গ্রীন ইউনিভার্সিটি খরচ, টিউশন ফি, ভর্তি খরচ

গ্রীন ইউনিভার্সিটি খরচ, টিউশন ফি, ভর্তি খরচ
গ্রীন ইউনিভার্সিটি খরচ

গ্রীন ইউনিভার্সিটি খরচ  সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। গ্রীন ইউনিভার্সিটি খরচ হচ্ছে বহুল অনুসন্ধানমূলক একটি প্রশ্ন। যদিও গ্রিন ইউনিভার্সিটির খরচ সম্পর্কে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সবকিছু দেওয়া রয়েছে। তারপরেও সরল মানুষ ডট কম পাঠকদের জন্য আমরা গ্রিন ইউনিভার্সিটির খরচ, ভর্তি পদ্ধতি, টিউশন ফি, ভর্তি খরচ প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। 

গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এটি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি  ২০০৩ সালে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর অধীনে প্রতিষ্ঠিত হয়।তবে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা মূলত  ২০১১ সাল থেকে  যখন  ইউএস-বাংলা গ্রুপ গ্রিন ইউনিভার্সিটি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে।

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে এটি অন্যতম।ইতিমধ্যে  মানসম্মত শিক্ষা জন্য বিশ্ববিদ্যালয় টি অনেক সুনাম অর্জন করেছে। ইউনিভার্সিটির ক্যাম্পস টিও নান্দনিক সৌন্দর্য্য ঘেরা।শিক্ষার্থীদের মেধা বিকাশে গ্রন্থাগার সুবিধা রয়েছে। গ্রন্থাগারে দেশী-বিদেশী বই রয়েছে।এছাড়া মিডিয়া, বিতর্ক, ক্রিয়া, ব্যাবসা,ল এর মত প্রায় ১৬ ক্লাব আছে।

বাংলাদেশের ১০৮ টি বেসরকারি ইউনিভার্সিটি মধ্যে গ্রীন ইউনিভার্সিটি টপ ২২ এ অবস্থানে আছে।অধ্যয়নরত শিক্ষার্থী প্রায় ১৩ হাজারের বেশি। 

গ্রীন ইউনিভার্সিটি খরচ  

গ্রীন ইউনিভার্সিটি খরচ বিভিন্ন সাবজেক্টের উপর বিভিন্ন ধরনের হয়ে থাকে। নিচে গ্রিন ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অনুযায়ী খরচের তালিকা তুলে ধরা হলো। এখানে যে তালিকাটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ টোটাল খরচের তালিকা। তবে যাদের মাধ্যমে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল ভালো তারা স্কলারশিপ এর মাধ্যমে এখান থেকে টিউশন কি অনেকটাই কমাতে পারবে। গ্রিন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে সেটা সুস্পষ্টভাবে লেখা রয়েছে। 

  • BSc in EEE-528500/-
  • BSc in CSE-658100/-
  • BSc in Textile-507050/-
  • BBA-530500/-
  • LL.B (Hons)-656500/-
  • BA (Hons) in JMC-406700/-
  • BA (Hons) in English-420800/-
  • BSS (Hons) in Sociology-285500/-

Permanent campus । গ্রীন ইউনিভার্সিটি খরচ

  • Purbachal American city(kanchon,Rupganj)
  • Main campus
  • 220/D,Begum Rokeya sharani
  • (300 meter North side of IDB Bhaban) Dhaka-1207 Bangladesh

GuB  তে শিক্ষা বছরকে তিনটি সেমিস্টারে ভাগ করা হয়েছে, তা নিম্নরুপ:

  • বসন্ত: জানুয়ারি থেকে এপ্রিল
  • গ্রীষ্মকাল: মে থেকে আগস্ট
  • বসন্ত: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর

গ্রীন ইউনিভার্সিটি ভর্তি খরচঃ ভর্তির পদ্ধতি

GUB-তে বিভিন্ন প্রোগ্রামে নথিভুক্ত হওয়ার আগে সম্ভাব্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মুখোমুখি হতে হবে। কিন্তু যারা এসএসসি এবং এইচএসসিতে 8.00 বা তার বেশি জিপিএ পেয়েছেন তারা বিজ্ঞান ও প্রকৌশল প্রোগ্রামের ভর্তি পরীক্ষা থেকে অব্যাহতি পাবেন এবং

যারা এসএসসি এবং এইচএসসিতে 7.00 বা তার বেশি জিপিএ পেয়েছেন তারাও কলা, ব্যবসা এবং সামাজিক বিজ্ঞান প্রোগ্রামের ভর্তি পরীক্ষা থেকে অব্যাহতি পাবেন।

 গ্রীন ইউনিভার্সিটি ভর্তি খরচ সরাসরি ভর্তি:

  • > সিএসইতে বিএসসি, ইইইতে বিএসসি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে বিএসসির জন্য:এসএসসি এবং এইচএসসি বা সমমানের মোট জিপিএ 8.0 বা তার বেশি ।
  • > এলএলবি (অনার্স) এর জন্য SSC এবং HSC বা সমমানের মোট GPA 7.50 বা তার বেশি 
  • > ইংরেজিতে বিবিএ, বিএ (অনার্স), সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) এবং সাংবাদিকতা ও মিডিয়া কমিউনিকেশন প্রোগ্রামে বিএসএস (অনার্স) এর জন্য: এসএসসি এবং এইচএসসি বা সমমানের মোট জিপিএ 7.0 বা তার বেশি 

ভর্তি পরীক্ষা প্রয়োজন:

> সিএসইতে বিএসসি, ইইইতে বিএসসি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে বিএসসির জন্য: SSC এবং HSC বা সমমানের ক্ষেত্রে মোট GPA 8.00 এর নিচে থাকা প্রার্থীদের

> ইংরেজিতে বিবিএ, বিএ (অনার্স), সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) এবং সাংবাদিকতা ও মিডিয়া কমিউনিকেশন প্রোগ্রামে বিএসএস (অনার্স) এর জন্য: SSC এবং HSC বা সমমানের ক্ষেত্রে মোট GPA 7.00 এর নিচে থাকা প্রার্থীদের

> এলএলবি (অনার্স) এর জন্য:  SSC এবং HSC বা সমমানের ক্ষেত্রে মোট GPA 7.50 এর নিচে থাকা প্রার্থীদের

গ্রীন ইউনিভার্সিটির স্নাতক প্রোগ্রামের লিস্ট, ক্রেডিট,সেমিস্টার ওডিউরেশনঃ

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ 

১. বিএ (অনার্স) 

  • মোট ক্রেডিট ১৪১
  • মোট সেমিস্টার ০৮
  • ডিউরেশন ৪ বছর

২. সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স)

  • মোট ক্রেডিট১৪০
  • মোট সেমিস্টার ০৮
  • ডিউরেশন ৪ বছর

 ৩.সাংবাদিকতা ও মিডিয়া কমিউনিকেশনে বিএসএস (অনার্স)

  • মোট ক্রেডিট ১৪১
  • মোট সেমিস্টার ০৮
  • ডিউরেশন ০৪ বছর

বিজনেস স্টাডিজ অনুষদ

১. ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 

  • মোট ক্রেডিট ১৪০
  • মোট সেমিস্টার ০৮
  • ডিউরেশন ৪ বছর

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

 ১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

  • (CSE-Regular) 
  • মোট ক্রেডিট ১৪৪
  • মোট সেমিস্টার ০৮
  • ডিউরেশন ৪ বছর

২. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি

  • (CSE-উইকএন্ড) 
  • মোট ক্রেডিট ১৩১
  • মোট সেমিস্টার ১০
  • ডিউরেশনঃ৩.৩ বছর

 ৩. বিএসসি ইন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

  • (EEE-নিয়মিত) 
  • মোট ক্রেডিট ১৩০.৫
  • মোট সেমিস্টার ১০
  • ডিউরেশন  ৩.৪

৪. বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

  • (EEE-উইকএন্ড)
  • মোট ক্রেডিট ১৪৪
  • মোট সেমিস্টার ১০
  • ডিউরেশন ৩.৪ বছর

৫. বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং  (নিয়মিত)

  • মোট ক্রেডিট ১৬১
  • মোট সেমিস্টার ৮
  • ডিউরেশন ৪ বছর

৬. বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং  (উইকএন্ড)

  • মোট ক্রেডিট ১৩৪
  • মোট সেমিস্টার ১০
  • ডিউরেশন ৩.৪ বছর

আইন অনুষদ

  • ১ এলএলবি (অনার্স) 
  • মোট ক্রেডিট ১৪০
  • মোট সেমিস্টার ৮
  • ডিউরেশন ৪ বছর

গ্রীন ইউনিভার্সিটি ভর্তি খরচঃ

  • ভর্তি ফি 20000/-*
  • আবেদনপত্র 1000/-
  • আইডি কার্ড 400/-
  • বৃত্তি ফর্ম 100/- (অফেরতযোগ্য) 

গ্রীন ইউনিভার্সিটি ভর্তি খরচ এর অন্যান্য ফি

  • নন-ক্রেডিট কোর্স এবং পরীক্ষার ফি
  • EAP 009 2500/-
  • ব্রিটিশ কাউন্সিল পরীক্ষার ফি-
  • PSD 400 500/-
  • ফেরতযোগ্য ফি
  • লাইব্রেরি সতর্কতা ফি 2000/-

1 স্নাতক প্রোগ্রামগুলির জন্য এসএসসি এবং এইচএসসিতে সম্মিলিত জিপিএর উপর ভিত্তি করে জমাকৃত ফি (রেজিস্ট্রেশন ফি + টিউশন ফি + লাইব্রেরি এবং আইটি পরিষেবা ফি)

এসএসসি ও এইচএসসি জিপিএর উপর স্কলারশিপের প্রক্রিয়াঃ 

 স্নাতক প্রোগ্রামগুলির জন্য এসএসসি এবং এইচএসসিতে সম্মিলিত জিপিএর উপর ভিত্তি করে সংগৃহীত ফি (রেজিস্ট্রেশন ফি + টিউশন ফি + লাইব্রেরি এবং আইটি পরিষেবা ফি) স্কলারশিপ  দেওয়া হয়

  • মোট GPA 10 (All A+) থাকলে ১০০%
  • মোট GPA 10 থাকলে ৬০%
  • মোট GPA (8-9.99)থাকলে ৪০%
  • মোট GPA(7-7.99)থাকলে ৩০%
  • মোট GPA ( 5-6.99)থাকলে ১০%

গ্রীন ইউনিভার্সিটি খরচ  সম্পর্কে আরও জানার জন্য

Main Campus:
220/D, Begum Rokeya Sarani,
Dhaka -1207, Bangladesh

Permanent campus:
Purbachal American city
(kanchon, Rupganj).
01324713502
01324713503
01324713504
01324713505
01324713506
01324713507
01324713508

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads