ভারতে হার্টের চিকিৎসা | Heart Treatment India

ভারতে হার্টের চিকিৎসা
ভারতে হার্টের চিকিৎসা 

বর্তমান বিশ্বে হার্টের রোগীর সংখ্যা বেড়েই চলছে। শারীরিক বিভিন্ন সমস্যার জন্য দিন দিন হার্টের রোগীর সংখ্যা ও বেড়ে যাচ্ছে। মানসিক সমস্যা,হতাশা,  অতিরিক্ত টেনশন, হাই প্রেশার, ডায়াবেটিস ইত্যাদির সাথে সাথে বেড়ে চলছে হার্টের রোগীর সংখ্যা। হার্টের রোগের কারণে মৃত্যু হচ্ছে প্রতিবছর অনেক মানুষের। কিন্তু যেভাবে রোগের সংখ্যা দিন দিন বাড়ছে সেভাবে এই রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থাও বেড়েই চলছে। হার্টের যেকোনো চিকিৎসার সমাধান এখন সারাদেশেই পাওয়া যায়। হে প্রিয় পাঠক বন্ধুরা। আমাদের আজকের এই প্রতিবেদন সাজানো হয়েছে হার্টের সমস্যা নিয়ে। আপনারা যারা হার্ড ভারতে হার্টের চিকিৎসা সম্পর্কে জানতে চান এবং বিশেষজ্ঞ ডাক্তার, ডকুমেন্টস, খরচ  এসব জানতে চান তাদের জন্যই আজকে আমাদের এই প্রতিবেদনটি সাজানো হয়েছে।তো বন্ধুরা আর দেরি না করে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

ভারতে হার্টের চিকিৎসা 

হার্টের যেকোন অসুবিধার কারণে ভারতের হাসপাতালগুলো বাংলাদেশীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে। যেকোনো উন্নত চিকিৎসা পাওয়া যায় ভারতে। আমরা সকলেই জানি যে ভারতে সব ধরনের চিকিৎসার উন্নত ধরনের চিকিৎসা লাভ করা যায়। ভারতে কার্ডিয়লজিস্ট এর অনেক বিশেষজ্ঞ সার্জন রয়েছে। এবং বেশি গুরুতর রোগী হলে তারা বিদেশি সার্জনদের সাথে যোগাযোগ করে বিশেষ সুবিধা দিয়ে সেই রোগীর চিকিৎসা করিয়ে থাকেন। অনেকেই এই বিষয়ে জানাশোনা ব্যক্তিদের সাথে আলাপ করার আগে গুগলে ঢুকে ভারতের হার্টের চিকিৎসা খরচ হাসপাতালে নাম এবং বিভিন্ন তথ্য জানতে চান। আমরা আমাদের আজকের আয়োজনে আপনাদের জানাবো ভারতের বিখ্যাত কিছু হার্টের চিকিৎসালয়ের সব ধরনের তথ্য এবং চিকিৎসার খরচসহ আনুষঙ্গিক বিষয়গুলো।হার্টের চিকিৎসা নিতে যারা ভারত যেতে চান তাদের প্রথম লক্ষ্যই থাকে কোন কোন রাজ্যে কোন কোন হাসপাতাল আছে সেদিকে। সে কথা মাথায় রেখে প্রথমেই আপনাদেরকাছে তুলে ধরছি ভারতের বিশিষ্ট রাজ্যের চেন্নাইয়ের হার্ট হাসপাতালের তালিকা ও তথ্যসমূহ। 

ভারতে হার্টের চিকিৎসার জন্য চেন্নাইয়ের সেরা হাসপাতাল 

চেন্নাইয়ের সেরা সাতটি কার্ডিয়াক হাসপাতাল সম্পর্কে জানতে নিচের চেন্নাইয়ের হাসপাতালের তালিকা গুলো দেখে নিন। আপনাদের যোগাযোগের সুবিধার জন্য সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ নম্বর ইমেইল ও ওয়েবসাইট এড্রেস ও তুলে ধরার চেষ্টা করছি।

১.এম আই টি ইন্টারন্যাশনাল চেন্নাই, ভারত:

১৯৯৯ সালে ভারতের চেন্নাইয়ে প্রতিষ্ঠার লাভ করে এই এমআইওটি ইন্টারন্যাশনাল হাসপাতালটি। এক হাজার শয্যা বিশিষ্ট এই হাসপাতালে বছরে প্রায় এক হাজারের অধিক কার্ডিয়র্ক সার্জারি সর্বাধিক  সতর্কতার সাথে করা হয়। হাসপাতালে রয়েছে বিশেষজ্ঞ একদল কার্ডিয়াক সার্জন যারা খুব যত্নের সাথে নিজেদের কাজ করার মাধ্যমে রোগের হার্টের সমস্যা দূর করার পাশাপাশি ধরে রেখেছে হাসপাতালের খ্যাতিও।

শিশু রোগীদের জন্য রয়েছে এই হাসপাতালে বিশেষ সুবিধা। পেডিআর ট্রিট কার্ডিওলজিস্ট এর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে চিলড্রেন কার্ডিয়াক কেয়ার। 

এমআই ওটি হাসপাতালে হার্টের যেকোনো ধরনের যেমন মাইট্রাল,আ্যরোটিক, ট্রাইকাসপিড ভালভের প্রতিস্থাপন সহ সব ধরনের সার্জারি করা হয়ে থাকে। মোটকথা আপনার হার্ট কে সুস্থ রাখার জন্য যাবতীয় ব্যবস্থা এই হাসপাতালটিতে রয়েছে। 

এম আইওটি হাসপাতালে চিকিৎসা নিতে চাইলে যোগাযোগ করুন নিচের ইমেইল আ্যড্রেসে

ইমেইল আ্যড্রেস:hip@miotinternational.com

ওয়েবসাইট: ঠিকানা:https:m/www.miotinternational.com/contact~us/get~in~touch

২.এসআইএমএস হাসপাতাল চেন্নাই, ভারত 

এস আই এম এস হাসপাতালটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। ৩৪৫ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে উন্নত মানের কার্ডিয়াক সেবা। এই হাসপাতালে সব ধরনের কার্ডিয়ের চিকিৎসা অনেক যত্নের সাথে করা হয়। বাংলাদেশ ছাড়াও ইউরোপ, অস্ট্রেলিয়া থেকেও রোগী এই হাসপাতালে কার্ডিয়াক  চিকিৎসা নিতে আসে। 

একদল দক্ষ কার্ডিয়লজিস্ট বছরজুড়ে হার্টের নানা ধরনের সমস্যা যেমন হার্ট ফেইলিওর, করোনারি ধমনীর রোগ, কার্ডিওমাইওপ্যাথি ইত্যাদি চিকিৎসা দিয়ে থাকে। এই হাসপাতালে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স এবং আন্তর্জাতিক মানের কারদিয়াক্সাইড রয়েছে। এছাড়া রোগীদের সার্বিক সুবিধার জন্য ২৪/৭ হাসপাতালটি ফার্মেসি  ব্লাড ব্যাংক এবং ক্যাফেটেরিয়া খোলা থাকে। চিকিৎসা নিতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। 

ইমেইল এড্রেস :enquiry@simshospitals.com

ফোন:+৯১ ৪৪ ২০০০ ২০০১,+৯১ ৯৬ ৭৭৭১ ৫২২৩

ওয়েবসাইট :https://simshospitals.com/

৩.অ্যাপোলো হাসপাতাল, গ্রিমস রোড চেন্নাই, ভারত :

ভারতের শীর্ষ ১০ টি হার্টের হাসপাতালের মধ্যে একটি হচ্ছে এই অ্যাপোলো হাসপাতাল। এটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। ভারতের শীর্ষ কার্ডিয়লজিস্ট এর একদল চিকিৎসক বছরজুড়ে নানাবিধ হাটের চিকিৎসা দিয়ে যাচ্ছেন অবিরাম। আপনি যদি এই হাসপাতালে চিকিৎসা নিতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। 

ইমেইল এড্রেস :info@apollohospitals.com

ফোন:+৯১ ৮০৬৯৯৯১০০০

ইমার্জেন্সি নম্বর :১০৬৬

৪.এমজিএম হেলথ কেয়ার, চেন্নাই, ভারত 

১৯৭০ সালে ভারতের চেন্নাইয়ে প্রতিষ্ঠিত এম জি এম হেল কেয়ার আরো একটি বিশ্বমানের কার্ডিয়াক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এ হাসপাতালের কার্ডিওলজিস্ট কোন যে পরিমাণ কার্ডিয়াকের সেবা দিয়ে থাকেন বছরের তা বিশ্বে তৃতীয় স্থান দখল করে আছে। যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। 

ওয়েবসাইট এড্রেস: https://mghealthcare.in/

ফোন: +৯১ ৪৪ ৪৫২৪ ২৪০৭

৫.ফোর্টিস মালার হাসপাতাল, চেন্নাই, ভারত 

৫০০ টি শয্যা নিয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় চেন্নাই এর ফোর্টিস মালার হাসপাতাল। দেশটির কার্ডিয়লজি বিভাগে বলতে গেলে এই হাসপাতালটি নেতৃত্ব দেয়। এই হাসপাতালে এপয়েন্টমেন্ট নিতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। 

ইমেইল :contactus.malar@fortishealthcare.com

ফোন :+ ৯১ ৯৯৬২৫ ৯৯৯৩৩,০৪৪ ৪২৮৯ ২২২২ 

ওয়েবসাইট : https://www.fortismalar.com/contact~us

ইমারজেন্সি ফোন নাম্বার :০৪৪ ৪৯৩৩ ৪৯৩৩

৬.গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতাল, চেন্নাই, ভারত 

এই হাসপাতালটিতে ও হার্টের রোগের খুব ভালো চিকিৎসা দেওয়া হয়। এই হাসপাতালে চিকিৎসা নিতে চাইলে যোগাযোগ করুন নিজের ঠিকানায়। 

ই-মেইল :communication.chn@globalhospitalsindia.com

ফোন:+৯৯ ৪৪ ৪৪৭৭ ৭০০০

৭. ডা.রিলা ইনস্টিটিউট এন্ড মেডিকেল সেন্টার, চেন্নাই, ভারত 

এটি আরেকটি খ্যাতিমান হাসপাতাল যদি ভারতে অবস্থিত। এখানেও উন্নত মানের হার্টের চিকিৎসা করা হয়। এই মেডিকেলে চিকিৎসা নিতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। 

ওয়েবসাইট :https://www.relainstitute.com/

ই-মেইল : info@relainstitute.com

ফোন : +৯১ ৯৩৮৪৬ ৮১৭৭০

আপনারা চাইলে এসব হাসপাতালের ওয়েবসাইটে ভিজিট করে পছন্দমত কার্ডিওলজিস্ট এর নিতে পারবেন।

ভারতে হার্টের চিকিৎসার জন্য হায়দ্রাবাদের সেরা হাসপাতালের তালিকাঃ

ভারতের হাব এর চিকিৎসা চেন্নাইয়ের হাসপাতালের গুলোর মতই হায়দ্রাবাদে ও সেরা চিকিৎসা প্রদান করা হয়। এবার আসুন আমরা ভারতের হার্টের চিকিৎসার জন্য হায়দ্রাবাদের সেরা হাসপাতালে তালিকা গুলো জেনে নেই। 

১.আ্যপোলো হাসপাতাল, হায়দ্রাবাদ, ভারত:

এই হাসপাতালটি ভারতের অন্যতম হার্টের হাসপাতাল হিসেবে পরিচিত। এই হাসপাতালে চিকিৎসা নিতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। 

ঠিকানা :

রোড নং ৭২, ভাড়াটিয়া বিদ্যাভবন স্কুলের বিপরীতে, ফ্লিল্ম নগর হায়দরাবাদ তেলেঙ্গানা, ৫০০০৩৩।

ফোন নম্বর :০৪০-২৩৬০৭৭৭৭,১৮৬০ ২৫৮ ১০৬৬

ইমারজেন্সি কেয়ার : ০৮০  ৬৯৯৯ ১০৬৭

ই-মেইল : info@apollohospitals.com

ওয়েবসাইট : https://www.apollohspitals.com/hyderabad/novel-non-surgical-mitral-valve-proceduere/

এই হাসপাতালের বিখ্যাত কয়েকজন ডাক্তার হলেন :

•ডা. এ শ্রীনিবাস কুমার। 

•ডা.বিভিএ রাঙ্গা রেডি। 

•ডা.বদ্রি নারায়ণ। 

•ডা.ই সঞ্জীব কুমার। 

•ডা.জি কুণ্ডল রাও। 

২.স্টার হাসপাতাল, হায়দারাবাদ ভারতঃ

এই হাসপাতালটি ভারতের আরও একটি বিখ্যাত হাসপাতালের তালিকায় রয়েছে। আপনি যদি এই হাসপাতালে গার্ডিয়ার চিকিৎসা নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিচের ঠিকানায়। 

ঠিকানা :

৮-২-৫৯৬/৫,রোড নং ১০,বান জারা হিলস, হায়দ্রাবাদ -৫০০ ০৩৪, ভারত। 

ই-মেইল: info@starhospitals.co.in,exceint@starhospitals.co.in

ফোন:০৪০ ৪৪ ৭৭৭ ৭৭৭।

ইমারজেন্সি হেল্পলাইন :+৯১ ৯১০০ ৯১১ ৯১১

ওয়েবসাইট লিংক : https://starhospitals.in

এই হাসপাতালের কয়েকজন বিখ্যাত কার্ডিওলজিস্ট হলেন :

•ডা. গোপিচাঁদ মানাম।

•ডা.রমেশ।

•ডা.লোকেশন রাও।

•ডা.ডান্ডু সত্য ভাস্কর রাজু।

৩.যশোদা হাসপাতাল, মালাকপেট, হায়দারাবাদ, ভারত

ভারতের মধ্যে এই হাসপাতালটিও বেশ জনপ্রিয় হার্টের চিকিৎসার জন্য বিখ্যাত। এখানে চিকিৎসা নিতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। 

ঠিকানা :

নালগোঁড়া এক্স রোড, মালাকপেট, হায়দারাবাদ, ৫০০০৩৬।

ফোন:+৯১ ৬৩৬৬৯২০৬৭৭,০৪০ ৪৫৬৭ ৪৫৬৭

ই-মেইল :query@yashodamail.com

ওয়েবসাইট লিংক :https://www.yashodahospitals.com

এই হাসপাতালের বিখ্যাত কয়েকজন হার্টের ডাক্তারের নামের তালিকা নিচে দেওয়া হল :

•ডা.পাঠান পোদ্দার। 

•ডা.ডি সিতারাম।

•ডা.সি সন্তোষকুমার। 

•ডা.বি বেনকাট রেডি।

•ডা.শবরীনাথ সামুদ্রালা।

৪.শ্রীকারা হাসপাতাল, মিয়াপুর, হায়দারাবাদ, ভারত 

এই হাসপাতালের প্রায় সাতটি শাখা থাকলেও মিয়াপুর শাখাতেই শুধু মাত্র কার্ডিয়ের চিকিৎসা করা হয়। এই হাসপাতালটিতে ও হার্টের চিকিৎসার জন্য এসে প্রসিদ্ধ  একটি হাসপাতাল। এখানে চিকিৎসা নিতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। 

ঠিকানা :

২২২,ফেজ-২ মৈথ্রী নগর,হাফেজপেট,মাদিনাগুড়া,হায়দারাবাদ,তেলেঙ্গানা -৫০০০৪৯,ভারত। 

ফোন :+৯১ ৪০ ৪৭৪৭ ০০০০।

ওয়েবসাইট লিংক : https://srikarahospitals.com/

ভারতের হার্টের চিকিৎসার বেঙ্গালুরু এর হার্টের হাসপাতাল সমূহঃ

শুরুতে আমরা ভারতের বিখ্যাত দুইটি স্থানের হাসপাতালের নাম গুলো জেনে নিয়েছে। এবার ভারতের হাড়ের চিকিৎসার ব্যাঙ্গালোরের হাড়ের হাসপাতালগুলো জেনে নেই। 

১.অ্যাপোলো হাসপাতাল, বেঙ্গালুরু, ভারত 

বেঙ্গালুরু ওর ব্যানার ঘাটা রোডে অবস্থিত এই হাসপাতালটি কার্ডিয়া চিকিৎসা বাহারের চিকিৎসার জন্য বেশ জনপ্রিয়। এই হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। 

ঠিকানা :

১৫৪/১১,ব্যানারঘাট্টা মেইন রোড ৫৬০০৭৬,ব্যাঙ্গালোর কর্ণাটক ভারত। 

ফোন :+৮০ ২৬৩০৪০৫০

ওয়েবসাইট লিংক : https://www.apollohospitals.com/bangalore/contact~us/

এই হাসপাতালের বিখ্যাত কয়েকজন হার্টের ডাক্তার হলেন :

•ডা.ভেনকাতেশ টি কে।

•ডা.বিথালডি বাগী। 

•ডা.লক্ষ্মীকান্ত পি।

•ডা.আনন্দ। 

•ডা.কে এইচ শ্রিনিভাস।

•ডা.মনোজ কুমার কে পি।

•ডা.ডি মঞ্জুনাথ প্রমুখ। 

২.মনিপাল হাসপাতাল বেঙ্গালুরু, ভারত 

ব্যাঙ্গালোরের মনিপাল হাসপাতালটি ও হার্টের চিকিৎসায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। উন্নত বিশ্বের প্রায় ৮০ টিরও বেশি দেশের লোক এই হাসপাতালে আসে হার্টের চিকিৎসা নিতে। আপনি যদি এখানে চিকিৎসা নিতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। 

ঠিকানা :

৯৮,পুরাতন এয়ারপোর্ট রোড,ব্যাঙ্গালোর, ৫৬০ ০১৭

ফোন:১৮০০ ১০২ ৫৫৫৫

ই-মেইল : info@maniipalhospitals.com

ওয়েবসাইট লিংক : https://www.manipalhospitals.com/

এই হাসপাতালের কয়েকজন বিশিষ্ট হার্টের ডাক্তার হলেন :

•ডা. সব্যসাচী মুখোপাধ্যায়। 

•ডা.নোয়েল হেনরিকস।

•ডা.বালারাজু ডি।

•ডা.হিমাংশু গুপ্ত। 

•ডা.প্রদীপ হারানাহালি।

•ডা.রাজনীশ সারাদানা প্রমুখ। 

৩.ফোর্টিস হাসপাতাল (ব্যানারঘাট্টা রোড), ব্যাঙ্গালোর 

ব্যাঙ্গালোরের ফোর্টিস হাসপাতাল কার্ডিয়া চিকিৎসার জন্য বেশ জনপ্রিয়। এই হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্ট নিতে চাইলে যোগাযোগ করুন নিজের ঠিকানায়। 

ঠিকানা :

১৫৪/৯,ব্যানারঘাট্টা মেইনরোড , আইআইএম -বি,অপজিট শাহযাতদ্রীলেআউট,পানরুরঙ্গ নগর, বেঙ্গালোর, কর্ণাটক ৫৬০০৭৬,ভারত। 

ফোন : +৯১ ৯৬৬৩৩ ৬৭২৫৩।

ওয়েবসাইট লিংক : https://www.fortishealthcare.com

এই হাসপাতালের হার্টের চিকিৎসক হলেন :

•ডা.অজয় কাউল। 

•ডা.অশোক শেঠ।

•ডা.তার্লোচন সিং।

•ডা.বিবেক জাওয়ালি।

•ডা.নিশিথ চন্দ্র প্রমুখ। 

৪.ফর্টিস হাসপাতাল, (কার্নিংহাম রোড) ব্যাঙ্গালোর ভারত 

হার্টের চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরের ক্যানিং হাম রোডের এই হাসপাতালটিও বেশ জনপ্রিয়। এই হাসপাতালের ঠিকানা নিচে দেওয়া হল। 

ঠিকানা :

১৪, কানিংহাম রোড, সিগমা সেন্ট্রাল মলের কাছে,ভাসান্থ নগর , ব্যাঙ্গালোর, কর্নাটক,৫৬০০৫২,ভারত। 

ফোন :+৯১ ৯৬৮৬৮ ৬০৩১০

আপনি যদি চান তাহলে ভিজিট করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট ও।

ওয়েবসাইট লিংক : https://www.fortishealthcare.com

এই হাসপাতালের অভিজ্ঞ কয়েকজন কার্ডেওলজিস্ট হলেন :

•ডা.সৌমিত্র কুমার।

•ডা.অনিল পোদ্দার। 

•ডা.সুরেশ বিজান।

•ডা.মনোহর জি। 

•ডা.রাজপাল আর এল সিং।

ভারতের হার্টের চিকিৎসা কলকাতার হার্টের হাসপাতালঃ

এবার আসুন কলকাতার কিছু বিখ্যাত হাসপাতালগুলোর নাম জেনে নেই।

১.মেডিকো সুপার স্পেশালিটি হাসপাতাল, ভারত 

এই হাসপাতালটি কলকাতায় অবস্থিত। হার্টের চিকিৎসার জন্য এই হাসপাতালটি বেশ জনপ্রিয়। হাসপাতালে ঠিকানা নিচে দেওয়া হল। 

ঠিকানা :

১২৭,ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, নিতাই নগর, মুকুন্দপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ৭০০০৯৯-ভারত।

ফোন : +৯১ ৩৩ ৬৬৫২ ০০০০।

ই-মেইল : contactus@medicahospital.in/

ওয়েবসাইট লিংক : https://medicahospitals.in/

এই হাসপাতালের কয়েকজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট হলেন :

•ডা.কুনাল সরকার। 

•ডা.রবিন চক্রবর্তী। 

•ডা.দিলীপ কুমার। 

•ডা.শুভঙ্কর ভট্টাচার্য। 

•ডা.মৃণালবন্ধু দাস। 

•ডা.সঞ্জীব 

•ডা.আশুতোষ। 

•ডা. লেফ.যে. অনুপ ব্যানার্জি প্রমুখ। 

২.এএমআরআই হাসপাতাল, কলকাতা 

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি ও কার্ডিয়াকা চিকিৎসার জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। হাসপাতালে এর ঠিকানা নিচে দেওয়া হল। 

ঠিকানা :

২৩০,পানো রোড,বিহাইন্ড মেট্রো ক্যাশ এন্ড ক্যারি, পূর্ব যাদবপুর, মুকুন্দপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ-৭০০০৯৯,ভারত। 

ফোন : +৯১ ৩৩ ৬৬৮০ ০০০০ 

ওয়েবসাইট লিংক : https://www.amrihospitals.in

এই হাসপাতালের কয়েকজন বিখ্যাত হার্টের চিকিৎসক হলেন :

•ডা.সৌমিত্র রায়। 

•ডা.প্রকাশ কুমার হাজরা। 

•ডা.রাজা রায়। 

•ডা.অরিজিৎ ঘোষ। 

•ডা.শুভাশিস রায় চৌধুরী। 

•ডা.প্রদীপ ভৌমিক। 

৩.রুবি জেনারেল হাসপাতাল, কলকাতা  

রুবি জেনারেল হাসপাতাল কলকাতার আরো একটি বিখ্যাত হার্টের হাসপাতাল। এই হাসপাতালের সম্পূর্ণ ঠিকানা নিচে দেওয়া হল। 

ঠিকানা :

৫৭৬,আনন্দপুর মেইন রোড, গোলপার্ক সেক্টর ১, কসবা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ৭০০১০৭,ভারত। 

ফোন: +৯১ ৩৩ ৬৬০১ ১৮০০,+৯১ ৯৮৩০ ৪৪৭৪৪৫

ই-মেইল :ruby@rubyhospital.com

ওয়েবসাইট লিংক : https://www.rubyhospital.com/

এই হাসপাতালের কয়েকজন বিখ্যাত কার্ডিওলজিস্ট হলেন :

•ডা.তন্ময় মাঝি। 

•ডা.সুনিপ ব্যানার্জি। 

•ডা.অনিন্দ্য মুখার্জী। 

•ডা.সুজাত্য চক্রবর্তী। 

•ডা.কেএম সিদ্দিক। 

•ডা.সমিত আচার্য। 

•ডা.কে কে মিত্র। 

•ডা.কল্যাণ দাস। 

•ডা.সৌভিক রায় প্রমুখ 

৪.অ্যাপালো গ্লেনেগেলস হাসপাতাল, কলকাতা 

কলকাতার আরেকটি বিখ্যাত হাসপাতাল এই অ্যাপোলো গ্লেনেগেলস হাসপাতাল। এই হাসপাতালের বিখ্যাত কাজলজিস্ট ডক্টর. হেমন্ত গান্ধী।

ঠিকানা :

১ নং এলজিন রোড, শ্রীপালি,  বেলিগঞ্জ,কলকাতা, পশ্চিমবঙ্গ,৭০০০২০,ভারত। 

এই হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন নিজের নম্বরে। 

ফোন: +৯১ ৮৩৭ ৭২৮৫ 

ই-মেইল : care@edhacare.com

ওয়েবসাইট লিংক : https://lp.edhacare.com/hospital/apollo~hospital/

ভারতে হাড়ের চিকিৎসা নিতে যেতে চাইলে প্রয়োজন যে সব ডকুমেন্টসঃ

যেহেতু দেশের বাইরে আপনি চিকিৎসার কাজে যেতে চাচ্ছেন তাই স্বাভাবিকভাবে ভিসা পাসপোর্ট লাগবে। এছাড়া ভারতে চিকিৎসা নিতে যেতে যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো হল :

*কোভিট -১৯ টেস্টার রিপোর্ট। 

*ডেঙ্গু টেস্টের রিপোর্ট। 

*সার্জারির জন্য মেডিকেল ভিসা। 

*সরকারি চাকরিজীবী হলে সরকারি ছাড়পত্র বা এনওসি। 

মনে রাখতে হবে যে কার্নিকের যেকোনো সার্জারি তার ছোট হোক বা বড় সেজন্য বাধ্যতামূলকভাবে মেডিকেল ভিসা আপনার অবশ্যই নিতে হবে। 

ভারতে হার্টের চিকিৎসার খরচ :

ভারতের হাটের চিকিৎসা নিতে গেলে সর্বপ্রথম আপনারা সবাই জানতে চান যে ভারতের হাটের চিকিৎসার খরচ কেমন হতে পারে। কার্ডিয়া ট্রিটমেন্ট বা হার্টের চিকিৎসা বরাবরই একটু ব্যয়বহুল। তবে বিশ্বের অনান্য দেশের তুলনায় ভারতে বেশ কম খরচে ভালো মানের চিকিৎসা পাওয়া সম্ভব। আসুন আমরা হার্টের সমস্যা অনুযায়ী হার্টের চিকিৎসার খরচ সম্পর্কে জেনে নেই। কেননা হার্টের এক এক সমস্যার জন্য এক এক রকমের খরচ হতে পারে। 

ভারতে হার্টের চিকিৎসায় রিং পড়ানোর খরচ :

হার্টের রিং পরানোর জন্য ভারতের শহর ও হাসপাতাল ভেদে খরচের তারতম্য রয়েছে। কোন শহরে কত টাকা খরচ তার একটা তালিকা আমরা নিচে দেওয়ার চেষ্টা করছি। তবে এই তালিকার খরচ যে একদম নির্ধারিত তা কিন্তু নয়। বরং পরিবেশ, পরিস্থিতি আলোকে তা কিছু কম বেশিও হতে পারে। 

• চেন্নাই :১ লক্ষ ৭৩ হাজার থেকে ২ লক্ষ ৪৮ হাজার  রুপি।

• ব্যাঙ্গালোর :১ লক্ষ ৬৮ হাজার থেকে শুরু করে ২ লক্ষ ৫৫ হাজার রুপি। 

• কলকাতা :১ লক্ষ ৬২০০০ থেকে ২ লক্ষ ৪৪ হাজার রুপি। 

• হায়দারাবাদ :১ লক্ষ ৬৬ হাজার থেকে ২ লক্ষ ৫৩ হাজার  রুপি। 

• মুম্বাই :১ লক্ষ ৭৭ হাজার থেকে ২ লাখ ৬৪ হাজার রুপি। 

অর্থাৎ তিন লাখ রুপি থেকে আড়াই লাখ রূপের মধ্যে হাটের রিং পড়ানো হয়ে যাবে। বাংলাদেশী টাকায় ২ লাখ থেকে ৩ লাখের মধ্যে হাটের রিং পড়ানো যাবে। 

ভারতের বাইপাস সার্জারির খরচ:

ভারতে হাটের চিকিৎসার মধ্যে বাইপাস সার্জারির খরচ একটি আলোচনার বিষয়। হার্টের এই ভাইটাল সার্জারি এই বাইপাস সার্জারি। বাংলাদেশেও এই সার্জারি করা যায়। তবে অপারেশনটি একটু ঝুঁকিপূর্ণ বলে এই ধরনের রোগীরা ভারতে চিকিৎসা নিতেই বেশি পছন্দ করেন। এই ধরনের সার্জারির জন্য ১ লাখ ৫০ হাজার থেকে শুরু করে প্রায় ৬ লাখ ৫০ হাজার পর্যন্ত খরচ হতে পারে। বিশ্বের অন্যান্য দেশে তুলনায় এই খরচ কিন্তু অনেক কম। 

ভারতের হার্টের চিকিৎসা নিয়ে আমাদের শেষ কথা:

প্রিয় পাঠক আশা করি আমাদের পুরো লেখাটি আপনি মন দিয়ে পড়েছেন। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর সেরা সব কারদিয়াক হাসপাতাল পাহাড়ের হাসপাতাল এবং কার্ডিওলজিস্ট বা হার্টের ডাক্তারের তালিকা। তুলে ধরেছি হাড়ের বিভিন্ন চিকিৎসার খরচ এবং ভারতের চিকিৎসা নিতে যেতে কি কি লাগবে শেষ হব। আশা করছি আজকের এই বিষয়টি নিয়ে আপনাদের আর দুশ্চিন্তা করতে হবে না এবং যদি আপনি চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাহলে আপনি খুব সহজেই যেতে পারবেন। পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।


হাবিবা আফরিন

আমার নাম হবিনা আফরিন । ছোটবেলা থেকেই লেখালেখি আমার শখ। sorolmanus.com আমার সেই শখ পুরণে হাত বাড়িয়ে দিয়েছে। আশা করছি আমার লেখার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

Post a Comment (0)
Previous Post Next Post

Ads

Ads