নববর্ষ উদযাপনের জন্য কেমন আয়োজন চলছে তা জানিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখ ।

পত্র লিখনঃ নববর্ষ উদযাপনের জন্য কেমন আয়োজন চলছে তা জানিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখ ।

নববর্ষ উদযাপনের জন্য কেমন আয়োজন চলছে তা জানিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখ ।

পত্র লিখন

২০/১২/২০২০ ইং

৩৯ পুরানা পল্টন, ঢাকা।

স্নেহের সবুজ, 

পত্রে আমার আদর ও দোয়া নিও। আশা করি ভালো আছ। শুনে খুশি হবে যে, আসছে ১ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু করেছি। আমরা আমাদের অধিকাংশ অনুষ্ঠান নিজ বিদ্যালয় মাঠে সম্পন্ন করার ইচ্ছা রাখি। আমাদের অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ইত্যাদি। আমি নিজে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করব। তাছাড়া সংগীত সন্ধ্যায় আমরা সমবেত কণ্ঠে সূচনা সংগীত হিসেবে পরিবেশন করব "এসো হে বৈশাখ, এসো এসো”। তবে আমি কোনোপ্রকার খেলাধুলায় অংশ নেব না। আমাদের অনুষ্ঠানগুলোতে প্রধান অতিধি থাকবেন ঢাকা জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিশেষ অতিথি থাকবেন আমাদের বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মহোদয়।

প্রত্যেকটি বিভাগের জন্য পৃথক পুরস্কারের ব্যবস্থা থাকবে। নববর্ষ উদযাপনকে সামনে রেখে বিদ্যালয়ের মাঠকে সাজিয়েছি নতুন সাজে। ঐদিন আমরা সবাই নতুন পোশাকে সজ্জিত হয়ে একত্রিত হব। ছোটবড় সবাই মিলে মজা করব এবং পান্তা ভাত ও ভাজা ইলিশের আয়োজন করব। সম্ভব হলে তুমি আগের দিন চলে এসো। আমি ভালো আছি। মা-বাবাকে সালাম দিও। রীতিমতো পড়াশোনা করো।

ইতি-

তোমার ভাইয়া

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads