নভেম্বর মাসে দিবস সমূহ । ‍ajke ki day

ইন্টারনেটে অনেকেই আজ কি দিবস, কোন দিন কি দিবস, ajke ki day, বাংলাদেশের জাতীয় দিবস, বিশ্ব দিবস তালিকা ইত্যাদি লিখে সার্ চ করছি ইত্যাদি লিখে যারা সার্চ করছেন  তাদের জন্য আমাদের আজকের পোস্ট। এই পোস্টে নভেম্বর মাসের জাতীয় দিবস এবং আন্তর্জাতিক দিবস সময় সম্পর্কে একটি তালিকা তুলে ধরা হয়েছে। এখানে প্রতিবছর নভেম্বর মাসে কি কি দিবস পালন করা হয় সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন। শুধুমাত্র বাংলাদেশ নয় বরং সারা বিশ্বব্যাপী নভেম্বর মাসে কোন দিন কি দিবস রয়েছে তা তুলে ধরা হয়েছে। 

০১ Novemberদস্যুমুক্ত সুন্দরবন দিবস।
০১ Novemberজাতীয় যুব দিবস। প্রতিপাদ্য—দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
০২ Novemberসাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসানের আন্তর্জাতিক দিবস।
০২ Novemberজাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণােত্তর চক্ষুদান দিবস। প্রতিপাদ্য- রক্তে রক্তে বন্ধন হােক, রক্তে লাগুক ঢেউ, আমার চোখে দেখবে ধরা, নতুন করে কেউ।
০৩ Novemberজেলহত্যা দিবস।
০৪ Novemberসংবিধান দিবস।
০৫ Novemberবিশ্ব সুনামি সচেতনতা দিবস।
০৬ Novemberজাতীয় সমবায় দিবস (নভেম্বর মাসের প্রথম শনিবার)। প্রতিপাদ্য— বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।
০৬ Novemberযুদ্ধ এবং সশস্ত্র সংঘাতে পরিবেশের ক্ষতি দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস।
০৭ Novemberরুশ বিপ্লব দিবস।
০৮ Novemberবিশ্ব নগর পরিকল্পনা দিবস। প্রতিপাদ্য– জলবায়ুর স্বাভাবিকতা আনয়নে ; শহরকে উপযােগী করে তােলা।
০৮ Novemberবিশ্ব রেডিওগ্রাফি দিবস।
০৮ Novemberগণপ্রকৌশল দিবস। প্রতিপাদ্য— সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক ও জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা।
১০ Novemberশহীদ নূর হােসেন দিবস।
১০ November শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস।
১২ Novemberবিশ্ব নিউমােনিয়া দিবস। প্রতিপাদ্য- সচেতনতাই পারে নিউমােনিয়া প্রতিরােধ করতে।
১৪ Novemberবিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতিপাদ্য—ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়।
১৬ Novemberআন্তর্জাতিক সহনশীলতা দিবস।
১৭ Novemberবিশ্ব অপরিণত নবজাতক দিবস।
১৭ November বিশ্ব খিচুনি দিবস।
১৭ Novemberআন্তর্জাতিক শিক্ষার্থী দিবস। প্রতিপাদ্য– মানুষ, উদ্ভিদ, সমৃদ্ধি এবং শান্তির জন্য শিক্ষা।
১৭ Novemberবিশ্ব সিওপিডি দিবস। প্রতিপাদ্য- সুস্থ ফুসফুস সর্বাধিক গুরুত্বের এখনই সময়।
১৮ Novemberবিশ্ব দর্শন দিবস (নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার)।
১৯ November বিশ্ব টয়লেট দিবস। প্রতিপাদ্য—শৌচাগারে মূল্যায়ন।
১৯ Novemberআন্তর্জাতিক পুরুষ দিবস। প্রতিপাদ্য— নারী-পুরুষের আরও ভালাে সম্পর্ক।
২০ Novemberবিশ্ব পাইলস ও কলােরেকটাল ক্যান্সার দিবস।
২০ Novemberবিশ্ব শিশু দিবস। প্রতিপাদ্য—’A better future for every child’
২০ Novemberআফ্রিকা শিল্পায়ন দিবস।
২১ Novemberবিশ্ব টেলিভিশন দিবস।
২১ Novemberসশস্ত্র বাহিনী দিবস।
২৫ Novemberআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরােধ দিবস।
২৯ Novemberফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা দিবস।
৩০ Novemberজাতীয় আয়কর দিবস।
শাহীন

আমি শাহীন । পেশায় একজন ব্যবসায়ী । পাশাপাশি অনলাইনে কাজ করতে পছন্দ করি। আশা করছি আমার শেয়ারকৃত তথ্য থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর তা হলেই আমার পরিশ্রম স্বার্থক।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads