজকেই সহজ করে দিতে পারে। আমাদের ভেতরে যদি সংকল্প থাকে যে আমরা হাতের লেখা সুন্দর করতে চাই তাহলে অবশ্যই অনেক বেশি অনুশীলন করতে হবে। হাতের লেখা সুন্দর করার জন্য বেশি বেশি অনুশীলন করতে হবে। আপনি যার হাতের লেখা নকল করছেন তার মত করে বেশি বেশি লিখতে হবে। যে কোন কিছু লেখার সময় হোক সেটা অফিসিয়াল কাজ অথবা পরীক্ষার হলে কিংবা বন্ধুকে চিঠি লেখা যে কোন কাজে যেকোনো একটি হাতের লেখার নমুনা অনুসরণ করে অনুশীলন করতে থাকুন। 

হাতের লেখা সুন্দর করার কৌশল ৩: লাইন সোজা করে লেখা

যখন আমরা লিখব অবশ্যই চেষ্টা করব লাইন সোজা করে রাখা। যদি লেখার সময় প্রত্যেকটা লাইন সোজা করে লিখি তাহলে অবশ্যই হাতে লেখা সুন্দর হতে বাধ্য। যদি লাইন সোজা করে লিখতে আপনার অসুবিধা হয়। তাহলে প্রয়োজনে পেন্সিল দিয়ে দাগ টেনে নিন। অল্প কিছুদিন এভাবে প্র্যাকটিস করুন আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে এবং পরবর্তীতে আর দাগ দিতে হবে না। 

হাতের লেখা সুন্দর করার কৌশল ৪: অক্ষরগুলো সঠিকভাবে লিখুন

হাতের লেখা সুন্দর করার কৌশল গুলোর মধ্যেও অন্যতম আরো একটি কৌশল হচ্ছে বাংলা বর্ণমালাগুলো সঠিকভাবে লিখা। আমরা প্রত্যেকেই বাংলা বর্ণমালা চিনি কিন্তু লেখার সময় বর্ণমালা গুলো যদি সঠিক আকৃতিতে না লিখে তাহলে হাতের লেখা খারাপ হওয়াটাই স্বাভাবিক। তাই সুন্দর করে লিখতে হলে চেষ্টা করুন আদর্শ বর্ণমালার আকৃতিতে প্রত্যেকটি অক্ষর সুন্দর করে লেখার জন্য। যদি প্রত্যেকটি অক্ষর তার স্বতন্ত্র আকৃতিতে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি তাহলে হাতের লেখা অবশ্যই সুন্দর হবে। 

হাতের লেখা সুন্দর করার কৌশল ৫: সময় নিয়ে লিখুন

আমরা হাতের লেখা সুন্দর করতে চাই আবার অনেক দ্রুত লিখতে চাই।  যদি আপনার হাতের লেখা খারাপ হয় আর যদি সেটা ভালো করতে চান তাহলে প্রথমদিকে আস্তে আস্তে সময় নিয়ে লিখতে হবে। আস্তে আস্তে সময় নিয়ে সুন্দর হাতের লেখার কৌশল আয়ত্ত করুন এবং পরবর্তীতে সেটাকে দ্রুত লেখার চেষ্টা করুন। 

হাতে লেখা সুন্দর করার কৌশল ৬: সঠিক পজিশনে বসে লিখুন

সুন্দর করে লিখতে হলে অবশ্যই যখন বসে লিখব তখন বসার অবস্থানটিও ঠিক থাকতে হবে। যদি আমরা ডান হাতে লিখি তাহলে বাম হাতে অন্যান্য সরঞ্জামাদি নিয়ন্ত্রণ করতে হবে। শরীরের সম্পূর্ণ ভর কলমের উপর না দিয়ে বরং হাতের বাহু কনুই এগুলোর উপর ভর দিতে পারেন। শক্ত করে কলম না ধরে আলতো করে কলম ধরুন । হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে অন্যতম একটি উপায় এটি।

হাতে লেখা সুন্দর করার কৌশল ৭: হাতের লেখা সুন্দর করার প্রশিক্ষণ নিন

আপনি চাইলে আপনার হাতের লেখা সুন্দর করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেগুলো সহযোগিতা নিতে পারেন। হাতের লেখা সুন্দর করার কৌশল শেখানোর জন্য বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে । অফলাইনে এবং অনলাইনে উভয় প্লাটফর্মেই হাতের লেখা সুন্দর করার কৌশল শেখার ইনস্টিটিউট রয়েছে। বাংলাদেশের অন্যতম অনলাইন শিক্ষা প্লাটফর্ম টেন মিনিট স্কুলেও হাতে লেখা সুন্দর করার কৌশল শেখার কোর্স রয়েছে। 
শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads