|
জামালপুর কমিউটার ট্রেনের সময়সুচি |
জামালপুর কম্পিউটার ট্রেনের সময়সূচী সম্পর্কে আমাদের আজকের আলোচনা। জামালপুর কমিউনিটি ট্রেন হচ্ছে জামালপুর বাসীদের জন্য পাশাপাশি ময়মনসিংহ বাসীদের জন্য বেশ জনপ্রিয় একটি রেল যোগাযোগ ব্যবস্থা। জামালপুর কমিউনিটি ট্রেন হচ্ছে একটি যাত্রীবাহী ট্রেন। অথবা এটাকে আমরা লোকাল ট্রেনও বলতে পারি। এই ট্রেনে প্রতিদিন জামালপুর থেকে শুরু করে যাত্রা পথে বিভিন্ন স্টেশন থেকে প্রচুর যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা করে। তাছাড়া ঢাকা থেকে জামালপুর পর্যন্ত বিভিন্ন স্টেশনে যাতায়াতের জন্য অনেকেই এই ট্রেনটিকে বেছে নেন। অল্প সময়ে যানজটমুক্ত ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ট্রেন। যদি আপনার এই পথের ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা না থাকে তাহলে এই পোস্টে তা পেয়ে যাবেন।
জামালপুর কমিউটার ট্রেনের সময়সুচি
জামালপুর কম্পিউটার ট্রেনের সময়সূচী সম্পর্কে আমাদের আজকের আলোচনা। যারা নিয়মিত এই পথে চলাচল করেন তাদের জন্য আশা করছি এটা খুব হেল্প হবে। যদিও যারা নিয়মিত জামালপুর কম্পিউটার ট্রেনের চলাচল করেন তারা ট্রেনের সময়সূচী সম্পর্কে অবগত আছেন কিন্তু যারা নতুন এই পথে যাতায়াত করবেন তাদের জন্য এই পোস্ট আরো বেশি হেল্পফুল হবে। নিচে জামালপুর কম্পিউটার ট্রেনের সময়সূচী দেওয়া হয়েছে। জামালপুর কম্পিউটার ট্রেন জামালপুর থেকে সন্ধ্যা ৬ঃ৪০ মিনিট এবং দেওয়ানগঞ্জ থেকে ভোর ৫ঃ০০ রওনা করে এছাড়া জামালপুরের কমিউটার ৭:২০ এবং দেওয়ানগঞ্জের ট্রেন ৫:৭ মিনিটে।
ট্রেনের নাম | হইতে | ছাড়ার সময় | গন্তব্য | পৌছার সময় |
জামালপুর কমিউটার | জামালপুর | সন্ধ্যা ৬ঃ৪০ মিনিট | দেওয়ানগঞ্জ | রাত ৭ঃ২০ মিনিট |
জামালপুর কমিউটার | দেওয়ানগঞ্জ | ভোর ৫ঃ০০ মিনিট | জামালপুর | সকাল ৫ঃ৭ মিনিট |
জামালপুর কমিউটার ট্রেন স্টপেজ
জামালপুর কমিউটার ট্রেন যেসব জায়গায় বিরতি দেয় তার তালিকা নিচে দেওয়া হল। যেহেতু জামালপুর কমিউটার ট্রেন প্রায় প্রত্যেক স্টেশনে বিরতি দেয় তাই যারা যাত্রা পথে বিভিন্ন স্টেশনে নেমে যেতে চান তাদের জন্য উপকারী হবে এই লিস্ট। জামালপুর কমিউটার ট্রেন জামালপুর থেকে রওনা হয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যায় পথিমধ্যে যতগুলো স্টেশন পড়ে প্রায় প্রত্যেক স্টেশনেই যাত্রাবা বিরতি দেয়। নিচে কোন কোন স্টেশনে জামালপুর কমিউটার ট্রেন স্টপেজ রয়েছে তার তালিকা দেওয়া রয়েছে।
দেওয়ানগঞ্জ হতে | ঢাকা হতে |
দেওয়ানগঞ্জ বাজার | কমলাপুর |
মোশারফগঞ্জ | তেজগাঁও |
ইসলামপুর বাজার | বনানী |
দুরমুঠ | ঢাকা ক্যান্টনমেন্ট |
মেলান্দহ বাজার | বিমানবন্দর |
জামালপুর কোর্ট | টঙ্গি |
জামালপুর রেলওয়ে স্টেশন | ধীরাশ্রম |
নান্দিনা | জয়দেবপুর |
নরুন্দি | ভাওয়াল গাজীপুর |
পিয়ারপুর | রাজেন্দ্রপুর |
মশিউরনগর | ইজ্জতপুর |
নিমতলী বাজার | শ্রীপুর |
বিদ্যাগঞ্জ | সাত খামাইর |
ময়মনসিংহ রোড | মশাখালী |
ময়মনসিংহ জংশন | গফরগাঁও |
কৃষি বিশ্ববিদ্যালয় | ধলা |
সুতিয়াখালী | আউলিয়ানগর |
ফাতেমানগর | আহমদবাড়ী |
আহমদবাড়ী | ফাতেমানগর |
আউলিয়ানগর | সুতিয়াখালী |
ধলা | কৃষি বিশ্ববিদ্যালয় |
গফরগাঁও | ময়মনসিংহ জংশন |
মশাখালি | ময়মনসিংহ রোড |
কাওরাইদ | বাইগনবাড়ী |
সাত খামাইর | বিদ্যাগঞ্জ |
শ্রীপুর | নিমতলী বাজার |
ইজ্জতপুর | মশিউরনগর |
রাজেন্দ্রপুর | পিয়ারপুর |
ভাওয়াল গাজীপুর | নরুন্দি |
জয়দেবপুর | নান্দিনা |
ধীরাশ্রম | জামালপুর রেলওয়ে স্টেশন |
টঙ্গী | জামালপুর কোর্ট |
বিমানবন্দর | মেলান্দহ বাজার |
ঢাকা ক্যান্টনমেন্ট | দুরমুঠ |
বনানী | ইসলামপুর বাজার |
তেজগাঁও | মোশারফগঞ্জ |
কমলাপুর | দেওয়ানগঞ্জ |
জামালপুর কমিউটার ট্রেনের ভাড়া
জামালপুর কমিউটার ট্রেনের সময়সুচি সম্পর্কে জেনেছি এবার ভাড়া সম্পর্কে জানা প্রয়োজন রয়েছে।তারা এই পথে নতুন তাদের উদ্দেশ্যে বলছি ঢাকা থেকে জামালপুর কমিউনিটির ট্রেনের জামালপুর পর্যন্ত ভাড়া ৮০ টাকা এবং দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত ভাড়া ১২০ টাকা। আর ফিরতে পথে ভাড়ার হিসাব তার বিপরীত।