ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যে সকল বিষয় করণীয় রয়েছে পাশাপাশি ভর্তির সময়সূচী এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সহ এর তালিকা সকল তথ্য দেখার জন্য এই লিংকে ক্লিক করুন।
https://drive.google.com/file/d/1DBLV_rODus78MsXzo8lVb1UwQ47F3NCl/view
বুয়েটে মেধা তালিকায় যারা রয়েছে
এবারের বইয়ের ভর্তি পরীক্ষার ফলাফলে প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী শাফিন আহমেদ। এছাড়া স্থাপত্য বিভাগের প্রথম হয়েছে সাফওয়ান শরীফ।
মেধা তালিকার লিংকঃ https://drive.google.com/file/d/1-t7GkTCeRNAyp1IdYZbsLctefWGOjAEw/view
চূড়ান্ত মেধা তালিকাঃ https://drive.google.com/file/d/1uWHjRN0p0gjfiCVp0I4soelWZkOkq77i/view
বুয়েটের ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
বুয়েট বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২২ শিক্ষাবর্ষের যারা স্নাতক ভর্তি হওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষা মান রয়েছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের জন্য বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া রয়েছে। এ বছর ভর্তির জন্য ১৯৭৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছেন।
বুয়েটের ভর্তির পরীক্ষার ফলাফল ২০২৩ যেখানে পাওয়া যাবে: https://www.buet.ac.bd
বুয়েটের বিভাগ ভিত্তিক ফলাফল ২০২৩
বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৩
গত দশই জন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং প্রকৌশল বিভাগসমূহ এর জন্য মডিউল এ, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য মডিউল বি ২ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বুয়েটের ভর্তি পরীক্ষায় সাধারণত প্রাক নির্বাচনী এবং মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ দুই ধাপে অনুষ্ঠিত হয়। সে অনুসারে গত 20 মে প্রাথমিক প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পায় ১৮ হাজার ২২৫ জন শিক্ষার্থী। পাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ফলাফলের মেধাগ্রম অনুসারে প্রতি শিফটের প্রথম থেকে ৩ হাজার তম পর্যন্ত মোট দুই শিফটে মডিউলে এবং মডিউল বি অনুসারে মোট 622 জন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ পায়। যেখানে ছেলে শিক্ষার্থী ছিল 4618 জন এবং মেয়ে শিক্ষার্থী ছিল ১৪০৪ জন।
এবারের ভর্তি পরীক্ষায় কেমিক্যাল এবং মেটেরিয়ালস কৌশল, পুরো কৌশল, যন্ত্র কৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এছাড়া স্থাপত্য ও পরিকল্পনা ঔষধের অধীনে ১৩ টি বিভাগে স্নাতক ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
এবারে ভর্তি পরীক্ষায় প্রকৌশল বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ স্থাপত্য বিভাগের জন্য একটি করে সংরক্ষিত আসন সহ সর্বমোট 1309 টি আসনের জন্য ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে।