ফজরের নামাজ কত রাকাত img:freepik.com |
ফজরের নামাজ কয় রাকাত অথবা ফজরের নামাজ কত রাকাত এটা সম্পর্কে অনেকে ইন্টারনেটে সার্চ করেন। হয়তো আপনি গুগল মামার পেজ থেকে আমাদের পেজে চলে এসেছেন। যাইহোক আজকে আমরা ফজরের নামাজ কত রাকাত অথবা ফজরের নামাজ কয় রাকাত এ সম্পর্কে আলোচনা করব পাশাপাশি ফজরের নামাজ পড়ার নিয়ম আরো কিছু খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা ফজরের নামাজ কয় রাকাত সেটা জানেন না তাদের জন্য আশা করছি এই পোস্টটি খুব উপকারে আসবে। ফালতু বকবক না করে চলুন মূল কথায় চলে যাই।
ফজরের নামাজ কয় রাকাত। ফজরের নামাজ কত রাকাত
ফজরের নামাজের সময়। ফজরের নামাজের ওয়াক্ত
ফজরের নামাজের সুন্নত আগে নাকি ফরজ আগে
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পূর্বে দুই রাকাত সালাত পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু অপেক্ষা উত্তম[সহীহ মুসলিম – ৭২৫; মিশকাত – ১১৬৮]
তবে যদি ফরজ নামাজের একামত শুরু হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে সুন্নত নামাজ পড়ে আদায় করতে হবে। এ ব্যাপারে দলিল স্বরূপ দুটি হাদিস পেশ করছি আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন: -
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সালাতের ইক্বামত দেওয়া হবে তখন ফরজ সালাত ব্যতীত আর কোন সালাত নেই।[সহীহ মুসলিম – ৭১০; মিশকাত – ১০৫৮]
অপর একটি হাদিসে রয়েছে
ক্বায়স ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের সালাতের পর এক ব্যক্তিকে দুই রাকাত সালাত আদায় করতে দেখলেন। অতঃপর তিনি বললেন, ফজরের সালাত দুই রাকাত। তখন ওই ব্যক্তি বলল ফজরের পূর্বে দুই রাকাত আদায় করি নি। তাই এখন সেই দুই রাকাত আদায় করলাম। অতঃপর রাসূল সাঃ চুপ থাকলেন। [আবু দাউদ – ১২৬৭; মিশকাত – ১০৪৪]