রোনালদো কোন দেশের খেলোয়াড়
রোনালদো কোন দেশের খেলোয়াড় সেটা সম্পর্কে আজকে জানবো। যারা জানেন না তাদের জন্য বলে রাখছি ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে পর্তুগালের খেলোয়াড়। রোনালদো কোন দেশের খেলা সেটা তো জানলাম আপনি যদি রোনালদোর ফ্যান হয়ে থাকেন তাহলে তার সম্পর্কে নিশ্চয় আরো অনেক কিছু জানতে চান। তো চলুন ক্রিস্টিয়ানো রোনালদোর আরো কিছু খুঁটিনাটি সিক্রেট বিষয়াদি জেনে নেই।
বিশ্বসেরা এই খেলোয়াড় অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদো ১৯৮৫ সালে ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। যদিও লিওলেন মেসিও একই দিনে জন্মগ্রহণ করেন কিন্তু ফুটবল ক্যারিয়ারে লিওলেন মেসি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র প্রতিদ্বন্দ্বী। পর্তুগালে মাদাইরা দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।
এ পর্যন্ত টানা তিনবার রাশিয়া বিশ্বকাপে নেতৃত্ব দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া তিনবার প্রিমিয়াম লিগ বিজয়ী হন পাশাপাশি দুবার লা লিগা জিতেছেন। বিজয়ের তালিকায় রয়েছে চার বারের লিগ জয়ীর খেতাব এবং চার চার বার বিশ্ব ক্লাব ক্লাবও জিতেছেন।
আরো কিছু খেতাব এবং অর্জন রয়েছে তার অর্জনের তালিকায় যেমন একটি এফে কাপ, দুইটি লিক কাপ, দুইবার কোপা দেল রে। পর্তুগালের 2015 সালের ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে রোনালদোর নাম ঘোষণা করে সেই দেশের ফুটবল ফেডারেশন। ক্রিশ্চিয়ানো রোনালদোর অর্জনের কথা বলতে গেলে একের পর এক তালিকা বেশ বড়ই হবে। আর এতসব অর্জনের কারণেই তিনি বিশ্বের স্বনামধন্য, প্রভাবশালী, বিশ্বসেরা ফুটবলার হিসেবে পরিচিত লাভ করেছেন।