মোবাইলে ভিডিও এডিট করার সফটওয়্যার খুঁজছেন যারা তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে বর্তমানে ভিডিও শেয়ারের হিড়িক চলছে।
মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভিডিও আপলোড করে নিজের ব্যবসা অথবা ইনকামের জন্য চেষ্টা করছেন।
আবার অনেকেই নিজের পরিচিতি অথবা নিজেকে ভাইরাল করার জন্য এসব মিডিয়া ব্যবহার করেন। আমাদের হাতে থাকে স্মার্টফোনটি বর্তমানে সবচেয়ে বড় হাতিয়ার এসব কাজের জন্য। সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করার জন্য হালকা-পাতলা এডিটিং করতে হয়।
Video Editing App for Android
মোবাইলে ভিডিও ধারণ করার পর সেগুলোকে এডিট করে আপলোড করার জন্য কিছু অ্যাপ অথবা সফটওয়্যার এর প্রয়োজন রয়েছে। যারা মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার অথবা অ্যাপ খুঁজছেন তাদের জন্য এই পোস্ট। এখানে আমি দশটি সেরা মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার এর তালিকা দিয়ে দেবো।
এই তালিকা থেকে আপনি যে কোনটি আপনার ফোনে ইন্সটল করে ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটি অ্যাপ এর ফি্র ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন রয়েছে। ফ্রি ভার্সনগুলোতে সাধারণত ওয়াটার মার্ক থাকে। ফলে ভিডিও এডিট করার পর উক্ত অ্যাপের ওয়াটার মার্ক থেকে যায়।
সেক্ষেত্রে আপনি উক্ত অ্যাপের প্রিমিয়াম ভার্শন কিনে ব্যবহার করতে পারেন। অথবা অনেকেই বিকল্প উপায়ে প্রিমিয়াম ভার্সনের সফটওয়্যার সংগ্রহ করে ব্যবহার করে থাকেন।
- 1. Video Editor & Maker – InShot
- 2. Cup Cut – Video Editor
- 3. YouCut – Video Editor & Maker
- 4. VN – Video Editor & Maker
- 5. Video Maker – Video.Guru
- 6. Ai Video Generator – Vidma ai
- 7. Videolap – AI video editor
- 8. Ai Video Editor – Shotcut Ai
- 9. Funimate Video Editor & Maker
- 10. Splice – Video Editor & Maker