সূরা আন নছর বাংলা উচ্চারণ, অর্থ, শানে নূজুল ও তাৎপর্য | Surah An-Nasr

 

সূরা আন নছর বাংলা উচ্চারণ, অর্থ, শানে নূজুল ও তাৎপর্য | Surah An-Nasr

সূরা আন নছর বাংলা উচ্চারণ, অর্থ, শানে নূজুল ও তাৎপর্য | Surah An-Nasr


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
(১
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
বাংলা উচ্চারণঃ ইযা জা- আনাসুরুল্লহি ওয়াল ফাতহু।
বাংলা অর্থঃ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
(২
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
বাংলা উচ্চারণঃ ওয়ারা আইতান্‌না-সা ইয়াদখুলুউনা, ফি দ্বীনিল্লাহি আফওয়া-জা।
বাংলা অর্থঃ এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
(৩
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا
বাংলা উচ্চারণঃ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগ ফিরহ্‌; ইন্নাহু কা-না তাও-ওয়া-বা।
বাংলা অর্থঃ তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।
শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads