হাড় ক্ষয় হলে কি খেতে হবে বিস্তারিতভাবে জেনে নিন

হাড় ক্ষয় হলে কি খেতে হবে
হাড় ক্ষয় হলে কি খেতে হবে

হাড় ক্ষয় হলে কি খেতে হবে তা অনেকেই জানতে চাচ্ছেন। তাই আজকে আমরা আলোচনা করব হার ক্ষয় হলে কি খেতে হবে এটি সম্পর্কে। 

হাড় ক্ষয় একটা জটিল রোগ। হাড় ক্ষয় রোধ করার জন্য স্বাস্থ্য সচেতন হওয়া খুবই জরুরী। যদিও হাড় ক্ষয় রোগের থেকে মুক্তি পাওয়া সহজ নয়। সাধারণত অত্যধিক পরিশ্রম, অনিয়মিত খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর খাবার না গ্রহণ করা, শারীরিক বা ক পরিশ্রমের অভাব ইত্যাদি কারণে অল্প বয়সেই হাড় ক্ষয়জনিত রোগের দেখা দিতে পারে। একজন সুস্থ সবল মানুষের হার মজবুত এবং শক্তিশালী হওয়া খুবই জরুরী। 

নিজেকে চঞ্চল এবং উৎফুল্ল রাখলেই হবে না পাশাপাশি হাড় এবং পেশির যত্ন নিতে হবে। সেজন্য স্বাস্থ্য গুণসমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া প্রয়োজন রয়েছে। আমরা মনে করি যে শুধুমাত্র মাছ মাংস ডিম এগুলোই স্বাস্থ্যকর খাবার কিন্তু স্বাস্থ্যকর খাবার বলতে আরো অনেক কিছু বোঝায়। এগুলো একপ্রকার আমিষ জাতীয় খাবার শুধুমাত্র আমি সেই যে অনেক পুষ্টিগুণ রয়েছে তা কিন্তু নয়। আমি খাবারের উপাদান গুলোর মধ্যে একটি উপাদান মাত্র আমি ছাড়া নিরামিষেও রয়েছে। 

হাড় ক্ষয় হলে কি খেতে হবে 

সবুজ শাকসবজিঃ হাড় ক্ষয় হলে কি খেতে হবে এটা নিয়ে প্রশ্ন করলে শাক সবজির মধ্যে আপনি পালং শাক, পুঁইশাক, সরষে শাক খেতে পারেন। এ ধরনের যত শাক সবজি রয়েছে সেগুলো হাড় গঠনে বেশ কার্য কার্যকর। যেহেতু এসব খাবার ক্যালসিয়াম রয়েছে তাই এটি হার গঠনে সহায়তা করে। 

টক দই খেতে পারেনঃ ক্যালসিয়ামে ভরপুর আরেকটি খাবার হচ্ছে টক দই। ক্যালসিয়ামের পাশাপাশি এটিতে রয়েছে পটাশিয়াম, ফসফেরাস, ভিটামিন বি টুয়েলভ এর মত পুষ্টিগুণ। তাই হার গঠনে টক দই কে প্রাধান্য দিতে পারেন। 

সাইট্রাস জাতীয় ফলঃ সাইট্রাস জাতীয় ফল বলতে আমরা যেগুলোকে বোঝাই তা হচ্ছে আঙ্গুর, কমলালেবু, আনারসের মত এ জাতীয় আরো যত ফল আছে সবগুলোকে। জাতীয় ফলগুলোতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ফাইবারের মতো উপাদান যেগুলো হাড়ের ক্ষয় রোধ করতে সহায়তা করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় চেষ্টা করুন জাতীয় ফল রাখার জন্য। 

বাদামঃ বাদামের মধ্যে উল্লেখযোগ্য বাদাম হচ্ছে কাঠবাদাম যেটিতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন। হার ভালো রাখতে ক্যালসিয়ামের পাশাপাশি প্রোটিনেরও প্রয়োজন রয়েছে। তাই যদি শরীরে প্রোটিনের ঘাটতি দূর করতে চান তাহলে নিয়মিত কাঠবাদাম খাওয়ার মাধ্যমে উপকারে আসতে পারে। 

শুকনো ফল বা ড্রাই ফ্রুটঃ ড্রাইপোর্টস বলতে আমরা যেগুলো বুঝি তা হচ্ছে আখরোট, কাজুবাদাম, কার্ড বাদাম, খেজুর, কিসমিস ইত্যাদি যা খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় পাশাপাশি হাড় গঠনেও সহায়তা করে। যারা হাড় ক্ষয় হলে কি খেতে হবে এটা প্রশ্ন করেন তাদেরকে বলব ড্রাই ফ্রুটস ট্রাই করুন। 

আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল হাড় ক্ষয় হলে কি খেতে হবে সে সম্পর্কে। হাড় ক্ষয় হলে সেটা পূরণ করা এতটা সহজ কাজ নয়। তবে কোন রোগ হওয়ার পরে চিকিৎসা করার চেয়ে বরং আগে থেকেই সচেতন থাকা ভালো এবং সেই অনুযায়ী নিজের যত্ন নেওয়া জরুরী। সুতরাং হাড় ক্ষয় হওয়ার আগেই যদি হাড় ক্ষয় রোধের ব্যাপারে স্বাস্থ্য সচেতন হয় তাহলে অবশ্যই সেটা আমাদের প্রত্যেকের জন্য মঙ্গল। 
শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads