বয়স্ক ভাতা অনলাইন আবেদন কিভাবে করতে হয়

বয়স্ক ভাতা অনলাইন আবেদন
বয়স্ক ভাতা অনলাইন আবেদন

বয়স্ক ভাতা অনলাইন আবেদন কিভাবে করতে হয় সেটা জানার আগে বয়স্ক ভাতা টি ,বয়স্ক ভাতা আবেদনের প্রাথমিক শর্ত ,বয়স্ক ভাতা তাদের দেওয়া হবে সেটা কারা নির্বাচন করে ও  কিভাবে নির্বাচন করে সেগুলো জানা গুরুত্বপূর্ণ|কারণ যেগুলো না জানলে

হয়তো আবেদন করেও বয়স্ক ভাতা পাবেন না। তাই চলুন বয়স্ক ভাতা কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেটা জানার আগে বয়স্ক ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেয়া যাক।

বয়স্ক ভাতা কি: বয়স্ক ভাতা অনলাইন আবেদন

দেশের দুঃস্থ মানুষের কল্যাণের জন্য সরকার বিভিন্ন ধরনের ভাতা দিয়ে থাকে । তার মধ্যে অন্যতম বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা হল দেশে দুঃস্থ স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম ব্যক্তিদের সামাজিক ও আর্থিকভাবে নিরাপত্তা বিধাণে পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থবছরে বয়স্ক ভাতার কর্মসূচি প্রবর্তন করা হয়। বয়স্ক ভাতা বাস্তবায়ন করে সমাজসেবা অধিদপ্তর।

বয়স্ক ভাতার উদ্দেশ্য লক্ষ্য । বয়স্ক ভাতা অনলাইন আবেদন

1 .বয়স্ক জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়ন ও নিরাপত্তা
2.পরিবার ও সমাজে বয়স্কদের মর্যাদা বৃদ্ধি
3.আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদার করা
4.চিকিৎসা  ও পুষ্টি সরবরাহতে সাহায্য করা ইত্যাদি

বয়স্ক ভাতা প্রাপ্তদের সংখ্যা: প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলা মোট ১০ জনকে বয়স্ক ভাতা দেওয়া হতো।পরবর্তীতে দেশের সকল পৌরসভা সিটি কর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।

বর্তমান সরকারের ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বয়স্ক ভাতা ভোগের সংখ্যা দ্বিগুণ করার কথা বলা হয়েছে। সেই লক্ষ্য অর্জনের জন্য বর্তমান বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা ২০ লক্ষ থেকে বৃদ্ধি করে ২২ লক্ষ ৫০ হাজার জনকে দেওয়া হচ্ছে।

বয়স্কদের টাকার পরিমান: বয়স্ক ভাতা বাস্তবায়নে শুরুর বছরগুলোতে মাথা পিছু মাসিক ভাতার হার ছিল 100 টাকা।বর্তমান 2022- 23 অর্থবছরে টাকার পরিমাপ বৃদ্ধি করে করা হয় ৫০০ টাকা।২০২২ -২৩ অর্থবছরে বয়স্ক ভাতার জন্য বাজেট করা হয় 3444.54 কোটি টাকা।

বয়স্ক ভাতা প্রাপ্তদের বর্তমান বয়সসীমা: বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পুরুষের বয়স 65 এর ঊর্ধ্বে এবং মহিলাদের বয়স ৬২এর ঊর্ধ্বে

বয়স্ক ভাতা প্রার্থী নির্বাচনের মানদণ্ড

1.প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
2.অধিক বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।বয়স নির্ধারণের সময় জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন বা এসএসসি/ সম্মান পরীক্ষার সার্টিফিকেট বিবেচনা করা হবে।
3.তিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ উপার্জনে অক্ষম তাদের সর্বাধিকার দেওয়া হবে।গড় বার্ষিক আয় প্রায় ১০ হাজারের কম হতে হবে।
4.অর্থসামাজিক ক্ষেত্রে ভূমিহীন,দুঃস্থ বিধবা, তালাকপ্রাপ্ত ,বিপত্নীক,নিঃসন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদের সর্বাধিকার পাবে। 

বয়স্ক ভাতা প্রাপ্তির অযোগ্যতা:

1.সরকারি কর্মচারী পেনশনভোগী হলে।
2.ভিজিডি কার্ড ধারী হলে
3.অন্য কোন ভাবে নিয়মিত সরকারি ভাতা প্রাপ্ত হলে
4.সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হতে নিয়মিত ভাবে আর্থিক অনুদান প্রাপ্ত হলে

বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম:

1.বয়স্ক ভাতা আবেদনের জন্য http://mis.bhata.gov.bd/onlineApplication এই লিংকে যেতে হবে। 
2.নির্বাচন করুন এখানে ক্লিক করে বয়স্ক ভাতার অপশনটি সিলেক্ট করতে হবে।
3প্রথম বক্সে এনআইডি কার্ডের নাম্বার লিখে দ্বিতীয় বক্সের জন্ম তারিখ সিলেট করতে হবে
4.আবেদনকারের ছবি সহ স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য পূরণ হবে বাকিগুলো নিজেকেই সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
5.আবেদনকারী সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য হলো

*বৈবাহিক অবস্থা
* শিক্ষাগত যোগ্যতা পারিবারিক *সদস্য সংখ্যা (পুরুষ মহিলা ও হিজরা )
*পেশা 
*বার্ষিক আয় 
*স্বাস্থগত ও কর্ম ক্ষমতা সংক্রান্ত কিছু তথ্য 
*সরকারি বেসরকারি আর্থিক সুবিধা 
*বাসস্থান ও ভূমি সংক্রান্ত কিছু তথ্য

5.আবেদনের ঠিকানা ,মোবাইল নাম্বার ,,মোবাইল নাম্বারটি কার সেটা সিলেক্ট করতে হবে। 


বিশেষ দ্রষ্টব্য: তথ্যগুলো সঠিক দিতে হবে।কারণ একবার সাবমিট করা হলে সেগুলো আর পুনরায় পরিবর্তন করা যাবে না।তাই তথ্য পূরণের সময় সতর্ক থাকতে হবে।

6.পথ পূরণ করা হয়ে গেলে সাবমিট করে প্রিন্ট করে নিতে হবে।
7.প্রিন্ট করা ফরম টিতে পৌরসভার কাউন্সিলরের বা চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে সমাজসেবা কর্মী বা উপজেলা সমাজসেবা অফিসে ফরমটির সাথে সাথে প্রয়োজনীয় বাকি কাগজগুলো সহ জমা দিতে হবে।

বয়স্ক ভাতা আবেদনকারী আবেদনপত্র যাচাই-বাছাই করার জন্য স্থানীয় কমিটি থাকে।এই কমেটি আবেদন পত্র যাচাই বাছাই করে  সঠিক ব্যাক্তিদের নির্বাচন করে।

এখন যেহেতু মোবাইল ব্যাংকিং বেশি জনপ্রিয়  ।এছাড়াও জন হয়রানি মুক্তির উদ্দেশ্যে করোনা কালীন সময় থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের সকল ভাতা, ত্রাণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।তার বয়স্ক ভাতার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়।

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা প্রদানের কারণে বয়স্ক ব্যক্তিদের হয়রানি কমেছে।এছাড়াও বিভিন্ন রকমের দালাল অসৎ ব্যক্তির প্রতারণা থেকে মুক্তি মিলেছে

অনলাইনে আবেদন করার পর স্থানীয় কমিটির দ্বারা আবেদন পত্রটি গ্রহণযোগ্য হলে  বয়স্ক ভাতার অর্থ গ্রহণের জন্য মোবাইল ব্যাংকিং একাউন্টের প্রয়োজন হয়।

মোবাইল ব্যাংকিং একাউন্ট করার জন্য  ভাতাভোগী নিজের জাতীয় পরিচয় পত্র দিয়ে সমাজসেবা অধিদপ্তরের নির্দেশ মতে মোবাইল ব্যাংকিং একাউন্টের জন্য নগদ, বিকাশ বা রকেট অ্যাকাউন্ট করতে হবে।

বয়স্ক ভাতার অনলাইন আবেদন চাইলেই যে কোন সময় করা যাবে না তা নির্দিষ্ট একটি তারিখ থাকে সে তারিখ অনুযায়ী আবেদন করতে হবে। শুধুমাত্র আবেদন গ্রহণের সময় ওয়েবসাইটে বয়স্ক ভাতার অনলাইন আবেদন করতে হবে। অন্যথায় সেটি গ্রহণযোগ্য হবে না। সেজন্য সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদের জেনে নিতে হবে কখন আবেদনের তারিখ শুরু হবে।

বয়স্ক ভাতা অনলাইন আবেদনের তারিখ শুরু হলে সমাজসেবা অধিদপ্তর অনলাইন আবেদনের শুরুর ও শেষ তারিখটি জানিয়ে দেয়।প্রতিবছরই নতুন বয়স্ক ভাতার

শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads