পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান । বাছাইকৃত প্রশ্নগুলো পড়ে নিন

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান লিখে ইন্টারনেটে সার্চ করছেন অনেকেই। আপনার যদি তাদের মধ্যে একজন হন তাহলে এই আর্টিকেলে আপনাকে স্বাগত করছি। আজকের পোস্টে আমরা পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্ন গুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পোস্ট। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বর্তমান সময়ে পদ্মা সেতুর সংক্রান্ত প্রশ্নের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু পদ্মা সেতু বাংলাদেশের আপামর জনতার স্বপ্নের সেতু তাই এই সম্পর্কে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। যাই হোক পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন লিখে যারা সার্চ করছেন তাদের জন্য আশা করছি এই পোস্ট হেল্পফুল হবে। 

বাংলাদেশের দীর্ঘতম নদী গুলোর মধ্যে পদ্মা অন্যতম। পদ্মা নদীর উত্তরের রাজশাহী যাওয়ার অবস্থিত। পর্দার অপর নাম কীর্তিনাশা।এটি সর্পিলাকার  প্রকৃতির। রাজা রাজবল্লভ রায়ের কীর্তি পদ্মা নদীর ভাঙ্গনের মুখে ধ্বংস হয় বলে একে কীর্তিনাশা বলা হয়। 

উৎপত্তি ও গতিবিধিঃ হিমালয়া গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশের প্রবেশ করে। উৎপত্তিস্থল থেকে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে পদ্মা নামে চাঁদপুর জেলা দিয়ে মেঘনার সাথে মিলিত হয়। এবং মেঘনা নামে দক্ষিনে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। অন্য আরেকটি শাখা ভাগীরথী নামে হুগলির দিকে প্রবাহিত হয়। 

পদ্মার গভীরতা ও দৈর্ঘ্যঃ পদ্মা নদীর গড় গভীরতা ৯৬৮ ফুট / ২৯৫ মিটার।সর্বোচ্চ গভীরতা ১৫৭১ ফুট(৪৭৯মিটার)।বাংলাদেশে নদীটির  দৈর্ঘ্য ১২০ কিলোমিটার, গড় প্রস্থ ১০ কিলোমিটার। 

পদ্মা সেতু নির্মাণের ইতিহাস। পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

স্বাধীনতার কিছু বছর পর জাপানের জরিপ বিভাগের একটি দলের পদ্মা সেতু নির্মাণের কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবর এর মৃত্যুর পর   প্রকল্প তৈরী করা সম্ভব হয়নি।

 ১৬ সেপ্টেম্বর ১৯৯৮ সালে বাংলাদেশ সরকার রাজধানী শহরের সাথে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম  অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে   পদ্মা সেতু নির্মাণ জন্য ৩৬৪৩.৫০কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব করেন। যার ফলস্বরূপ 1999 সালে জুলাই মাস থেকে সেতু নির্মাণের কাজ শুরু হয়। 

ভূমি অধিগ্রহণ, পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে পরিকল্পনা, সেতুর  নকশা সরকার নিজস্ব অর্থায়নের সম্পন্ন করেন।২০০৯ সালে ২৮ এপ্রিল বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশের ১২০ কোটি মার্কিন ডলারের  ঋণ চুক্তি  স্বাক্ষরিত হয়। কিন্তু দুর্নীতির অভিযোগ এনে বিশ্ব ব্যাংক  প্রকল্পের অর্থায়ন স্থগিত করে দেয়।

১৭ ই জুন ২০১৪ সালে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের জন্য চায়নার রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়।২৩ জুন ২০২২ সেতু নির্মাণের কাজ শেষ হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ শে জুন সেতু উদ্বোধন করেন। ২৬ জুন থেকে এটি ব্যবহার শুরু হয়।

পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থঃ 

এই সেতু দৈর্ঘ্যের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত  সেতু গুলোর মধ্যে   পদ্মা বহুমুখী সেতুর  সবচেয়ে বড় । পদ্মা বহুমুখী সেতু হল বাংলাদেশের পদ্মা নদীর ওপরে নির্মিত একটি বহুমুখী সড়ক  বা রেল সেতু । এই সেতুর দৈর্ঘ্য মোট প্রায়  ৬.১৫ কিলোমিটার বা ৩.৮২ মাইল বা ২০১৮০ফুট। প্রস্তাব প্রায়  ১৮.১০ মিটার বা ৫৯.৬৫ফুট। 

পদ্মা সেতুর অবস্থানঃ 

দীর্ঘ দৈর্ঘ্যের কারণে পদ্মা বহুমুখে সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা জেলায় অবস্থিত। সেতুটি মুন্সিগঞ্জের লৌহজংয়ের এর সাথে শরীয়তপুর ও মাদারি জেলাকে যুক্ত করেছে। সেতুটি স্থানাঙ্ক ২৩.৪৪৪৩ ডিগ্রি উত্তরে ৯০.২৬১০ ডিগ্রি পূর্বে অবস্থিত। 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান 

১.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 

উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার বা ২০১৮০ ফুট বা ৩.৮২ মাইল। 

২.পদ্মা বহুমুখি সেতুর  প্রস্থ কত মিটার? 

উত্তরঃ পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার বা ৫৯.৬৫ফুট।

৩.পদ্মা বহুমুখি  সেতুর মূল প্রকল্পের নাম কি? 

উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

৪.পদ্মা বহুমুখি সেতুর মোট সংযোগ সড়ক কত কিলোমিটার? 

উত্তরঃ দুই প্রান্তে মোট ১৪ কিলোমিটার । 

৫.পদ্মা বহুমুখি সেতুর  ভায়াডাক্ট কত কিলোমিটার? 

উত্তরঃ ৩.১৮ কিলোমিটার। 

৬.পদ্মা  বহুমুখি সেতুর ভায়াডাক্ট পিলার কতটি? 

উত্তরঃ ৮১টি।

৭.পদ্মা বহুমুখি সেতুতে মাটির কত মিটার গভীরে গিয়ে পাইল বসানো হয়েছে? 

উত্তরঃ মাটির ১২০ থেকে ১২৭ মিটার গভীরে গিয়ে পাইল বসানো হয়েছে। 

৮.পদ্মা বহুমুখি  বহুমুখী সেতু প্রকল্প কত কিলোমিটার নদীর শাসন হয়েছে? 

উত্তরঃ প্রকল্পটিতে নদীর দুই পাড়ে ১২ কিলোমিটার শাসন হয়েছে। 

৯.পানির স্থর থেকে পদ্মা বহুমুখী সেতুর উচ্চতা কত? 

উত্তরঃ ৬০ ফুট 

১০.পদ্মা বহুমুখি সেতুর পাইলিং গভীরতা কত? 

উত্তরঃ ৩৮৩ ফুট।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

১১.পদ্মা বহুমুখি  সেতুর মোট পিলার সংখ্যা কত কত?

উত্তরঃ৪২ টি

১২. পদ্মা সেতুর পিলার প্রতি পাইলিং এর সংখ্যা কয়টি?

উত্তরঃ প্রতি পিলারের জন্য রয়েছে ছয়টি করে পাইলিং। 

১৩.পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কতটি?

উত্তরঃ মোট পাইলিং সংখ্যা ২৬৪ 

১৪.পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় কত তারিখ ? 

উত্তরঃ২৬ শে নভেম্বর ২০১৪। 

১৫.পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় কবে?

উত্তরঃ২৩ জুন ২০২২।

১৬.পদ্মা সেতুর এক পিলার থেকে আর এক পিলারে দূরত্ব কত কিলো?

উত্তরঃপদ্মা সেতুর এক পিলার থেকে আর এক পিলারে দূরত্ব ১৫০ কিলোমিটার। 

১৭.পদ্মা সেতুর স্প্যান কয়টি?

উত্তরঃ৪১ টি।

১৮.পদ্মা সেতুর পিলারে উপর প্রথম স্প্যান বসানো হয় কবে?

উত্তরঃ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান বসানো হয়।

১৯.পদ্মা সেতুতে কোন কোন পিলারের উপর প্রথম স্প্যান বসানো হয়েছিল।

উত্তরঃপদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নং পিলার প্রথম স্প্যান বসানো হয়। 

২০.পদ্মা সেতুতে শেষ স্প্যান বসানো হয় কবে? 

উত্তরঃ২০২০ সালের ১০ ডিসেম্বরে দুপুর ১২.০২ মিনিটে পদ্মা সেতু ১২ও ১৩ নং পিলারে উপর। 

২১.পদ্মা সেতুর মোট লেন কয়টি?

উত্তরঃপদ্মা সেতু ৭২ ফুটের ০৪ টি লেনের সড়ক।

২২.পদ্মা সেতুর রেললাইন কোথায় স্থাপন হবে।

উত্তরঃপদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে নীচ তলায়।

২৩.পদ্মা সেতুতে  রেললাইনের দৈর্ঘ কত কি.মি ? 

উত্তরঃ১৭৩ কিলোমিটার 

২৪.পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর হবে?

উত্তরঃ১০০ বছর

২৫.পদ্মা সেতুর নির্মাণকারী প্রতীষ্ঠানের নাম কি?

উত্তরঃ চায়নার রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

 ২৬.পদ্মা সেতু কে উদ্বোধন করে?

উত্তরঃমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

২৭.পদ্মা সেতু কত তারিখ উদ্বোধন করা হয়?

উত্তরঃ২৫ জুন ২০২২।

২৮.পদ্মা সেতু ভূমিকম্প সহনশীলতার মাত্রা কত?

উত্তরঃ৯ (রিখটার স্কেল) 

২৯.পদ্মা সেতু দেখাশোনার দায়িত্ব পালন কারা করছে?

উত্তরঃkorian expressway ও বাংলাদেশ সেনাবাহিনী

৩০.পদ্মা সেতুর জন্য ভূমি অধিগ্রহন করে কত হেক্টর জমি? 

উত্তরঃ৯১৮ হেক্টর।

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads