সিলেট কিসের জন্য বিখ্যাত

সিলেট কিসের জন্য বিখ্যাত

সিলেট কিসের জন্য বিখ্যাত তা নিয়েই আমাদের আজকের আলোচনা। সিলেট জেলা ভ্রমণ পিপাসুদের জন্য একটি স্বর্গভূমি। সিলেট জেলা বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং প্রসিদ্ধময় একটি জেলা। কৃষি ক্ষেত্রে এই জেলা বাংলাদেশে অন্যান্য জেলার চেয়ে খুবই উন্নত। এ জেলার যত প্রবাসী রয়েছে তা হয়তো অন্যান্য কোন জেলাতে নেই। সিলেটে যেমন রয়েছে পাহাড়, তেমনি রয়েছে পাহাড়ের গা ঘেঁষে ঝরে পড়া ঝরনা, রয়েছে অনেক নদী এবং নদীর পানি গুলো এতই সহ্য যে নিজের পাথরগুলো উপর থেকেই দেখা যায়। রয়েছে চা বাগান, ছোট বড় অনেক হাওর, ঐতিহাসিক স্থান এবং মাজার। তাই সিলেট জেলাটি অনেক উন্নত মনে করা হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। বর্তমানে সিলেট জেলাটি কিসের জন্য বিখ্যাত এই নিয়ে অনেকেই জানার জন্য আগ্রহ প্রকাশ করেন। তাহলে আপনারা যদি সত্যি জানতে চান সিলেট ছেলেটি আসলে কিসের জন্য বিখ্যাত তাহলে এই প্রতিবেদনটি আপনাদের জন্য। প্রিয় পাঠক বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন।

সিলেট জেলাঃ

সিলেট জেলা কিসের জন্য বিখ্যাত এটি জানতে হলে প্রথমে সিলেট জেলা সম্পর্কে জেনে নেওয়া ভাল। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সিলেট জেলা অবস্থিত। পূর্বে বৃহত্তর সিলেট জেলায় মৌলভীবাজার, হবিগঞ্জ, ও সুনামগঞ্জ জেলা নিয়ে গঠিত হলেও পরবর্তীতে বৃহত্তম সিলেট ভেঙে চারটি জেলায় প্রতিষ্ঠিত হয়।বর্তমানে বৃহত্তর সিলেট জেলা টিকে একটি বিভাগে উন্নতি করা হয়েছে। যার সদর দপ্তর হচ্ছে সিলেট জেলা। দেশভাগের পূর্বে সিলেট জেলা ভারতের আসাম রাজ্যের একটি জেলা ছিল। 

দেশভাগের সময় সিলেট জেলায় একটি গণভোটের আয়োজন করা হয়েছিল। গণভোটে সিলেট জেলার মানুষ পাকিস্তানের অংশ হতে রায় প্রদান করে। যদিও সিলেট জেলার করিমগঞ্জ মহাকুমাটি এখনো ভারতের অংশ হিসেবে স্বীকৃত। সিলেট জেলায় মোট উপজেলার সংখ্যা ১৩ টি এবং উপজেলার সংখ্যা বিচারে এটি একটি "এ ক্যাটাগরি ভুক্ত জেলা"।  

এছাড়া সিলেট জেলায় একটি সিটি কর্পোরেশন রয়েছে। সিলেট জেলার আয়তন ৩,৪৫২ কিলোমিটার এবং প্রায় ৩৬ লক্ষ মানুষ এই জায়গাটিতে বাস করেন। সিলেট জেলার একটি সীমান্তবর্তী জেলা এবং এর দুই দিকে ভারতের সাথে সীমান্ত রয়েছে। এছাড়া দক্ষিণে মৌলভীবাজার এবং পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ অবস্থিত। ভারতের আসাম রাজ্যের সাথে সিলেট জেলা সীমান্ত অবস্থিত।

সিলেটের জনসংখ্যা এবং প্রশাসন 

বর্তমান সময়ে সিলেটের জনসংখ্যা হচ্ছে ৯৫ লক্ষ ৫০ হাজার ৭২২ জন। বৃহত্তর এই সিলেটের মোট আয়তন হচ্ছে ১২,৫৯৫ বর্গ কিলোমিটার। এতে রয়েছে বিভিন্ন উপজেলা এবং পৌরসভার বিভিন্ন ছোট ছোট অঞ্চল। সিলেট জেলার মোট ১৩ টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো নিচে দেওয়া হল:

  • বিশ্বনাথ
  • সিলেট সদর 
  • গোপালগঞ্জ
  • জকিগঞ্জ
  • বিয়ানী বাজার 
  • দক্ষিণ সুরমা
  • বালাগঞ্জ 
  • কানাইঘাট
  • কোম্পানীগঞ্জ 
  • গোয়াইন হাট
  • ফেঞ্চুগঞ্জ
  • জৈন্তাপুর 
  • ওসমানী নগর 

সিলেটের সংস্কৃতি 

কেউ যদি বলে সিলেট কেন বিখ্যাত? তাহলে প্রথমে আসে সিলেটের সংস্কৃতির ওপর।একজন ভ্রমণকারীকে মনমুগ্ধ করে।কারণ এখানে রয়েছে পাহাড়ি অঞ্চল, সমতল অঞ্চল, এবং চরাঞ্চল। হঠাৎ ছাড়া সিলেট জুড়ে মোট কয়েক প্রকার মানুষ এখানে বাস করে। এর বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে। এই ভিন্ন ভিন্ন সংস্কৃতি থাকার কারণে সবার নতুন অভিজ্ঞতা হয় জানার ক্ষেত্রে। যেমন এখানে উপজাতিদের সংস্কৃতি সম্পর্কে জানা যায় ঠিক তেমনিভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কেও জানতে পারা যায়। প্রতিবছর বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয় সারা সিলেট জুড়ে। তাই বলা যায় সিলেট সংস্কৃতির জন্য বিখ্যাত।

সিলেট কিসের জন্য বিখ্যাত?

সিলেট জেলা মূলত চায়ের জন্য বিখ্যাত। বাংলাদেশে বেশি চাষ সিলেট বিভাগ থেকে আন্দোলন করা হয়। যার মধ্যে সিলেট জেলার যা সবচেয়ে উন্নত মানের হয়ে থাকে। সিলেট কিসের জন্য বিখ্যাত প্রশ্নটি সোজা সাপ্টা উত্তর হচ্ছে, সিলেট চায়ের জন্য বিখ্যাত। কিন্তু শুধুমাত্র চায়ের জন্য সিলেট জেলা যে বিখ্যাত তা নয়। চায়ের সাথে আরও অনেক কিছুই জুড়ে রয়েছে যার কারণে সিলেট দেশ জুড়ে আলোচিত। ভ্রমণ পিপাসুদের জন্য সিলেট জেলা যেন একটি স্বর্গভূমি। বাংলাদেশের একমাত্র জলাভূমি রাতারগুল জলা বন এই জেলাতেই অবস্থিত। 

রাতারগুল জ্বলা বন দেখতে প্রতিবছর হাজার হাজার মানুষ ভিড় জমায় সিলেটে। পৃথিবীতে একমাত্র বাইশটি মিঠা পানির জলাবণ রয়েছে, যার মধ্যে রাতারগুল জলা বন একটি। বর্তমানে যা তার গোল জলা বোনকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় হিসেবে বাংলাদেশী সরকার স্বীকৃতি দিয়েছে। সিলেট জেলায় বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে। যাদের মধ্যে হামহাম জলপ্রপাত, পড়িকুণ্ড, জলপ্রপাত ও মাধবকুণ্ড জলপ্রপাত অন্যতম।এই জলপ্রপাত গুলো দেখতে সারাদেশ থেকে মানুষ সিলেটে এসে ভিড় জমাচ্ছে। আপনিও চাইলে সিলেটের অবস্থিত জলপ্রপাত গুলো দেখে আসতে পারেন। 

শুধু জলপ্রপাত নয় এই বিভাগ একটি হাওর প্রবন অঞ্চল। সিলেট চালাতে বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর অবস্থিত। যদিও হাকালকি হাওর এর কিছু অংশ মৌলভীবাজারের জেলার সাথেও সংযুক্ত রয়েছে। পৃথিবীর অন্যতম বৃহত্তম মিঠা পানের  হাওর।  এখানে নানা প্রজাতির মাছ পাওয়া যায় স্থানীয় মানুষেরা হাকালুকি হাওরের মাছের ওপর নির্ভরশীল। 

হাওর ছাড়াও সিলেট জুড়ে রয়েছে বড় নদী মেঘনা। এবং তার দুটি শাখা সুরমা ও কুশিয়ারা। এবং সিলেটের এবং ভারতের অঞ্চল জুড়ে রয়েছে বড় বড় পাহাড় যা আপনার সবুজের সমান হতে মন কেড়ে নেবে। সবুজ পাহাড়ের বুক ফেটে নেমে আসা ঝর্ণাধারাগুলো দেখতে একের বাড়ি অসাধারণ। এবং সিলেটেই রয়েছে বিখ্যাত চা বাগান এবং রাবার বাগান। তো প্রিয় পাঠকণ একটি জেলার মধ্যে এত কিছু সমারোহ রয়েছে, যা শুধু সিলেটের নয় পুরা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। সিলেটের রয়েছে প্রায় ৩০ টির মতো দর্শনীয় স্থান। তাই সিলেট জেলা একটি দর্শনীয় স্থান এবং একটি বিখ্যাত স্থান।সিলেটের দর্শনীয় স্থানের একটি তালিকা নিচে দেওয়া হল :

  • ওসমানী স্মৃতি জাদুঘর 
  • ওসমানী শিশু পার্ক 
  • এম সি কলেজ
  • মনিপুরী রাজবাড়ী 
  • হযরত শাহজালাল মাজার 
  • ড্রিম ল্যান্ড পার্ক  
  • শ্রীমঙ্গল 
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • হামহাম জলপ্রপাত 
  • হবিগঞ্জ জেলার মশাযানের দিঘী 
  • জাফলং 
  • ফেঞ্চুগঞ্জ  সার কারখানা 
  • বিছানাকান্দি
  • লাউছড়া জাতীয় উদ্যান
  • তারগুল জলাবন
  • শাহ পরানের মাজার 
  • মাধবকুণ্ড 
  • আলী আমজাদের ঘড়ি 
  • সিলেটের হাকালুকি হাওর 
  • লালাখাল 
  • জলাবন 
  • সিলেট চা বাগান 
  • শ্রীমঙ্গলের সিতেশ বাবুর চিড়িয়াখানা । 

সিলেটের বিখ্যাত ব্যক্তিদের নামের তালিকা 

সিলেট কিসের জন্য বিখ্যাত এই কথাটি উঠলে চলে আসে সিলেটের বিখ্যাত সব ব্যক্তিদের নাম। সিলেটের সাথে জুড়ে রয়েছে অনেক বিখ্যাত ব্যক্তিদের নাম। কারণ এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের দেশের জন্য এবং সিলেটের জন্য। যেমন কেউ রয়েছে রাজনীতিতে, কেউ রয়েছে বাংলা সাহিত্যের জন্য, আবার কেউ করেছেন শিক্ষা ক্ষেত্রে। তবে যাই হোক তারা সবাই আমাদের সিলেট জেলার গর্ব। সারা দেশে পরিচিত লাভ করেছে সিলেট জেলার গর্ব হিসেবে। তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ আসুন আমরা জেনে নেই সেই সব বিখ্যাত ব্যক্তিগণের নাম:

  • সৈয়দ মুর্তজা আলী- ইতিহাসবিদ 
  • শাহ আব্দুল করিম- বাউল •সম্রাট হুমায়ুন রশিদ চৌধুরী -সাবেক স্পিকার 
  • শামসুল উলামা আবু নহর ওহিদ- শিক্ষাবিদ 
  • রাধারমন দত্ত -বৈষ্ণব কবি •আফজাল চৌধুরী- কল্যাণ ব্রতের কবি 
  • এম এ জি ওসমানী -বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক 
  • ভূদেব চৌধুরী সাহিত্যিক ও গবেষক
  • গুরুসদয় দত্ত- ব্রতচারী আন্দোলনের জনক
  • মহা কবি শেখ চান্দু- মধ্যযুগের বিখ্যাত কবি 
  • মাহমুদ আলী -রাজনীতিবিদ ও কূটনীতিক 
  • হাসান রাজা -কবি 
  • গোবিন্দ চন্দ্র দেব- দার্শনিক 
  • মুরারি গুপ্ত -চৈতন্য যুগের বিখ্যাত কবি এবং চরিত সাহিত্যের প্রথম রচয়িতা 
  • সুন্দরী মোহনদাস- ব্রিটিশ বিরোধী রাজনীতিবিদ 
  • মৌলভী মনাওর আলী -রাজনীতিবিদ
  • মেজর জেনারেল মইন হোসেন চৌধুরী -বীরবিক্রম রাজনীতিবিদ ও কূটনীতিজ্ঞ
  • নুরুল রহমান চৌধুরীর -তৎকালীন পাকিস্তানের অর্থমন্ত্রী  
  • আবু আবদুল মতিন চৌধুরীর -রাজনীতিবিদ
  • যতীন্দ্রমোহন ভট্টাচার্য - সাহিত্য গবেষক
  • সৈয়দ মুজতবা আলী- বিখ্যাত সাহিত্যিক 
  • রানী হামিদ -বাংলাদেশের শ্রেষ্ঠ নারী দাবারু। 

উপরের এই বিখ্যাত ব্যক্তিগুলো বিভিন্ন বিখ্যাত কর্মকাণ্ডের জন্য বিখ্যাত হয়ে আছে সিলেটে। এবং তাদের জন্য সিলেট ও আজকে বিখ্যাত হয়ে আছে।

সিলেটের বিখ্যাত খাবার 

প্রত্যেক জেলায় বিখ্যাত কিছু জিনিসের সাথে বিখ্যাত খাবারও থাকে। তেমনি সিলেটের রয়েছে কিছু বিখ্যাত খাবারের তালিকা। সিলেটের বিখ্যাত খাবার গুলোর মধ্যে রয়েছে

 সাতকরা 

বিখ্যাত মিষ্টির রসমালাই এবং সাগর ভোগ। 

সিলেটের ঐতিহ্যবাহী পণ্য কোনটি? 

সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী পণ্য বা সেবা হচ্ছে চা পাতা। তার পাশাপাশি রয়েছে পেটের তৈরি আসবাবপত্র শীতলপাটি আচার ইত্যাদি। 

সিলেটের বড় হাওর কোনটি? 

সিলেটের মধ্যে সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর।

সিলেট কিসের জন্য বিখ্যাত?

সিলেট কিসের জন্য বিখ্যাত? প্রশ্নটির উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন।সিলেট জেলা একা ধরে চায়ের জন্য, বিভিন্ন জলপ্রপাত এর জন্য, বিভিন্ন হাওরের জন্য এবং ভ্রমণের জন্য বিখ্যাত হয়ে আছে। সিলেট জেলার বিপল সংখ্যক মানুষ এখন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে। তার প্রবাসী হিসেবে বাংলাদেশে প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা প্রেরণ করছে, যা রেমিটেন্স হিসেবে জমা হচ্ছে। তাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে উঠে দাঁড়াতে সক্ষম হচ্ছে। এই বিপুল সংখ্যক মানুষ বিদেশে বসবাস করে।তাই  সিলেট জেলাকে বলা হয় দ্বিতীয় লন্ডন। 

সিলেট জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি সিলেট বিভাগের প্রথম বিশ্ববিদ্যালয়। এছাড়া বিজ্ঞাপন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একটি বললে মোটেও ভুল হবে না। এছাড়া সিলেট জেলায় একটি মেডিকেল কলেজেও একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। আবার সিলেট জেলার একটি আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

সিলেট কিসের জন্য বিখ্যাত নিয়ে আমাদের শেষ কথা

সুপ্রিয় পাঠক বন্ধুরা সিলেট কিসের জন্য বিখ্যাত আপনারা হয়তো উপরের আলোচনা থেকে জেনে গেছেন । মূলত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ সিলেট বিভাগ। এবং এটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পর্যটন এবং দর্শনীয় স্থান।।প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভিড় জমায় সিলেটের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করার জন্য। সিলেটের বিখ্যাত খাবার এবং সিলেটের চায়ের জন্য অনেক সুনাম রয়েছে। বাংলাদেশ চা উৎপাদনকারী দেশ হিসেবে অন্যতম অবস্থানে রয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকু।  

হাবিবা আফরিন

আমার নাম হবিনা আফরিন । ছোটবেলা থেকেই লেখালেখি আমার শখ। sorolmanus.com আমার সেই শখ পুরণে হাত বাড়িয়ে দিয়েছে। আশা করছি আমার লেখার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads