মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান |
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
মেট্রো এর পূর্ণ রূপ মেট্রোপলিটন। মেট্রোরেল বলতে বোঝানো হয় শুধু মাত্র সিটির মধ্যে যাতায়াত করে যে ট্রেনগুলো। আধুনিক বিশ্বের উন্নত যাতায়াত ব্যবস্থা অন্যতম একটি হচ্ছে মেট্রোরেল। ২০১৩ সালের জনবহুল ঢাকা মহানগরের ক্রমবর্ধমান যানবাহনের সমস্যা ও যানজট কমিয়ে আনার লক্ষ্যে ঢাকার মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। ২০১৬ সালের প্রণীত পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রোরেলের লাইন সংখ্যা বাড়িয়ে তিন থেকে পাঁচটি করা হয়।প্রথম পর্যায়ে ঢাকার উত্তরা থেকে মতিঝিল 21. 26 কিলোমিটার দীর্ঘ এম আরটি লাইন-6 নির্বাচন করা হয়। ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয়।
২৮ ডিসেম্বর ২০২২ সালে এমআরটি লাইন -6 দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকার মেট্রোরেলের আংশিক অংশ চালু হয়।
২৯ জানুয়ারী ২০২২জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জাপান হল এশিয়ার মধ্যে প্রথম দেশ যারা ১৯২৭ সালে একটি পাতাল রেল ব্যবস্থা তৈরি করে।ভারত ১৯৭২ সালে কলকাতায় মেট্রো ট্রেন নির্মাণ শুরু করে।পরে ভারত অন্যান্য শহরগুলোতে মেট্রো রেল ব্যবস্থা চালু কর।বর্তমান বিশ্বের ৫৬ টি দেশে ১৭৮ টি শহরে 180 টি পাতাল রেল ব্যবস্থা চালু হয়েছে।
মেট্রো রেলের সুবিধা:
ঢাকার মেট্রো রেল চালু হওয়া মানুষ সময় মতো কর্মস্থলে পৌঁছাতে পারছে,যাতায়াত খরচ কমছে,সুরক্ষা নিশ্চিত হচ্ছে শহরের যানজট একটু হলেও কমছে।মেট্রোরেল তৈরীর উদ্দেশ্য ছিল ঢাকা শহরের অসহনী ও যানজট থেকে মুক্তি।
১.মেট্রোরেল প্রকল্প প্রথম ছিল ?
উত্তর:উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।
২.মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃজাইকা(৭৫%)ও বাংলাদেশ সরকার।
৩.মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যায় ধরা হয়েছিল কত?
উত্তরঃ২১ হাজার ৯৬৫ কোটি টাকা।
৪.সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যায় কত টাকা?
উত্তরঃ৩৩ হাজার ৪৭১.৯৯ কোটি টাকা।
৫.মেট্রোরেল প্রকল্পের জাইকা মোট কত টাকা দেবে?
উত্তরঃ১৯ হাজার ৭১৮.৪৭ কোটি টাকা।
৬.এনআরটি লাইন -৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয় কবে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর ২০১২।
৭.প্রথম ধাপে মেট্রোরেল কত কিলোমিটার ও কোন এলাকায় চালু হয়েছে?
উত্তরঃউত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার
৮.মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেল প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছিল কত তারিখ?
উত্তরঃ২৯ নভেম্বর ২০২১
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
9. মেট্রোলের প্রকল্পের নাম কি?
উত্তর:মাস র্যাপিড ট্রানজিট(এনআরটি) লাইন-6
10. মেট্রো রেল প্রকল্প পরিচালনা করে কে?
উত্তর:ডিএমটিসিএল
11. মেট্রো রেল নির্মাণের কাজ শুরু হয় কত তারিখ থেকে?
উত্তর:২৬ জুন ২০১৬
12. মেট্রোলের পূর্বের দৈর্ঘ্য কত ছিল
উত্তর:২০.১০ কিলোমিটার
13. মেট্রো রেলের বর্তমান দৈর্ঘ্য কত?
উত্তর:২১.২৬ কিলোমিটার
14. মেট্রোরেলের পূর্বে স্টেশন সংখ্যা কত ছিল?
উত্তর:16
15. মেট্রোরেলের বর্তমানে স্টেশনের সংখ্যা কত
উত্তর:১৭
16. মেট্রোরেলের17 তম স্টেশন এর নাম কি?
উত্তর:কমলাপুর
17. মেট্রো ট্রেনের সংখ্যা কত?
উত্তর:২৪
18. মেট্রোরেলে প্রথম নারী চালকের নাম কি?
উত্তর:মরিয়ম আফিজা
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
19. উত্তরা থেকে মতিঝিল যেতে মেট্রো ট্রেনে কত মিনিট সময় লাগে?
উত্তর:৪০ মিনিট
20. মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া কত?
উত্তর:100 টাকা
21. মেট্রো রেল এর সর্বনিম্ন ভাড়া কত?
উত্তর:২০ টাকা
22. ট্রেনের সর্বোচ্চ গতি কত?
উত্তর:১০০ কিলোমিটার /ঘন্টা
23. স্টেশনে প্লাটফর্মের দৈর্ঘ্য কত?
উত্তর:180 মিটার
24. প্রতি টেনের বোগির সংখ্যা কত?
উত্তর:ছয়টি
25. মেট্রোরেলের স্টেশনের নাম গুলো কি কি?
উত্তর:উত্তরা উত্তর-উত্তরা সেন্টার-উত্তরা দক্ষিণ-পল্লবী-মিরপুর ১১-মিরপুর 10-কাজীপাড়া-শেওড়াপাড়া-আগারগাঁও-বিজয় সারণি,-ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ-ঢাকা বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ সচিবালয়-মতিঝিল-কমলাপুর
26. মেট্রোরেলের জাতীয় পরিবহনের ক্ষমতা কত?
উত্তর:ঘন্টায় ৬০ হাজার দৈনিক 5 লক্ষ
27. প্রতিটি মেট্রো ট্রেনে যাত্রী পরিবহনের সর্বোচ্চ ক্ষমতাকত?
উত্তর:2308জন
28. মেট্রো ট্রেনের ফ্রিকুয়েন্সি কত?
উত্তর:৩ মিনিট ৩০ সেকেন্ড (পিক আওয়ার)
29. মেট্রো রেলের প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে কতটুকু?
উত্তর:১৩.৪৭ মেগাওয়ার্ড
30. মেট্রোলের যোগ বিদ্যুৎ যোগান দেওয়ার জন্য কতটি উপকেন্দ্র
উত্তর:৫ টি
31. মেট্রোরেলের বিদ্যুৎ যোগান দেওয়ার উপকেন্দ্র গুলো কোথায় কোথায়
উত্তর:উত্তরা, তালতলা, সোনারগাঁও, বাংলা একাডেমি ,পল্লবী
32.উদ্ভাবন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানে স্মারক নোট মুদ্রণ করেছে?
উত্তর:৫০ টাকা।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
33. মেট্রো রেলের প্রথম যাত্রী কে ছিলেন?
উত্তর:শেখ হাসিনা।
34. মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থা--
উত্তর:কমিউনিকেশন বেস্ট ফ্রেন্ড কন্ট্রোল(CBTV) সিস্টেম
35. মেট্রোর ট্রাংক এর ধরণ--
উত্তর:dual continuous welded rail
36. ঢাকার মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানে নাম কি?
উত্তর:দিল্লি মেট্রোরেল কর্পোরেশন
37. মেট্রোরেল নির্মাণ কাজ পরিচালনা করেছে কোন কোন প্রতিষ্ঠান?
উত্তর:থাইল্যান্ডের ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ও চায়নার সিনোহাইড্রো কর্পোরেশন
38. DMTCL গঠনের কারণ
উত্তর:মেট্রোরেল নির্মাণ ,পরিচালনা, রক্ষণাবেক্ষণ,ডিজাইন ও জরিপ সংক্রান্ত কাজ করা
39. RSTP হচ্ছে--
উত্তর:Revised strategic trans port plan.
40. মেট্রোরেল প্রকল্পের ঋণের পরিমাণ কত?
উত্তর:16,595 কোটি টাকো
42. মেট্রো রেলের প্রতিটি পিলারের ব্যাস কত?
উত্তর:২ মিটার
43. মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা কত?
উত্তর:13 মিটার
44. মেট্রোরেলের একটি পিলার হতে অন্য পিলারের দূরত্ব কত?
উত্তর:৩০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার
45. মেট্রোরেলের দ্বিতীয় স্তর কত কিলোমিটার?
উত্তর:4. 40 কিলোমিটার|