নগদ একাউন্ট দেখার নিয়ম বা নগদ এর ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে আমাদের আজকের আলোচনা।অনেকে ইন্টারনেটে নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে সার্চ করছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি নগদ একাউন্ট দেখার নিয়ম বা ব্যালেন্স দেখার দুইটি পদ্ধতি রয়েছে। নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি যারা নগদের গ্রাহক তারা উপকৃত হবেন। তবে বেশি কথা না বলে চলুন নগদ একাউন্ট দেখার নিয়ম বা নগদ এর ব্যালেন্স দেখার নিয়ম জেনে নেই।
নগদ একাউন্ট দেখার নিয়ম বা ব্যালেন্স দেখার নিয়ম
নগদ এর একাউন্ট দেখার নিয়ম বলতে আমরা নগদের বর্তমান ব্যালেন্স দেখার নিয়ম কি বুঝাই। যাই হোক নগদ একাউন্ট দেখার দুইটি উপায় রয়েছে । যেমন-
- অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম
- ইউ এস এস ডি কোডের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম
অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদে ব্যালেন্স চেক করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে নগদ অ্যাপ। যদিও আরো একটি পদ্ধতি রয়েছে তবে অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স চেক করাই সবচেয়ে সহজ। তাই নগদ একাউন্ট দেখার নিয়ম লিখে যারা সার্চ করছেন তাদেরকে বলব আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ সচল করে একটি নগদ প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন। এরপর আপনার নগদা অ্যাপ এ প্রবেশ করুন। অর্থাৎ আপনার নগদ একাউন্ট নাম্বার এবং পিন নাম্বার দিয়ে নগদ অ্যাপ এ প্রবেশ করুন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে ব্যালেন্স চেক নামে অপশন পাবেন সেখানে ক্লিক করলেই ব্যালেন্স দেখতে পারবেন । আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন এখন সময় অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব।
ইউএসএসডি কোডের মাধ্যমে নগদের ব্যালেন্স চেক করার নিয়ম
প্রথমে ডায়াল করুন *167# সেখান থেকে পর্যায়ক্রমে কয়েকটি ধাপ অনুসরণ করলেই নগদের ব্যালেন্স চেক করতে পারবেন।
সবার প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যান।
এরপর ডায়াল প্যাড থেকে *167# লিখে ডায়াল করুন।
ডায়াল করার পর 7 নম্বর অপশনটিতে দেখতে পারবেন My Nagod রয়েছে। এখন আপনাকে 7 লিখে সেন্ড করতে হবে।
এরপর 1. Check balance নামে একটি অপশন দেখতে পারবেন। এখন 1 লিখে সেন্ড এ চাপ দিন।
এরপর enter your pin নামে একটি লেখা দেখতে পাবেন। এখানে আপনার নগদ একাউন্টের পিন নাম্বার কোড লিখে দিতে হবে।
এরপর সেন্ড দিলে আপনার নগদ একাউন্টে ব্যালেন্স কত টাকা রয়েছে তা দেখতে পারবেন।